বুধবার কর্নেল সিকে নাইডু ট্রফি টুর্নামেন্টে অন্ধ্রপ্রদেশের ব্যাটসম্যান ভামসি কৃষ্ণা বিস্ফোরক পারফরম্যান্স করেছিলেন। এক ওভারে টানা ছয় বলে ছয়টি ছক্কা মেরে ইতিহাস সৃষ্টি করেছিলেন তিনি। এমন ইনিংস খেলে তিনি রবি শাস্ত্রী, যুবরাজ সিং এবং রুতুরাজ গায়কোয়াড়দের ক্লাবে নিজের নাম লিখিয়েছেন।
কর্নেল সিকে নাইডু ট্রফিতে রেলওয়েজের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন অন্ধ্রের ওপেনার ভামশি কৃষ্ণা একটি ঝোড়ো ইনিংস খেললেন। এই ম্যাচে তিনি এক ওভারে ছয়টি ছক্কা মেরেছিলেন এবং নজির গড়েছেন। কুদ্দাপাহের ওয়াইএস রাজা রেড্ডি এসিএ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে, রেলওয়েজের স্পিন বোলার দমনদীপ সিংয়ের ওভারে কৃষ্ণা ছয়টি বড় বড় ছক্কা হাঁকান। এর ফলে ভামশি কৃষ্ণা এদিনের ম্যাচে ৬৪ বলে ১১০ রানের ইনিংস খেলেন।
ভামশি কৃষ্ণা তাঁর এদিনের ইনিংসে ১০টি ছক্কা এবং নয়টি চার মেরেছিলেন। তার ঝোড়ো ইনিংসের জন্য অন্ধ্র প্রথম ইনিংসে স্কোর বোর্ডে ৩৭৮ রান তোলে। এর জবাবে রেলওয়েজ ২৩১ ওভারে ৯ উইকেট হারিয়ে ৮৬৫ রানে ইনিংসের ঘোষণা করেছিল। এই ম্যাচটি ড্র হয়ে যায়।
বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (BCCI) ডোমেস্টিক টুইটারে একটি ভিডিয়ো পোস্ট করেছে যেখানে ভামশি কৃষ্ণাকে ছয় বলে ছয়টি ছক্কা মারতে দেখা যাচ্ছে। এই ভিডিয়ো পোস্ট করে বিসিসিআই-এর তরফ থেকে লেখা হয়েছিল, ‘এক ওভারে ছয়টি ছক্কা! অন্ধ্রের ভামশি কৃষ্ণা রেলওয়েজের স্পিনার দমনদীপ সিংয়ের এক ওভারে ছয়টি ছক্কা মেরেছেন।’ এরপরেও লেখা হয়, ‘কুদ্দাপাতে কর্নেল সিকে নাইডু ট্রফিতে ৬৪ বলে ১১০ রানের ঝোড়ো ইনিংস।’
ভামশি কৃষ্ণা ভারতের চতুর্থ ব্যাটসম্যান হিসেবে এই কীর্তি গড়েছেন। তার আগে ভারতীয় ক্রিকেটে একটি ওভারে ছয়টি ছক্কা মেরেছেন তিনজন ক্রিকেটার। এই তালিকায় রয়েছেন রবি শাস্ত্রী (১৯৮৫), যুবরাজ সিং (২০০৭) এবং রুতুরাজ গায়কোয়াড় (২০২২)।
যুবি-রুতুরাজ-শাস্ত্রীও এক ওভারে ছক্কা মেরেছিলেন
১০ অগস্ট, ১৯৮৫ সালে, রবি শাস্ত্রী বরোদার বিরুদ্ধে রঞ্জি ম্যাচে এই কৃতিত্ব অর্জন করেছিলেন। তিলক রাজকে লক্ষ্য করে এক ওভারে ছয়টি ছক্কা মারেন তিনি। এরপরে ২০০৭ সালের ১৯ সেপ্টেম্বর ইংল্যান্ডের বিরুদ্ধে খেলা টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে স্টুয়ার্ট ব্রডের ওভারে ছয় বলে ছয়টি ছক্কা মেরেছিলেন যুবরাজ সিং। ইংলিশ বোলারের ওভারে ছয়টি ছক্কা মেরে চাঞ্চল্য সৃষ্টি করেছিলেন যুবি। যুবরাজ ছাড়াও, ২০২২ সালের বিজয় হাজারে ট্রফিতে রুতুরাজ গায়কোয়াড় ইতিহাস তৈরি করেছিলেন। মহারাষ্ট্রের এই ব্যাটসম্যান ইউপির শিবা সিংয়ের বিরুদ্ধে এক ওভারে সাতটি ছক্কা মেরেছিলেন। এই ওভারে একটি নো বলও করা হয়েছিল যার উপর রুতুরাজ গায়কোয়াড় নির্মমভাবে একটি ছক্কা মেরেছিলেন।