হিমাংশু মন্ত্রীর দুরন্ত সেঞ্চুরিতে অক্সিজেন পেল চন্দ্রকান্ত পণ্ডিতের মধ্যপ্রদেশ। উমেশ যাদবদের দাপটে মধ্যপ্রদেশ যখন কাঁপছিল, তখন হিমাংশুই হাল ধরেন। তাঁর শতরান বাদ দিলে, দলের বাকি প্লেয়াররা কিন্তু হাফসেঞ্চুরিও করতে পারেননি। মন্ত্রীর সৌজন্যেই আড়াইশো রানের গণ্ডি টপকায় মধ্যপ্রদেশ।
প্রথম দিনের শেষে ১ উইকেটে ৪৭ রান ছিল মধ্যপ্রদেশের। ক্রিজে ছিলেন হিমাংশু মন্ত্রী (৬৪ বলে ২৬ রান) এবং হর্ষ গাওলি (৩৪ বলে ১০ রান)। ওপেন করতে নেমেই হিমাংশু মধ্যপ্রদেশের হাল ধরেছিলেন। ১৩টি চার, একটি ছক্কার হাত ধরে ২৬৫ বলে হিমাংশু ১২৬ রান করেন। এছাড়া সারাংশ জৈন ৩০ রান করেন। এটি মধ্যপ্রদেশের দ্বিতীয় সর্বোচ্চ রান। সাগর সোলাঙ্কি ২৬, হর্ষ গাউলি ২৫ রান করেন। ১১ রান করেন যশ দুবে। বাকিরা কেউ এক অঙ্কের গণ্ডিও টপকাতে পারেননি। ২৫২ রানে অলআউট হয়ে যায় মধ্যপ্রদেশ। ৮২ রানের লিড পায় চন্দ্রকান্ত পণ্ডিতের দল। বিদর্ভের হয়ে উমেশ যাদব এবং যশ ঠাকুর ৩টি করে উইকেট নিয়েছেন। অক্ষয় ওয়াখার ২টি উইকেট নিয়েছেন।
আরও পড়ুন: আইপিএল বনাম লাল বল ক্রিকেট বিতর্কে সচিন, রাহুলদের উদাহরণ টেনে ইশানদের বড় বার্তা দিলেন সৌরভ
টস জিতে প্রথমে ব্যাটিং নিয়েছিল বিদর্ভই। কিন্তু পরিকল্পনা অনুযায়ী বিদর্ভের ব্যাটাররা খেলতেই পারেননি। শুরু থেকেই একের পর এক উইকেট হারাতে শুরু করে তারা। ৩২ রানে পড়ে প্রথম উইকেট। এর পর ৭৭ রানের মধ্যে আরও ২ উইকেট হারায় বিদর্ভ। দলের ১০১ রানের মাথায় পড়ে চতুর্থ উইকেট। এর পর মাত্র ৬৯ রানের মধ্যে বাকি ছয় উইকেট হারিয়ে বসে থাকে বিদর্ভ।
প্রথমেই ১২ বলে ১৩ রান করে ধ্রুব শোরে বোল্ড হন। তাঁকে সাজঘরে ফেরান আবেশ খান। বেঙ্কটেশ আইয়ার এর পর ফেরান অথর্ব তাইদেকে। ৬৩ বলে ৩৯ করে কিছুটা লড়াই করার চেষ্টা করেছিলেন অথর্ব। এটি বিদর্ভের ব্যাটারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ রান। তিনে ব্যাট করতে আসা আমন মোখাদেকেও সাজঘরের পথ দেখান আবেশ। ৭৫ বলে ১৩ করে আউট হন আমন। পাঁচে নেমে করুণ নায়ার কিছুটা লড়াই করেছিলেন। তিনি হাফসেঞ্চুরি করেন। ১০৫ বলে ৬৩ রান যদি করুণ নায়ার যোগ না করতেন, তবে বিদর্ভের হাল আরও শোচনীয় হত। তাঁর এই ইনিংসে রয়েছে ৯টি চার।
আরও পড়ুন: শ্রেয়স এবং ইশান কেন্দ্রীয় চুক্তি ফিরে পেতে পারেন, কী ভাবে? জানালেন BCCI-এর এক কর্তা
বাকিদের একেবারে বেহাল অবস্থা। যশ রাঠোর ১৭ করেন, দলের অধিনায়ক অক্ষয় ওয়াদকার করেন ১ রান, ১২ রান করেন আদিত্য সারওয়াতে। এর বাইরে অক্ষয় ওয়াখরে (০), যশ ঠাকুর (০), উমেশ যাদবরা (০) তো রানের খাতাই খুলতে পারেননি। দলের ১১ নম্বর ব্যাটার আদিত্য ঠাকরে অপরাজিত থাকলেও, তাঁর সংগ্রহ শূন্যই। ৫৪.৪ ওভারে ১৭০ করে বিদর্ভ অল আউট হয়ে যায়।
মধ্যপ্রদেশের হয়ে একাই ৪ উইকেট নেন আবেশ খান। এছাড়া ২টি করে উইকেট নেন বেঙ্কটেশ আইয়ার এবং কুলবন্ত খেজরোলিয়া। অনুভব আগরওয়াল এবং কুমার কার্তিকেয় নিয়েছেন একটি করে উইকেট। এদিকে বিদর্ভ তাদের দ্বিতীয় ইনিংসে দ্বিতীয় দিনের শেষে ১৩ রানের মধ্যে ১ উইকেট হারিয়ে বসে রয়েছেন।