শুভব্রত মুখার্জি: ইংল্যান্ডের ঘরোয়া ওয়ানডে টুর্নামেন্টে দুরন্ত ফর্মে খেলছিলেন ভারতীয় তরুণ ব্যাটার পৃথ্বী শ। এমন সময়ে হঠাৎ করেই হাঁটুতে চোট পান তিনি। আর তার ফলে তাঁর পেশাদার কেরিয়ার ফের প্রশ্নের মুখে পড়ে গিয়েছে। মুম্বইয়ের এই ওপেনারের হাঁটুর চোট গুরুতর। ডাক্তারদের যা মত তাতে করে এই চোট সারিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে সময় লাগবে। এখন যা অবস্থা তাতে করে ২২ গজে ফের ফিরতে তাঁর ৩-৪ মাস সময় লাগবেই।
প্রসঙ্গত কাউন্টি ক্রিকেটে ওয়ানডে টুর্নামেন্ট খেলার সময়েই ঘটে যায় এই ঘটনা। নর্দাম্পটনশায়ারের হয়ে ম্যাচ খেলার সময়ে গত অগস্টে চোট পান তিনি। তার আগে দুরন্ত ফর্মে ছিলেন পৃথ্বী শ। একটি ম্যাচে ২৪৪ রানের মারকাটারি ইনিংস খেলেন তিনি। অপর ম্যাচে ১২৫ রানের ঝোড়ো একটি অপরাজিত ইনিংস খেলেন। ডারহামের বিরুদ্ধে ম্যাচে নর্দাম্পটনশায়ারের হয়ে ফিল্ডিং করার সময়েই এই চোট পান তিনি। ২৩ বছর বয়সি ক্রিকেটারের হাঁটুতে চোট এতটাই গুরুতর যে তাঁর হাঁটু ফুলেও রয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে এক কর্মকর্তা জানিয়েছেন রিহ্যাব সেরে ২২ গজে ফিরতে কমপক্ষে ৩-৪ মাস পৃথ্বীর সময় লাগবেই।
বিসিসিআইয়ের ওই কর্মকর্তা জানান, ‘পৃথ্বী শ চোট পেয়ে যাওয়ার পরে ওর এমআরআই করানো হয়। ওর পস্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্টে গ্রেড-২ টিয়ার রয়েছে। অর্থাৎ ছিঁড়ে গেছে লিগামেন্ট। ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে ফিরে আসার পরেও আমরা দেখছি এখনও ওর হাঁটুটা ফুলে রয়েছে। আমরা এই ক্ষেত্রে ডাক্তার দীনশ পার্দিওয়ালার সঙ্গে বিষয়টি নিয়ে পরামর্শ করছি। প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে ওঁর কমপক্ষে চার মাস সময় তো লাগবেই।’
বিসিসিআইয়ের তরফে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হচ্ছে যে পৃথ্বীর অপারেশন প্রয়োজন রয়েছে না স্বাভাবিক প্রক্রিয়াতেই তিনি সেরে উঠতে পারেন । বিসিসিআইয়ের তরফে পৃথ্বীকে অনুমতি দেওয়া হয়েছে দেওধর ট্রফিতে না খেলে ইংল্যান্ডের কাউন্টিতে ওয়ানডে চ্যাম্পিয়নশিপ খেলার। ভারতের হয়ে পাঁচটি টেস্ট, ছয়টি ওয়ানডে এবং একটি মাত্র টি-২০ ম্যাচ খেলেছেন তিনি। দিল্লি ক্যাপিটালস দলের হয়ে গত মরশুমের আইপিএলেও তাঁর ব্যাটিং পারফরম্যান্স ছিল গড়পড়তা।