বাংলা নিউজ > ক্রিকেট > জাদেজার পর উঠে আসছেন এই বাঁ-হাতি স্পিনার- কোন তারকার ভূয়সি প্রশংসা করলেন শার্দুল ঠাকুর?

জাদেজার পর উঠে আসছেন এই বাঁ-হাতি স্পিনার- কোন তারকার ভূয়সি প্রশংসা করলেন শার্দুল ঠাকুর?

জাদেজার পর বাঁ-হাতি স্পিনার হিসেবে সাই কিশোরের নাম বললেন শার্দুল ঠাকুর।

মুম্বইয়ের বিরুদ্ধে তামিলনাড়ুর অধিনায়ক বল হাতে রবিবার দুরন্ত পারফরম্যান্স করেছেন। মাত্র ৯৭ রান দিয়ে তিনি নিয়েছেন ছ'টি উইকেট। আর এই পারফরম্যান্সের হাত ধরে নজিরও গড়ে ফেলেছেন তিনি। প্রথম শ্রেণীর ক্রিকেটে তাঁর রাজ্য থেকে তৃতীয় বোলার হিসেবে তিনি এক মরশুমে ৫০ বা তার বেশি উইকেট নেওয়ার নজির গড়েছেন।

শুভব্রত মুখার্জি: ভারতীয় ক্রিকেটে স্পিন বোলারের সেই ভাবে অভাব নেই বললেই বলা চলে। এমনিতেই ঘরোয়া ক্রিকেটের উইকেট সাধারণত স্পিন সহায়ক হওয়ার ফলে একাধিক তারকা স্পিনার উঠে এসেছেন ভারতের হয়ে বছরের পর বছর ২২ গজ কাঁপিয়েছেন। তবে এদের মধ্যে বেশির ভাগই ডানহাতি স্পিনার। এই মুহূর্তে ভারতীয় টেস্ট দলের হয়ে বাঁ-হাতি স্পিনার হিসেবে নিয়মিত খেলার সুযোগ পান অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। এছাড়াও ভারতের মাটিতে টেস্ট খেলা হলে, প্রথম একাদশে নিয়মিত খেলতে দেখা যায় কুলদীপ যাদবকে। তবে এই দুই স্পিনারের পরবর্তীতে এমন কোনও উল্লেখযোগ্য বাঁহাতি স্পিনার কি আদৌও আছেন, যিনি জাতীয় দলের হয়ে খেলার যোগ্য? এই প্রশ্ন যখন বিভিন্ন মহলে ঘোরাফেরা করা শুরু করেছে, তখনই ঘরোয়া ক্রিকেটের এক বাঁহাতি স্পিনারের পক্ষে ব্যাট ধরলেন ভারতীয় দলের হয়ে একটা সময়ে টেস্ট ফর্ম্যাটে নিয়মিত খেলা অলরাউন্ডার মুম্বইয়ের শার্দুল ঠাকুর। তাঁর মতে, এই বাঁ-হাতি স্পিনারের রবীন্দ্র জাদেজার মতন কোয়ালিটি স্পিনার এবং ভবিষ্যতে ভারতের হয়ে তাঁর খেলার সম্ভাবনা উজ্জ্বল।

আরও পড়ুন: শ্রেয়স কিন্তু রঞ্জি খেলতে অস্বীকার করেননি- তারকা ব্যাটারের পাশে দাঁড়ালেন গাভাসকর

বর্তমানে রঞ্জি সেমিফাইনালে মুম্বই দল মুখোমুখি হয়েছে তামিলনাড়ুর। এই ম্যাচেই তামিলনাড়ুর অধিনায়কত্ব করছেন বাঁ-হাতি স্পিনার রবিশ্রীনিবাসন সাই কিশোর। আর এই বাঁ-হাতি স্পিনারের ভূয়সী প্রশংসা করেছেন শার্দুল ঠাকুর। তাঁর মতে, তামিলনাড়ুর অধিনায়ক সাই কিশোর একজন অত্যন্ত দক্ষ বাঁ-হাতি স্পিনার। রবীন্দ্র জাদেজার পরবর্তীতে জাতীয় দলের হয়েও সাই কিশোরকে খেলতে দেখা যেতে পারে বলেই তাঁর মত‌। প্রসঙ্গত বিকেসি গ্রাউন্ডে রঞ্জি সেমিফাইনালে দ্বিতীয় দিনের শেষে অনেকটাই এগিয়ে রয়েছে মুম্বই দল। তবে একটা সময়ে বেশ চাপে পড়ে গিয়েছিল তারা। তামিলনাড়ুর রান তাড়া করতে গিয়ে একটা সময়ে তাদের স্কোর ছিল ১০৬/৭। তারকা ব্যাটাররা সবাই ব্যাট হাতে ব্যর্থ হন। পৃথ্বী শ ( ৫), অজিঙ্কা রাহানে (১৯), শ্রেয়স আইয়ার (৩) ব্যাট হাতে ব্যর্থ হন। তার পর দলের হাল ধরেন শার্দুল ঠাকুর। তিনি প্রথম শ্রেণীর ক্রিকেটে নিজের ক্যারিয়ারের প্রথম শতরানটি তুলে নেন এদিন। তাঁর ইনিংসে ভর করেই দিনের শেষে মুম্বইয়ের স্কোর ৯ উইকেটে ৩৫৩। আর এই ইনিংস খেলার পরেই তামিলনাড়ুর অধিনায়কের ভূয়সী প্রশংসা করেছেন শার্দুল ঠাকুর।

