Sandeep Lamichhane suspended: নেপালের স্পিনার সন্দীপ লামিছানেকে সাসপেন্ড করল নেপালের ক্রিকেট অ্যাসোসিয়েশন। তাঁর বিরুদ্ধে ১৮ বছর বয়সি মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠেছিল। যার পরে তাঁকে দোষি সাব্যস্ত করা হয়েছিল। এই কারণে সন্দীপ লামিছানেকে আট বছরের কারাদণ্ডের শাস্তি দেওয়া হয়েছে। এরপরেই বৃহস্পতিবার নেপালের ক্রিকেট সংস্থা তাঁকে সাসপেন্ড করে। কাঠমান্ডু জেলা আদালত বুধবার এই রায় দেয় এবং নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশন একদিন পরেই এই ঘোষণা করে। নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশন জানিয়েছে, ‘আমরা জানাচ্ছি যে আদালত থেকে শাস্তি পাওয়ার পর, সন্দীপ লামিছানেকে সমস্ত ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট কার্যক্রম থেকে বরখাস্ত করা হয়েছে।’
লামিছানের আইনজীবী সরোজ ঘিমিরে অবশ্য কাঠমান্ডু পোস্টকে বলেছেন যে তিনি এর বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন। কাঠমান্ডু পুলিশ গত বছরের সেপ্টেম্বরে লামিছানের গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল। এরপর নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশন তাঁকে দলের অধিনায়কের পদ থেকে সরিয়ে দেয়। তিনি অবশ্য ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) জামাইকা তালাওয়াহসের হয়ে খেলছিলেন।
আরও পড়ুন… ভিডিয়ো: ব্রাজিলেও বিরাটের ফ্যান! ছবি দেখেই কোহলিকে চিনতে পারলেন রোনাল্ডো
গত বছরের ফেব্রুয়ারিতে ক্রিকেট বিশ্বকাপ লিগ টু ত্রিদেশীয় সিরিজের সময় নেপাল দলে খেলার জন্য তাঁর নাম বিবেচনা করা হয়েছিল। কিন্তু গত বছরের শেষ দিকে দুবাইয়ে বিশ্বকাপ লিগ টু ত্রিদেশীয় সিরিজ থেকে বাদ পড়ে যায়। চোটপ্রাপ্ত খেলোয়াড়ের জায়গায় তিনি আবার দলে যোগ দেন। লামিছানে নেপালের হয়ে গত বছরের জুন-জুলাইয়ে জিম্বাবোয়েতে ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বে খেলেছিলেন এবং তারপর অগস্ট-সেপ্টেম্বরে এশিয়া কাপেও খেলেছিলেন।
আরও পড়ুন… ঐতিহাসিক পদক্ষেপ! হ্যাম্পশায়ারকে কিনতে এগিয়ে এল IPL-এর ফ্র্যাঞ্চাইজি, শুরু আলোচনা
লামিছানে নেপালের হয়ে শেষবার মাঠে নামেন ২০২৩ সালের ৫ নভেম্বর। ওমানের বিরুদ্ধে সেই টি-২০ ম্যাচে সন্দীপ ৪ ওভার বল করে ৩০ রানের বিনিময়ে ২টি উইকেট দখল করেন। নেপালের হয়ে ১০০ টিরও বেশি সাদা বলের ম্যাচে তিনি ১০০ টিরও বেশি উইকেট নিয়েছেন। সন্দীপ লামিছানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালসের হয়ে ২০১৮-২০ এর মধ্যে খেলেছেন এবং নয়টি ম্যাচে ১৩টি উইকেট নিয়েছিলেন সন্দীপ লামিছানে। লামিছানে নেপালের হয়ে ৫১টি একদিনের আন্তর্জাতিক ম্যাচে মাঠে নেমেছেন। সংগ্রহ করেছেন ১১২টি উইকেট। সেই সঙ্গে দেশের জার্সিতে ৫২টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচে মাঠে নেমে তিনি ৯৮টি উইকেট সংগ্রহ করেন। অর্থাৎ, দুই ফর্ম্যাট মিলিয়ে লামিছানের দখলে রয়েছে ২১০টি আন্তর্জাতিক উইকেট। ২০১৮ ও ২০১৯, দু'টি মরশুমে আইপিএলের মোট ৯টি ম্যাচে মাঠে নামেন লামিছানে। সংগ্রহ করেন সাকুল্যে ১৩টি উইকেট।