টি-২০ ক্রিকেটে এক ইনিংসে ২০০ রানের গণ্ডি টপকানো যে কোনও দলের কৃতিত্ব হিসেবেই বিবেচিত হয়। ওয়ান ডে ক্রিকেটে ওভার প্রতি ১০ রান তোলার কথা ভাবাই যায় না। যদি চার দিনের ফার্স্ট ক্লাস ক্রিকেটে কোনও দল ওভার প্রতি ১১ রান তোলে, তাহলে বিস্ময়ে চোখ কপালে ওঠাই স্বাভাবিক। শুক্রবার ঠিক সেটাই ঘটে হায়দরাবাদে।
ঘরের মাঠে রঞ্জি ট্রফির প্লেট গ্রুপের ম্যাচে অরুণাচলের মুখোমুখি হয় হায়দরাবাদ। তারা প্রথম দিনে মোটে ৪৮ ওভার ব্যাট করে ১ উইকেটের বিনিময়ে ৫২৯ রানের বিশাল ইনিংস গড়ে তোলে। অর্থাৎ, প্রথম ইনিংসে এখনও পর্যন্ত তাদের রান-রেট ১১.০২, যা টি-২০ ক্রিকেটেও খুব বেশি দেখা যায় না।
উল্লেখযোগ্য বিষয় হল, প্রথম দিনে শুরুতে ব্যাট করতে নেমে অরুণাচল তাদের প্রথম ইনিংসে ৩৯.৪ ওভারে ১৭২ রান তুলে অল-আউট হয়ে যায়। অর্থাৎ, দুই ইনিংস মিলিয়ে প্রথম দিনে খেলা হয় সাকুল্যে ৮৭.৪ ওভার। দুই ইনিংস মিলিয়ে রান ওঠে ৭০১। উইকেট পড়ে ১১টি।
শুধু দলগত পারফর্ম্যান্সেই নয়, বরং শুক্রবার ব্যক্তিগত পারফর্ম্যান্সেও চমক দেখা যায় হায়দরাবাদ বনাম অরুণাচল ম্যাচে। হায়দরাবাদের ওপেনার তন্ময় আগরওয়াল ৩১টি চার ও ২০টি ছক্কার সাহায্যে মাত্র ১৪৭ বলে ত্রিশতরান পূর্ণ করেন, যা সর্বকালীন রেকর্ড। অর্থাৎ, ফার্স্ট ক্লাস ক্রিকেটে সব থেকে কম বলে ৩০০ রানের গণ্ডি টপকানোর বিশ্বরেকর্ড গড়েন তন্ময়। তাঁর থেকে কম বলে ট্রিপল সেঞ্চুরি করতে পারেননি বিশ্বের আর কোনও ব্যাটার।
তার আগে বিশ্বের দ্বিতীয় দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ডও নিজের নামে করেন তন্ময়। ভারতীয়দের মধ্যে তন্ময়ের থেকে কম বলে আর কেউ কখনও ফার্স্ট ক্লাস ক্রিকেটে ডাবল সেঞ্চুরি বা ট্রিপল সেঞ্চুরি করতে পারেনন।
তন্ময় শেষমেশ ৩৩টি চার ও ২১টি ছক্কার সাহায্যে ১৬০ বলে ৩২৩ রান করে প্রথম দিনের শেষে অপরাজিত থাকেন। অর্থাৎ, ম্যাচের দ্বিতীয় দিনে আরও কিছু রেকর্ড ভাঙতে পারেন আগরওয়াল। অপর ওপেনার রাহুল সিং ২৬টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ১০৫ বলে ১৮৫ রানের ঝকঝকে ইনিংস খেলে সাজঘরে ফেরেন।
হায়দরাবাদ বনাম অরুণাচল ম্যাচে তন্ময়ের রেকর্ড:-
১. ফার্স্ট ক্লাস ক্রিকেটে ভারতীয়দের মধ্যে দ্রুততম ডাবল সেঞ্চুরি করেন।
২. ফার্স্ট ক্লাস ক্রিকেটে বিশ্বের দ্বিতীয় দ্রুততম ডাবল সেঞ্চুরির মালিক হন।
৩. ফার্স্ট ক্লাস ক্রিকেটে ভারতীয়দের মধ্যে দ্রুততম ট্রিপল সেঞ্চুরি করেন।
৪. ফার্স্ট ক্লাস ক্রিকেটে দ্রুততম ট্রিপল সেঞ্চুরির বিশ্বরেকর্ড গড়েন।