বাংলা নিউজ > ক্রিকেট > সিডনি বিমানবন্দরে কেন কুলির কাজ করতে হয়েছিল পাক ক্রিকেটারদের? ঘটনার দু'দিন পর মুখ খুললেন শাহিন আফ্রিদি

সিডনি বিমানবন্দরে কেন কুলির কাজ করতে হয়েছিল পাক ক্রিকেটারদের? ঘটনার দু'দিন পর মুখ খুললেন শাহিন আফ্রিদি

সিডনি বিমানবন্দরে পাকিস্তানের ক্রিকেটারদের নিজেদের লাগেজ নিজেদেরই লোড করতে দেখা গিয়েছে।

সিডনি বিমানবন্দরে কনটেইনার ট্রাকে পাক ক্রিকেটারদের নিজেদের লাগেজ নিজেদেরকেই লোড করতে দেখা গিয়েছিল। এই ঘটনার পর অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড এবং পাকিস্তান বোর্ডের তীব্র সমালোচনা করেছিলেন ক্রিকেট সমর্থকেরা। ঘটনার দু’দিন পরে বিষয়টি নিয়ে মুখ খুললেন দলের পেসার শাহিন আফ্রিদি।

ওয়ানডে বিশ্বকাপে এবার রীতিমতো নিরাশ করেছে পাকিস্তান। সেই হতাশাজনক অভিযানকে পেছনে ফেলে নতুন লক্ষ্যে ফের ২২ গজে ঘুরে দাঁড়াতে চান শাহিন শাহ আফ্রিদি, বাবর আজমরা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে ইতিমধ্যে তাঁরা ক্যাঙ্গারুর দেশে পৌঁছেও গিয়েছেন। ১৪ ডিসেম্বর-৭ জানুয়ারি পাক ব্রিগেড ৩টি টেস্ট ম্যাচ খেলবে অজিদের বিরুদ্ধে।

বিশ্বকাপের পর পাকিস্তান দলে নেতৃত্বের ক্ষেত্রে পুরো রদবদল হয়েছে। বাবর আজমকে সরিয়ে সাদা বলের ক্রিকেট এবং টেস্ট ক্রিকেটের জন্য আলাদা আলাদা অধিনায়ক নিযুক্ত করা হয়েছে। এর পরেই অজিদের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজ খেলতে নামবে পাকিস্তান। তবে অজিদের বিরুদ্ধে প্রথন টেস্টের আগে শান মাসুদের নেতৃত্বাধীন দলটি একটি অনুশীলন ম্যাচও খেলবে। যে কারণে তারা এক সপ্তাহেরও বেশি আগে সিডনি পৌঁছে গিয়েছে। পাকিস্তান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে তাদের শীর্ষ অবস্থান ধরে রাখার লক্ষ্য নিয়েই এই সিরিজ খেলতে নামবে। অস্ট্রেলিয়া আপাতত চতুর্থ স্থানে রয়েছে।

আরও পড়ুন: শেষ ওভারে বাজিমাত করলেন আর্শদীপ, রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিয়ে ৪-১ করল ভারত

তবে এই সিরিজের আগে পাকিস্তানের খেলোয়াড়দের একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাবে ভাইরাল হয়েছিল। এবং সেটি নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় হয়ে যায়। আসলে অস্ট্রেলিয়ায় গিয়ে হেনস্থার মুখে পড়তে হয়েছিল পাকিস্তান ক্রিকেট দলকে। আসলে সিডনি বিমানবন্দরে কনটেইনার ট্রাকে পাক ক্রিকেটারদের নিজেদের লাগেজ নিজেদেরকেই লোড করতে দেখা গিয়েছিল। এই ঘটনার পর অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড এবং পাকিস্তান বোর্ডের তীব্র সমালোচনা করেছিলেন ক্রিকেট সমর্থকেরা। সেই ঘটনার দু’দিন পরে বিষয়টি নিয়ে মুখ খুললেন দলের পেসার শাহিন আফ্রিদি। জানালেন, পরের বিমান ধরার তাড়ার কারণেই তাঁদের এই কাজ করতে হয়েছে।

