রবিবার ডারবানে ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে প্রথম টি-টোয়েন্টি ম্যাচের জন্য পাওয়া যায়নি সিনিয়র পেসার দীপক চাহারকে। শুধু এদিনের ম্যাচ নয়। হয়তো গোটা সিরিজেই তাঁকে পাওয়া যাবে না। পারিবারিক সমস্যার কারণে তিনি এখনও স্কোয়াডে যোগ দিতেই পারেননি। দীপক চাহার বর্তমানে বাড়িতেই রয়েছেন। জানা গিয়েছে, তাঁর বাবার অসুস্থতার কারণে তিনি প্রোটিয়া সফরে এখনও যোগ দিতে পারেননি।
গত রবিবারই বেঙ্গালুরুতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পঞ্চম তথা শেষ টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচও তিনি এই একই কারণে খেলতে পারেননি। বাবার অসুস্থতার খবর পেয়ে তড়িঘড়ি বাড়ি ফিরে যেতে হয়েছিল দীপক চাহারকে।
নাম প্রকাশ না করার শর্তে বিসিসিআইয়ের এক সিনিয়র কর্মকর্তা পিটিআইকে বলেছেন, ‘দীপক এখনও ডারবানে দলে যোগ দিতে পারেননি। কারণ পরিবারের একজন ঘনিষ্ঠ সদস্য গুরুতর অসুস্থ। হাসপাতালে ভর্তি রয়েছেন। তিনি তাঁর পরিবারের সদস্যের পাশে থাকার জন্য ছুটি চেয়ে নিয়েছিলেন। তাঁর পরিবারের সদস্যের সুস্থতার উপর নির্ভর করছে, তিনি দক্ষিণ আফ্রিকায় স্কোয়াডে যোগ দিতে পারবেন কিনা!’
আরও পড়ুন: ভিডিয়ো- পিচের বাউন্সে চোখে শর্ষেফুল ব্যাটারদের, বিপজ্জনক উইকেট, পরিত্যক্ত হল BBL-এর ম্যাচ
প্রতিবেদনে আরও বলা হয়েছে যে, বিসিসিআই মনে করে যে, দীপক চাহার তাঁর বাবা সম্পূর্ণ ভাবে সুস্থ না হয়ে উঠতে পারলে, তিনি খেলার মানসিক পরিস্থিতিতেই থাকবেন না। এবং যদি তিনি এই সময়ে দলে যোগ দিতে না চান, তবে তাঁকে প্রয়োজনীয় ছাড় দেওয়া হবে। তাঁর বাবার মস্তিষ্কে রক্তক্ষরণ হচ্ছে। এখনও হাসপাতালে ভর্তি। বাবার পাশ ছেড়ে কোথাও যেতে চান না চাহার। সেই কারণে আগে থেকেই বোর্ডের কাছ থেকে অনুমতি নিয়ে রেখেছেন দীপক চাহার। বোর্ডও জোরাজুরি করেনি।
আরও পড়ুন: ডাক্তার ছাড়াই অস্ট্রেলিয়ায় উড়ে গিয়েছে পাকিস্তান, এ যেন পাড়ার ক্রিকেট
রাজস্থানের ৩১ বছর বয়সী তারকা প্লেয়ার টি-টোয়েন্টি আন্তর্জাতিকে ৬/৭-এর সেরা পরিসংখ্যানের রেকর্ডটি ধরে রেখেছেন। চোটের কারণে তাঁর দীর্ঘস্থায়ী অনুপস্থিতি গত দুই বছরে টি-টোয়েন্টি স্কোয়াডের ভারসাম্যকে প্রভাবিত করেছে।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে বিশ্বকাপের দলের বেশির ভাগ প্লেয়ারকেই বিশ্রাম দেওয়া হয়েছিল। তবে শুভমন গিল, কুলদীপ যাদব এবং সহ-অধিনায়ক রবীন্দ্র জাদেজা এই সিরিজে দলে ফিরেছেন। বিশ্বকাপ ফাইনালের পর তাঁরা ছুটিতে ছিলেন। কিন্তু ডারবানে নির্বিঘ্নে দলে একত্রিত হয়েছে এবং প্রথম টি-টোয়েন্টির আগে অনুশীলন সেশনে সক্রিয় ভাবে অংশগ্রহণও করেছেন।
এদিকে রবিবার প্রথম টি-টোয়েন্টি বৃষ্টিতে ভাসছে। আদৌ ম্যাচ শুরু হবে? এখনও পর্যন্ত কোনও খবর নেই। বৃষ্টি আপাতত থামেনি। এখন দেখার, বৃষ্টি থেমে শেষমেশ ম্যাচ হয় কিনা!