ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলি বর্তমানে ২০২৪ আইপিএলের বেশ ভালো ছন্দে রয়েছেন। তিন ম্যাচ খেলে ইতিমধ্যে ১৮১ রান করে ফেলেছেন কোহলি। যদিও তার স্ট্রাইক রেট (১৪১.৪০) ব্যতিক্রমী কিছু নয়। বিসিসিআইয়ের একজন আধিকারিক কোহলির ফর্ম এবং অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে এই স্ট্রাইকরেট বাড়ানোর বিষয়ে আশাবাদী।
২০২৪ আইপিএল শুরু হওয়ার আগে থেকেই , এই বছরে অনুষ্ঠিত হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে কোহলির জায়গা পাওয়া নিয়ে তীব্র জল্পনা চলছিল। তিনি আদৌ ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে জায়গা পাবেন কিনা, তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিল। যদিও রোহিত শর্মা স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছিলেন, টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে কোহলিকে তিনি চান।
আরও পড়ুন: জয়ের হ্যাটট্রিক করে মগডালে চড়ল RR,ধাক্কা খেল KKR এবং CSK, শোচনীয় হাল MI-এর
এদিকে প্রধান নির্বাচক অজিত আগরকার প্রাক্তন ভারত অধিনায়কের পারফরম্যান্সের উপর নিবিড় ভাবে নজর রাখছেন বলে জানা গিয়েছে। তবে আইপিএলের তিন ম্যাচের মধ্যে দু'টিতে কোহলি হাফসেঞ্চুরি হাঁকিয়েছেন। তাও পরপর দুই ম্যাচে। স্বভাবতই তাঁর এমন পারফরম্যান্স বিশ্বকাপের দলে তাঁর জায়গা পাওয়ার সম্ভাবনাকে উল্লেখযোগ্য ভাবে শক্তিশালী করেছে।
যদিও আরসিবি এবারের আইপিএলে নিজেদের প্রথম তিনটি ম্যাচের মধ্যে দু'টিতেই হেরেছে। তবে ব্যাট হাতে কোহলির ফর্ম বর্তমানে নেটিজেনদের মধ্যে আলোচনার বিষয়। কেউ কেউ তাঁর স্ট্রাইক-রেট নিয়ে প্রশ্ন তুলছেন, আবার কেউ তাঁর ইনিংসের প্রশংসা করছেন। তার স্ট্রাইক-রেট সম্পর্কিত নানা ধরনের মিমসও ভাইরাল হচ্ছে।
আইএএনএস-এর সঙ্গে কথা বলার সময়ে নাম প্রকাশে অনিচ্ছুক বিসিসিআই-এর এক কর্মকর্তা বলেছেন যে, দীর্ঘ বিরতি থেকে আসা সত্ত্বেও কোহলি ‘ভালো খেলছেন’। এবং তিনি যোগ করেছেন যে, নির্বাচকেরা একটি দল বাছাই করার সময়ে সোশ্যাল মিডিয়ায় কে কী মিম বানাচ্ছেন, তা নিয়ে মাথা ঘামান না।
সেই কর্মকর্তার দাবি, ‘দেখুন, এটা সবে মাত্র (আইপিএলের) শুরু এবং কোহলি শুরুটা বেশ ভালো করেছে। আগামী ম্যাচগুলিতে, ও ওর স্ট্রাইক-রেটের নিশ্চয়ই উন্নতি করবে। আমি ব্যক্তিগত ভাবে যতদূর মনে করি, ও (বিশ্বকাপের দলে) জায়গা করে নেবে। নির্বাচকেরা সোশ্যাল মিডিয়া মিম দেখেন না। সেই অনুযায়ী দলও নির্বাচন করেন না। ক্রিকেট মাঠে খেলা হয়, সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে নয়।’
২০২৪ আইপিএল শেষ হওয়ার পর, ১ জুন থেকে ওয়েস্ট ইন্ডিজ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে। ‘এ’ গ্রুপে রয়েছে টিম ইন্ডিয়া। এই একই গ্রুপে রয়েছে পাকিস্তানও।