Virat Kohli fans in Brazil: বিরাট কোহলি নিঃসন্দেহে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেটার। সোশ্যাল মিডিয়ায় বিরাটের প্রচুর ফলোয়ার রয়েছে। বিরাটকে চেনেন না এমন কোনও ক্রীড়া প্রেমী বিশ্বে কমই থাকবেন। বিরাটকে বিশ্বের প্রায় প্রতিটি কোণেই মানুষ চেনেন এবং সাম্প্রতিক একটি ক্লিপ তার প্রমাণ দেয়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ক্লিপে, YouTuber IShowSpeed ফুটবল আইকন রোনাল্ডোকে কোহলিকে নিয়ে প্রশ্ন করেছিলেন। ব্রাজিলের প্রাক্তন তারকা ফুটবলারকে বিরাট কোহলির ছবি দেখাতেই কিং কোহলিকে চিনে ফেলেন রোনাল্ডো। তবে প্রথমে যখন তাঁকে কোহলি সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল তখন রোনাল্ডো ভারতের তারকা ক্রিকেটারকে চিনতে পারছিলেন না। পরে কোহলির ছবি দেখে চিনতে পেরেছিলেন রোনাল্ডো।
ভাইরাল হওয়া এই ভিডিয়োটিকে ভক্তরা বেশ পছন্দ করছেন। এই ভিডিয়োর শুরুতেই স্পিড রোনাল্ডোকে জিজ্ঞেস করেন, তিনি কি বিরাট কোহলিকে চেনেন? প্রথমে রোনাল্ডো বলেছিলেন তিনি চেনেন না। তবে কোহলির ছবি দেখাতেই রোনাল্ডো বলে দেন হ্যা তিনি তাঁকে চেনেন।
চলুন দেখে নেওয়া যাক কোহলিকে নিয়ে স্পিডের সঙ্গে রোনাল্ডোর আসলে কী কথোপকথন হয়েছিল-
স্পিড: ‘আপনি কি বিরাট কোহলিকে চেনেন?’
রোনাল্ডো: ‘কে?’
স্পিড: ‘বিরাট কোহলি, ভারত থেকে।’
রোনাল্ডো: ‘না।’
স্পিড: ‘আপনি বিরাট কোহলিকে চেনেন না!’
রোনাল্ডো: ‘সে কি? একজন খেলোয়াড়?’
স্পিড: ‘সে একজন ক্রিকেট খেলোয়াড়।’
রোনাল্ডো: ‘সেটা এখানে খুব একটা জনপ্রিয় নয়।’
স্পিড: ‘হ্যাঁ, হ্যাঁ। তিনি সেরা। তুমি এই ছেলেটিকে কখনও দেখনি?’ (মোবাইল থেকে কোহলির ছবির বের করে রোনাল্ডোকে দেখান।)
রোনাল্ডো: ‘হ্যাঁ হ্যাঁ।’
ছবি দেখেই বিরাটকে চিনতে পারলেন রোনাল্ডো। এই সময়, স্পিড আরও বলেছিলেন যে বাবর আজমের চেয়ে ভালো বিরাট কোহলি। এবং রোনাল্ডোও সম্মতিতে মাথা নেড়েছিলেন। আপনি নীচে ক্লিক করে এই ভাইরাল ভিডিয়োটি দেখতে পারেন।
এই ভিডিয়োটি দেখার পরে কোহলি ভক্তেরা বেশ খুশি হয়েছেন। বিশ্বকাপ জয়ী তারকা যিনি ক্রিকেট সম্বন্ধে কিছুই জানেন না, তিনিও কোহলিকে দেখে চিনতে পেরেছেন। এর থেকেই বোঝা যায় বিশ্ব ক্রীড়া জগতে নিজের পায়ের তলার মাটি কতটা শক্ত করেছেন বিরাট কোহলি। নিজের জনপ্রিয়তাকে অন্য পর্যায়ে নিয়ে গিয়েছেন কিং কোহলি। এদিকে, কোহলি আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি মিস করবেন। ১১ জানুয়ারি মোহালি স্টেডিয়ামে অর্থাৎ পঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাঠে খেলাটি অনুষ্ঠিত হবে। ভারতের প্রধান কোচ রাহুল দ্রাবিড় বুধবার প্রথম ম্যাচের আগে জানিয়েছিলেন যে ব্যক্তিগত কারণে কোহলি প্রথম ম্যাচে অংশ নিতে পারবেন না। তবে তিনি অবশ্যই দ্বিতীয় এবং তৃতীয় ম্যাচে খেলবেন।
আমরা আপনাকে বলি যে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে কোনও টি-টোয়েন্টি ম্যাচ খেলেননি বিরাট কোহলি। তবে আফগানিস্তানের বিরুদ্ধে পরের দুই ম্যাচের জন্য পাওয়া যাবে কোহলিকে। আগে এমন খবর ছিল যে রোহিত শর্মা এবং বিরাট কোহলি আফগানিস্তানের বিরুদ্ধে ভারতের হয়ে ইনিংস শুরু করতে পারেন, কিন্তু এখন কোহলির অনুপস্থিতিতে যশস্বী জসওয়াল ভারতীয় অধিনায়কের সঙ্গে ইনিংসের শুরু করবেন। তিন নম্বরে নামতে পারেন শুভমন গিল।