আরও পড়ুন: ওয়ার্নারের জন্য কেন বিদায়ী টেস্ট? স্যান্ডপেপার প্রসঙ্গ টেনে তীব্র সমালোচনা জনসনের, প্রাক্তনীর সুস্থতা নিয়ে প্রশ্ন বেইলির

রবিবার ক্যানবেরায় পাকিস্তানের প্রথম অনুশীলন সেশনের আগে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময়ে শাহিন আফ্রিদি জানান, তাদের পরবর্তী ফ্লাইটটি ধরতে হত ৩০ মিনিটের মধ্যে। আর তার জন্যই তাঁরা সময় বাঁচাতে একে অপরকে সাহায্য করেছে। শাহিন বলেছেন, ‘আমাদের পরবর্তী ফ্লাইট ধরার জন্য হাতে মাত্র ৩০ মিনিট সময় ছিল। তাই আমরা একে অপরকে সাহায্য করেছি। কারণ সেখানে মাত্র দু'জন লোক ছিল। আমরা এটি দ্রুত শেষ করতে এবং সময় বাঁচাতেই চেয়েছিলাম। আমরা এই দলটিকে একটি পরিবার বলি এবং একটি পরিবার হিসাবেই একে অপরকে সাহায্য করেছি।’

অস্ট্রেলিয়ায় কখনও টেস্ট সিরিজ জিততে পারেনি পাকিস্তান। ১৯৭৯ সালে দুই ম্যাচের টেস্ট সিরিজ তারা ড্র করেছিল। এটা ছিল অস্ট্রেলিয়ায় গিয়ে পাকিস্তানের সবচেয়ে ভালো ফলাফল। শুধু তাই নয়, অস্ট্রেলিয়ায় গিয়ে তাদের বিরুদ্ধে পাকিস্তান শেষ বার টেস্ট ম্যাচ জিতেছিল ১৯৯৫ সালে। তারা সেখানে পরপর ১৪টি ম্যাচ হেরেছে।

ক্রিকেট খবর

Latest News

সন্দীপের শ্যালিকার বাড়িতে মিলল ডাক্তারি পড়ুয়াদের উত্তরপত্র, দলিল, টেন্ডার নথি বাবার কথায় সিদ্ধান্ত চতুর্বেদী ছাড়েন ‘ব্রহ্মাস্ত্র’র অফার? কারণ জানলে অবাক হবেন সন্দীপের গ্রেফতারি নিয়ে 'ভাবলেশহীন' মন্তব্য সঞ্জয়ের, কী বলল আরজি কর কাণ্ডের ধৃত? ফের লাল বল হাতে বোলিং করলেন হার্দিক পান্ডিয়া! টেস্ট দলে ফিরতেই কি এমন অনুশীলন? ‘সামনে পেলে জুতোর মালা পরানোর চেষ্টা করতাম,টাকার জন্য কেউ এতটা নীচে নামতে পারে?’ মাদেইরার রাস্তা থেকে ১০০ কোটি ফলোয়ার! বিশ্বের প্রথম মানুষ হিসেবে নজির রোনাল্ডোর সঞ্জয়ের গডফাদার অনুপ দত্তের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরুর কথা মনে পড়ল লালবাজারের রাহুল বোসের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যর শ্যুট ‘অস্বস্তিকর’, দাবি অনুপ্রিয়া গোয়েঙ্কার বাংলাদেশ প্রেস ক্লাবে পালিত জিন্নার মৃত্যুজয়ন্তী, ভারতকে বলা হল বিষধর সাপ প্রায় ১২,০০০ পদে নিয়োগ RRB NTPC-তে! কতদিন আবেদন চলবে? ফি, বেতন কত? রইল বয়সসীমাও

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.