দিমি, কামিন্সের পথেই কি হাঁটবেন আর এক অজি তারকা? মেসির বিরুদ্ধে বিশ্বকাপে খেলা ম্যাকলারেন মোহনবাগানে কার্যত নিশ্চিত
Updated: 06 May 2024, 10:06 PM ISTMohun Bagan has offered Jamie Maclaren: দু'বছরের জন্য ম্যাকলারেনকে বিশাল বড় অঙ্কের প্রস্তাব দিয়েছে মোহনবাগান। শোনা যাচ্ছে, বছরে ২.৮ কোটির প্রস্তাব দেওয়া হয়েছে। এদিকে ম্যাকলারেনকে দলে নিতে মরিয়া মুম্বই সিটি এফসিও। মুম্বইও বিশাল টাকার প্রস্তাব দিয়েছে।
পরবর্তী ফটো গ্যালারি