শুভব্রত মুখার্জি :- টি-২০ ম্যাচে শেষ দুই ওভারে প্রয়োজন ১৪ রান। ১২ বলে ১৪ রান করে টি-২০ ম্যাচ জেতাটা এখন কার্যত জলভাত। তার উপর যদি উইকেটের একদিকে থাকেন সেট হয়ে যাওয়া একজন ব্যাটার। তবে এরপরেও শনিবার ডাম্বুলাতে ম্যাচ জিততে ব্যর্থ হল আফগানিস্তান দল। রুদ্ধশ্বাস ম্যাচে চার রানে জয় পেল শ্রীলঙ্কা। তাদের এই জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেন তাদের ডানহাতি তরুণ বোলার মাথিশা পাথিরানা। সিএসকের এই বোলার ২৪ রান দিয়ে চার উইকেট নিয়ে লঙ্কানদের শ্বাসরুদ্ধকর জয় নিশ্চিত করেন।
শ্রীলঙ্কা সফরে এখনও পর্যন্ত জয়ের মুখ দেখেনি আফগানরা। কয়েকটা ম্যাচে তারা জয়ের খুব কাছাকাছি আসলেও কাঙ্খিত জয় আসেনি। একমাত্র টেস্টে হেরেছে আফগানরা। এরপর ৩ ম্যাচের ওয়ান ডে সিরিজেও হোয়াইটওয়াশ হতে হয়েছে আফগানিস্তানকে। শ্রীলঙ্কা সফরে ডাম্বুলায় এদিন টি-২০ সিরিজের প্রথম ম্যাচেও হেরে গেল আফগানিস্তান দল।
এদিন টসে হেরে ব্যাটিংয়ে নেমে শ্রীলঙ্কা ১৯ ওভারে ১৬০ রানে অলআউট হয়ে যায়। রান তাড়া করতে নেমে ৯ উইকেট হারিয়ে ১৫৬ রানেই আটকে যায় আফগানিস্তান। ৪ রানের জয় পান লঙ্কানরা। ফলে ৩ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল আয়োজকরা।
রান তাড়ার সময়ে আফগানিস্তানকে একাই লড়াইতে রাখেন ইব্রাহিম জাদরান। ইনিংস ওপেন করা এই আফগান ব্যাটার অপরাজিত ছিলেন শেষ পর্যন্ত। ৫৫ বলে ৬৭ রান করেছেন তিনি। শেষ ওভারে তাদের জয়ের জন্য প্রয়োজন ছিল ১১ রান। যেহেতু শেষ ব্যাটারকে নিয়ে ব্যাট করছিলেন, তাই বিনুরা ফার্নান্ডোর করা ওভারের প্রথম ৪ বলের অন্তত দুটি বলে রান নেওয়ার সুযোগ পেয়েও নেননি ইব্রাহিম জাদরান। ফলে ২ বলে ১১ রান বাকি ছিল আফগানিস্তানের। জাদরান পঞ্চম বলে মারতে গিয়ে ক্যাচ তুলে বসেন। ডিপ থার্ডম্যান ফিল্ডার তাঁর ক্যাচ ফেলে দেন। এরপর শেষ বলে বাউন্ডারি মারলেও কাজের কাজটি করতে পারেননি জাদরান।
তবে শ্রীলঙ্কার ম্যাচ জয়ের অন্যতম কারিগর কিন্তু তরুণ প্রতিভা মাথিশা পাথিরানা। ১২ বলে ১৪ রান বাকি এই অবস্থায় ১৯তম ওভারে মাথা ঠান্ডা রেখে মাত্র তিন রান দেন পাথিরানা। সেখানেই আফগানিস্তানের জয়ের সমীকরণটি তিনি আরও কঠিন করে দেন। শেষ পর্যন্ত ম্যাচ জিতে যায় শ্রীলঙ্কা। ৪ ওভারে ২৪ রান দিয়ে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন পাথিরানা।
এদিন লঙ্কানদের হয়ে অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা ব্যাট হাতে দুরন্ত পারফরম্যান্স করেছেন। ছয়ে নম্বরে খেলতে নেমে হাসারাঙ্গা ৩২ বল খেলে করেছেন ৬৭ রান। তাঁর ইনিংসে মেরেছেন ৭টি চার ও ৩টি ছক্কা। শ্রীলঙ্কা ৫৫ রানে ৪ উইকেট হারানোর পর ব্যাট করতে নেমেছিলেন তিনি। ১৬তম ওভারের শেষ বলে আউট হন লঙ্কান অধিনায়ক। পঞ্চম উইকেটে সাদিরা সমরবিক্রমকে সঙ্গে নিয়ে ৪০ বলে ৭২ রান যোগ করেন তিনি।
আরও পড়ুন:- Mike Procter Passes Away: প্রয়াত দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি অল-রাউন্ডার মাইক প্রোক্টর
সমরবিক্রম ২৫ রান করেছেন এদিন। এছাড়া বলার মতো রান করেছেন ধনঞ্জয়া ডি সিলভা। তিনি ১৭ বলে ২৪ রান করেছেন। আফগানিস্তানের তিন পেসার ফজলহক ফারুকি, নবীন-উল-হক ও আজমতউল্লাহ ওমরজাই সবমিলিয়ে নিয়েছেন ৭ উইকেট। ৪ ওভারে ২৫ রান দিয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন বাঁহাতি পেসার ফারুকি।
এদিন আফগানিস্তানের অধিনায়ক ইব্রাহিম জাদরান ৫৫ বলে ৬৭ রান করে অপরাজিত থেকে দলকে লড়াইতে রাখেন। তাঁর ইনিংস সাজানো ছিল আটটি চারে। তবে লড়াই করেও তিনি দলকে কাঙ্খিত জয় এনে দিতে পারেননি এদিন।