বাংলা নিউজ > ক্রিকেট > ইংরাজিতে প্রশ্ন শুনে ঘাবড়ে গেলেন রিঙ্কু! সতীর্থের পাশে দাঁড়িয়ে মন জিতলেন ক্যাপ্টেন বুমরাহ

ইংরাজিতে প্রশ্ন শুনে ঘাবড়ে গেলেন রিঙ্কু! সতীর্থের পাশে দাঁড়িয়ে মন জিতলেন ক্যাপ্টেন বুমরাহ

রিঙ্কু সিং ও জসপ্রীত বুমরাহ (ছবি-টুইটার)

রিঙ্কু সিংয়ের ব্যাটিংয়ের যতই প্রশংসা করা হোক না কেন, তা কম। একই সময়ে, এই ম্যাচ সম্পর্কিত একটি আকর্ষণীয় ঘটনা বেশ ভাইরাল হচ্ছে। যা দেখলে আপনি নিশ্চিত হয়ে যাবেন ক্যাপ্টেন জসপ্রীত বুমরাহ কত বড় মনের মানুষ।

ভারত বনাম আয়ারল্যান্ডের সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ভারতের তরুণ বাঁহাতি ব্যাটসম্যান রিঙ্কু সিং দারুণ পারফরমেন্স করেছিলেন। তার দ্বিতীয় আন্তর্জাতিক ম্যাচে নির্ভয়ে ব্যাটিং করেন এবং তিনি আইরিশ বোলারদের উপর প্রচণ্ডভাবে প্রহার করেন। রিঙ্কু সিং-এর ব্যাটিং দেখে মনে হয়নি ক্যারিয়ারের দ্বিতীয় ম্যাচ খেলছেন তিনি। রিঙ্কু সিংয়ের আত্মবিশ্বাস তাঁকে বিশেষ করে তুলেছিল। ১৮০ স্ট্রাইক রেটে ব্যাট করে তিনি সেটা প্রমাণ করেছিলেন। একই সঙ্গে দ্বিতীয় ম্যাচে দ্রুত ব্যাটিং করায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন রিঙ্কু। এ সময় তাঁকে ডাকা হয় ম্যাচের পোস্ট উপস্থাপনার জন্য। হোস্টের সঙ্গে ইংরেজিতে কথা বলার সময় রিঙ্কু একটু নার্ভাস হয়ে গিয়েছিলেন। সেই সময়ে দলের ক্যাপ্টেন জসপ্রীত বুমরাহ বড় দাদার মতোই রিঙ্কুর পাশে দাঁড়ান। বড় হৃদয় নিয়ে রিঙ্কুর অনুবাদকের ভূমিকায় কাজ করেন জসপ্রীত বুমরাহ। তাঁর এমন কাজকে সকলেই বেশ পছন্দ করছেন।

রিঙ্কু সিংয়ের ব্যাটিংয়ের যতই প্রশংসা করা হোক না কেন, তা কম। কারণ ক্যারিয়ারের দ্বিতীয় ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হওয়া যে কোনও খেলোয়াড়ের জন্য স্বপ্ন পূরণের চেয়ে কম হবে না। কিন্তু রিঙ্কু তা করে দেখিয়েছেন। একই সময়ে, এই ম্যাচ সম্পর্কিত একটি আকর্ষণীয় ঘটনা বেশ ভাইরাল হচ্ছে। যা দেখলে আপনি নিশ্চিত হয়ে যাবেন ক্যাপ্টেন জসপ্রীত বুমরাহ কত বড় মনের মানুষ।

হ্যাঁ, যখন পোস্ট প্রেজেন্টেশনের জন্য রিঙ্কু সিংকে ডাকা হয়েছিল, তখন তিনি ইংরেজিতে ইন্টারভিউ দিতে নার্ভাস হয়ে গিয়েছিলেন। সেই সময়, বুমরাহ তাঁকে ইঙ্গিত করেছিলেন যেন ‘আমি সেখানে আছি।’ তারপর কি বাকি ছিল। বুমরাহকে প্রশ্ন করছিলেন অ্যাঙ্কর। তিনি রিঙ্কুকে হিন্দিতে বলছিলেন এবং তাঁর উত্তর ইংরেজিতে অনুবাদ করছিলেন বুমরাহ। এভাবেই রিঙ্কুর পুরো সাক্ষাৎকারটি সুচারুরূপে চলে। যার পরে অধিনায়কের এই কাজের জন্য প্রশংসা করা হয়। জসপ্রীত বুমরাহ যে ভাবে তাঁর সহ খেলোয়াড়কে বিরক্তিকর পরিস্থিতি থেকে বের করে আনেন তাতে সকলেই তাঁর প্রশংসা করছেন।

