প্রথম ইনিংসে আকাশ দীপের গতিতে পরাস্ত হন ব্রিটিশ ব্যাটাররা। দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড লায়ন্স কাবু হয় সৌরভ কুমারের ঘূর্ণিতে। ফলে আমদাবাদে সিরিজের দ্বিতীয় বেসরকারি টেস্টে কোণঠাসা দেখাচ্ছে জোশ বোহাননদের। তৃতীয় দিনের শেষে ম্যাচ জয়ের দোরগোড়ায় দাঁড়িয়ে ভারতীয়-এ দল।
ইংল্যান্ড লায়ন্সের ১৫২ রানের জবাবে ভারতীয়-এ দল তাদের প্রথম ইনিংসে ৪৯৩ রান তোলে। অর্থাৎ, প্রথম ইনিংসের নিরিখে ৩৪১ রানের বিশাল ব্যবধানে এগিয়ে থাকেন অভিমন্যু ঈশ্বরনরা। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ইংল্যান্ড লায়ন্স স্বস্তিতে নেই মোটেও। তারা তৃতীয় দিনের শেষে এখনও খামতি মেটাতে পারেনি।
তৃতীয় দিনের শেষে ইংল্যান্ড লায়ন্স তাদের দ্বিতীয় ইনিংসে ৮ উইকেটের বিনিময়ে ৩০৪ রান তোলে। সুতরাং, তারা প্রথম ইনিংসের নিরিখে এখনও ৩৭ রানে পিছিয়ে রয়েছে। হাতে দুই উইকেট নিয়ে শেষ দিনে আরও কত রান তুলতে পারে ইংল্যান্ড, সেটাই হবে দেখার।
দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড লায়ন্সের হয়ে সব থেকে বেশি ৮৪ রান করে অপরাজিত থাকেন ওলি রবিনসন। ১০২ বলের আগ্রাসী ইনিংসে তিনি ১২টি চার ও ২টি ছক্কা মারেন। হাফ-সেঞ্চুরি হাতছাড়া করেন ক্যাপ্টেন বোহানন। তিনি ৯০ বলে ৪৮ রান করেন। মারেন ৪টি চার ও ১টি ছক্কা।
আরও পড়ুন:- Ranji Trophy 2024: T20-র মতো তাণ্ডব চালিয়ে ত্রিশতরান তন্ময়ের, রঞ্জির এক দিনে উঠল ৭০১
এছাড়া কিটন জেনিংস ৩৭, অলিভার প্রাইস ১৬, জেমস রিউ ২২, ড্যান মাউসলি ১৬ ও ব্রাইডন কার্স ৩৮ রান করেন। মাত্র ১ রান করে আউট হন অ্যালেক্স লিস। খাতা খুলতে পারেননি ম্য়াথিউ পটস।
দ্বিতীয় ইনিংসে ভারতীয়-এ দলের হয়ে একাই ৫টি উইকেট নেন সৌরভ কুমার। ৩০ বছরের বাঁ-হাতি স্পিনার ২৯ ওভার বল করে ৫টি মেডেন-সহ ১০৪ রান খরচ করেন। প্রথম ইনিংসে ৪ উইকেট নেওয়া আকাশ দীপ দ্বিতীয় ইনিংসে ১৮ ওভার বল করে ৩টি মেডেন-সহ ৫৭ রানের বিনিময়ে ২টি উইকেট দখল করেন। ১৪ ওভারে ৫৭ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন আর্শদীপ সিং।
উল্লেখ্য, ভারতের হয়ে এই ম্যাচে ব্যাট হাতে দুর্দান্ত শতরান করেন দেবদূত পাডিক্কাল ও সরফরাজ খান। পাডিক্কাল ১৭টি বাউন্ডারির সাহায্যে ১২৬ বলে ১০৫ রান করেন। সরফরাজ ১৮টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ১৬০ বলে ১৬১ রানের দুরন্ত ইনিংস খেলেন। এছাড়া অভিমন্যু ঈশ্বরন ৫৮, ওয়াশিংটন সুন্দর ৫৭ ও সৌরভ কুমার ৭৭ রান করেন।