আরও পড়ুন: উমেশ, যশের দাপটকে বুড়ো আঙুল দেখিয়ে মন্ত্রীর শতরান, ৮২ রানের লিড পেল পণ্ডিতের দল

স্পোর্টসস্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে ঠাকুর বলেছেন, ‘ও (সাই কিশোর) খুব ভালো বোলিং করছিল। দীর্ঘ দিন বাদে আমি এমন একজনকে খুঁজে পেলাম, যে জাড্ডুর পরে একজন কোয়ালিটি বাঁ-হাতি স্পিনার হিসেবে উঠে আসছে।’ তামিলনাড়ুর অধিনায়ক এদিন বল হাতে দুরন্ত পারফরম্যান্স করেছেন। মাত্র ৯৭ রান দিয়ে তিনি নিয়েছেন ছ'টি উইকেট। আর এই পারফরম্যান্সের পরে নজিরও গড়ে ফেলেছেন তিনি। প্রথম শ্রেণীর ক্রিকেটে তাঁর রাজ্য থেকে তৃতীয় বোলার হিসেবে তিনি এক মরশুমে ৫০ বা তার বেশি উইকেট নেওয়ার নজির গড়েছেন। এর আগে ১৯৭২-৭৩ সালে এস বেঙ্কটারাঘবন এবং ১৯৯৯-২০০০ সালে আশিষ কাপুর এই নজির গড়েছিলেন। সাই কিশোরের ঝুলিতে এই মরশুমে রয়েছে ৫৩টি উইকেট।

ক্রিকেট খবর

Latest News

থমকে গেল বিয়ের প্রস্তুতি! শ্বেতার পরিবারে মৃত্যুশোক, মন খারাপ রুবেলের হবু বউয়ের ভিডিয়ো: নেটে চার-ছক্কায় ডিল করছেন, সামনে এল ট্র্যাভিস হেডের অনুশীলনের ছবি সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে করণ লালের ব্যাটে ঝড়! সহজেই বিহারকে হারাল বাংলা! নবান্নে যাচ্ছেন মহম্মদ সেলিম, মুখোমুখি হবেন মুখ্যমন্ত্রীর সঙ্গে, কেন যেতে হচ্ছে? দেখা করতে চেয়ে মেসেজ পাঠান, দু বছর পর ওই মহিলা অনুরাগীর সঙ্গে দেখা হল বীর দাসের ‘অবিলম্বে পণবন্দিদের মুক্তি দাও! নয়তো...’ হামাস জঙ্গিদের আল্টিমেটাম ট্রাম্পের বাঙালি বউ, পঞ্জাবি বর! হাঁটু মুড়ে পায়েলকে আংটি পরাল শিখর,টলিউডে কারা নিমন্ত্রিত প্রত্যেক মহকুমায় আইনি পরামর্শদাতা নিয়োগ, বড় সিদ্ধান্ত মন্ত্রিসভার বৈঠকে প্রথম বলেই আউট নীতীশ, হাসছে KKR ফ্যানরা, জিরো করলেন পৃথ্বীও, কটাক্ষ সকলের! বর্ষশেষে বিনোদনের ধামাকা! ওটিটি প্লাটফর্মে মুক্তি পেতে চলেছে একগুচ্ছ নতুন সিনেমা

IPL 2025 News in Bangla

এখনও ধোনিকে আউট করার ঘোরে যশ দয়াল, স্টোরি পোস্ট করতেই ট্রোল মাহি ভক্তদের আমি কিন্তু IPL ট্রফি জিতেছি, RCB-র তারকা ব্যাটসম্যানকে খোঁচা গিবসের CSK নয়, ড্যাডস আর্মি এবার কলকাতা,IPL 2025-এ সব থেকে বুড়ো দল নিয়ে মাঠে নামবে KKR অবাক করলেন RCB-র নতুন ব্রিটিশ তারকা! কোহলির সঙ্গে খেলতে মুখিয়ে জেকব বেথেল IPLর আগে রাসেলকে প্রস্তাব অন্য ফ্র্যাঞ্চাইজির… বলা হয় রিলিজ নিতে! কি বলেন রাসেল? বুড়ো হাড়ে ভেল্কি! ৪০-এও ফুল ফিট ডুপ্লেসি! আবু ধাবি T10-এ একহাতে নিলেন ক্যাচ… IPL 2025-এ PBKS যেন মিনি অস্ট্রেলিয়া! ম্যাক্সওয়েলদের কেনার কারণ বললেন পন্টিং প্রায় ২৪ কোটির বেঙ্কটেশ নন, IPL 2025-এর ক্যাপ্টেন ঠিক করে ফেলল KKR! হটসিটে কে? যেটা চেয়েছিলাম সেটাই হয়েছে! প্রধানমন্ত্রী একাদশের বিপক্ষে ম্যাচ জিতে বললেন রোহিত ‘তুমি চিরকাল আমাদের পকেট ডায়নামো থাকবে’ SRH-এ যাওয়া ইশানকে বার্তা MIএর হার্দিকের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.