ম্যাচের পর যখন রিঙ্কু সিংকে জিজ্ঞেস করা হয়েছিল যে তিনি প্রথম ম্যাচেই ম্যান অফ দ্য ম্যাচের খেতাব পেয়েছিলেন, তখন তাঁর কেমন লেগেছিল, রিঙ্কু সিং বলেন, ‘আমার খুব ভালো লাগছে। আইপিএলে যা করেছি তাই করার চেষ্টা করছিলাম। খুব আত্মবিশ্বাসী ছিল এবং শান্ত থাকার চেষ্টা করছিলাম। আমি ক্যাপ্টেনের কথা শুনি। আমার বেশ ভালো লাগছে। আমি দশ বছর ধরে খেলছি। আমি খুব পরিশ্রম করেছি। আমি আমার প্রথম খেলায় ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার জিততে পেরে খুশি।’

রিংকু সিং-এর পারফরম্যান্সের কথা বলুন, তখন তিনি খুব বিনয়ী শুরু করেছিলেন। ভারতের স্কোর ১৮ ওভারে চার উইকেটে ১৪৩ রান। ১৫ বলে ১৫ রান করার পর খেলছিলেন রিঙ্কু। ১৯তম ওভারের প্রথম বলটি ওয়াইড হয়ে যায়। পরের বলে সিঙ্গেল নেন শিবম দুবে। দ্বিতীয় বলে রিংকু চার মারেন। তৃতীয় বলটি ধীরগতির ছিল, রিংকু এটিকে লং-অনে ছক্কা মেরেছিলেন। পরের দুই বল গেল ওয়াইডে। ওভারের চতুর্থ আইনি ডেলিভারি, ওয়াইড ইয়র্কারের চেষ্টা। কিন্তু অফ স্টাম্পের বাইরে স্লট করা বল। রিংকু ইনসাইড আউট করতে গিয়ে ছক্কা মারেন।

ক্রিকেট খবর

Latest News

বাপ্পার পছন্দের মোদক নয়, বাংলায় গণেশের জন্য বানানো হল ৫০০ কিলোর লাড্ডু! মাওবাদী নিধন অভিযানে শাহের দেওয়া ডেডলাইনে বাকি ১৮ মাস! ৪ হাজার ট্রুপ ছত্তিশগড়ে বাড়িতে মাছ মাংস খাচ্ছেন না? উৎসবে ফেরা নিয়ে মমতার কথায় বড় সাফাই দেবাংশুর ১টি সেঞ্চুরি ও ৭টি অর্ধশতরান, দলীপ ট্রফির প্রথম রাউন্ডে চমক দিলেন কারা? রাধাষ্টমীর পুজো ছাড়া জন্মাষ্টমীর ব্রত অপূর্ণ, মনস্কামনা পূর্তির জন্য করুন এই কাজ রায় নয়, সঞ্জয় রাই; RG করের অভিযুক্ত আদতে বিহারের লোক, দাবি মমতার, ‘হাওড়ারও…’ সৌমিতৃষার জীবনে নামছে ‘কালরাত্রি’! পুজোর আগেই নতুন ইনিংস শুরু মিঠাইরানির আইআইটি গুয়াহাটির হস্টেল থেকে মিলল ছাত্রের দেহ, এক বছরে চারবার একই ঘটনা এসডি বর্মনের গানে সুরের খেলায় সারেগামাপা মাতাল ঐশি, মুগ্ধ হয়ে জাপটে ধরলেন ইমন 'আমি নিজেকে নিয়ে খুব গর্বিত…' মিসেস দেখে কেন এমন বললেন সানিয়া মালহোত্রা?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.