বাংলা নিউজ > ক্রিকেট > SA vs IND 2nd Test: কেপটাউনে কিন্তু ব্যাপারটা সহজ হবে না: ভারতীয় বোলারদের সতর্ক করলেন অ্যালান ডোনাল্ড

SA vs IND 2nd Test: কেপটাউনে কিন্তু ব্যাপারটা সহজ হবে না: ভারতীয় বোলারদের সতর্ক করলেন অ্যালান ডোনাল্ড

ভারতীয় দলের বোলারদের নিয়ে অ্যালান ডোনাল্ডের বড় মন্তব্য (ছবি-Hindustan Times)

অ্যালান ডোনাল্ড আরও জানিয়েছেন, ‘কেপটাউনে কিন্তু ব্যাপারটা সহজ হবে না। এখানে দুই দলের বোলাররাই অনেক বেশি এনার্জি নিয়ে খেলতে আসবে। কেপটাউনে কিন্তু উইকেট অনেক বেশি পাটা হবে। ফলে এখানের উইকেটে উইকেট নিতে গেলে ভারতীয় বোলারদের অনেক বেশি সৃজনশীল হতে হবে।’

শুভব্রত মুখার্জি:- দক্ষিণ আফ্রিকাতে টেস্ট সিরিজে বারবার সমস্যায় পড়তে দেখা গিয়েছে ভারতীয় বোলিংকে। ব্যাটারদের ব্যর্থতা তো রয়েছে পাশাপাশি বোলারদের ব্যর্থতাও হারের অন্যতম কারণ। এই কারণে এতদিন পর্যন্ত ভারতীয় দল টেস্ট সিরিজ জেতেনি প্রোটিয়াভূমে। সেই এক রোগেই ভুগতে দেখা গিয়েছে ভারতীয় পেসারদের বারবার। যা প্রথম সেঞ্চুরিয়ন টেস্টেও চোখে পড়েছে। যে উইকেটে দক্ষিণ আফ্রিকার বোলাররা ভারতকে ২৪৫ রানে অলআউট করে দিয়েছিল, সেই উইকেটেই দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে করে ৪০৮ রান। এই প্রথম ইনিংসে লিডের ভিত্তিতেই সেঞ্চুরিয়ন টেস্ট এক ইনিংস এবং ৩২ রানে জিতে গিয়েছিল। সামনেই শুরু হতে চলেছে দ্বিতীয় টেস্ট ম্যাচ। আর তার আগেই ভারতীয় বোলারদের নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন প্রাক্তন প্রোটিয়া তারকা পেসার অ্যালান ডোনাল্ড। তাঁর মতে কেপটাউনে পরীক্ষিত হবে ভারতীয় পেসারদের সৃজনশীলতা।

সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড জানিয়েছেন, ‘আমি জানি (প্রথম টেস্টে) দক্ষিণ আফ্রিকা পরিবেশ পরিস্থিতিকে অনেক ভালোভাবে কাজে লাগিয়েছে। এই বিষয়ে আলাদা করে কোনও প্রশ্ন থাকতেই পারে না। দক্ষিণ আফ্রিকার বোলাররা পিচে ৫ থেকে ৫.৫ মিটার লেন্থে বল করেছে। যার সুবিধা তারা পেয়েছে। তারা বলকে পিচ থেকে কাজ করার সুযোগ দিয়েছে। এই কাজটাই ভারতীয় বোলাররা ঠিকভাবে করতে পারেনি। দক্ষিণ আফ্রিকাতে বলকে পিচের সাহায্য নিয়ে কাজ করতে দিতে হয়। তাতে অনেক বেশি সাহায্য পাওয়া যায়। ভারতের থেকে এই জায়গায় এগিয়ে ছিল দক্ষিণ আফ্রিকার পেসাররা। তারা অনেক বেশি ধৈর্য্য রেখেছে। যা ভারতীয় বোলাররা রাখেনি। দ্বিতীয় ইনিংসেও তারা বাউন্সার অনেক বেশি ব্যবহার করেছে।’

ডোনাল্ড আরও জানিয়েছেন, ‘ভারতের হয়ে একজন বোলারের (প্রসিধ কৃষ্ণা ) অভিষেক হয়েছে। আমি মনে করি বুমরাহ সহ সব ভারতীয় বোলার অতিরিক্ত কিছু করার আশায় তাড়াহুড়ো করেছে। খুব তাড়াতাড়ি তারা অনেক বেশি শর্ট বল করেছে। ফলে লাইন এবং লেন্থ নিয়ে তারা সমস্যায় পড়েছে। ফলে কোন একটা দিক ওপেন হয়ে গিয়েছে। স্কোয়ার লেগ, অফ সাইডকে কাজে লাগিয়েছে দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা। কেপটাউনে কিন্তু ব্যাপারটা সহজ হবে না। এখানে দুই দলের বোলাররাই অনেক বেশি এনার্জি নিয়ে খেলতে আসবে। কেপটাউনে কিন্তু উইকেট অনেক বেশি পাটা হবে। ফলে এখানের উইকেটে উইকেট নিতে গেলে ভারতীয় বোলারদের অনেক বেশি সৃজনশীল হতে হবে।’

ক্রিকেট খবর

Latest News

২ মিনিটে ২ ঐতিহাসিক পদক ভারতের! ২০০ মিটারে সিমরান, জ্যাভেলিনে নভদীপ, মোট কত হল? 'পাপের ঘড়া উলটোয়, ২০ বছর সময় লাগল, সে লাগুক…',অরিন্দমকে নিয়ে বিস্ফোরক স্বস্তিকা UGC-NET কত নম্বর পেতে পারেন? মিলল আভাস, কীভাবে অ্যানসার কি চ্যালেঞ্জ করবেন? ইংল্যান্ডের ৩২৫ রানের জবাবে লড়ছে শ্রীলঙ্কা! ৯৩/৫ থেকে দ্বিতীয় দিনের শেষে ২১১/৫… 'বিয়ের পর থেকে পাইনি …' ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কাঞ্চনের বিষয়ে কী বললেন শ্রীময়ী? শুধু একটা শব্দ ‘‌আসি’‌, নাড়িয়ে দিল লালবাজারকে, মহিলার প্রাণ বাঁচাল পুলিশ ভূটানে একান্তে স্ত্রী কোয়েলের সঙ্গে ছুটি কাটাচ্ছেন অরিজিৎ, সামনে এল ছবি... ৪ ইনিংসে ৩ অর্ধশতরান!কাজে এল না স্কটিশ ম্যাকমুলেনের ইনিংস! অজিরা সিরিজ জিতল ৩-০… গ্রামবাংলার মানুষের এবার আবাসের টাকা মিলতে চলেছে, নির্ভুল তালিকা তৈরির নির্দেশ যৌন হেনস্থার অভিযোগ, পরিচালক অরিন্দম শীলকে সাসপেন্ড করল ডিরেক্টরস গিল্ড

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.