শুভব্রত মুখার্জি:- ভারত বনাম দক্ষিণ আফ্রিকার কেপটাউন টেস্ট শুরু হয়েছে বুধবার থেকে। সেঞ্চুরিয়ন টেস্টে জিতেই এই টেস্টে খেলতে নেমেছে দক্ষিণ আফ্রিকা দল। প্রথম টেস্টে প্রোটিয়াদের নিয়মিত অধিনায়ক তেম্বা বাভুমা চোট পান। হ্যামস্ট্রিংয়ের চোট পেয়ে তিনি ছিটকে যান। ফলে নিজের শেষ টেস্টে পুনরায় জাতীয় দলের অধিনায়কত্ব করার সুযোগ পেয়েছেন একদা টেস্টে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দেওয়া ডিন এলগার।
এদিন তিনিই জাতীয় দলের হয়ে টস করতে যান ২২ গজে। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। তাঁর এই সিদ্ধান্তের পরেই মাত্র ৫৫ রানে প্রথম ইনিংসে অল আউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা দল। আর তার পরেই ডিন এলগারের টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার সুনীল গাভাসকর।
স্টার স্পোর্টসে ম্যাচের বিশ্লেষণ করতে গিয়ে গাভাসকার জানিয়েছেন, 'সত্যি বলছি আমি ওই সিদ্ধান্ত (টস জিতে এলগারের ব্যাট করার সিদ্ধান্ত) শোনার পরে বেশ কিছুটা অবাক হয়েছিলাম। যা ঘটেছে তা আমি বিশ্বাস করতেই পারছিলাম না। কারণ পিচ কেমন হতে চলেছে তা নিয়ে প্রায় সমস্ত অধিনায়ক, কোচেরা চিন্তিত থাকেন। তারা এই জিনিসটাকে নিয়ে বড় ইস্যু করেন। কিন্তু এখানে কিন্তু কার্যত উল্টো ঘটনাই ঘটেছে। আর তাতেই আমি খুব বিস্মিত হয়েছি।'
আরও পড়ুন:- ICC Ranking: ফের বিশ্বব়্যাঙ্কিংয়ের প্রথম দশে ঢুকে পড়লেন কোহলি, শীর্ষে রয়েছেন অশ্বিন
সুনীল গাভাসকরের মতে এই পিচে দুই দলের ব্যাটাররা সিদ্ধান্তহীনতায় ভুগেছেন। তার ফলেই এই সমস্যায় পড়েছেন ব্যাটাররা। তিনি বলেন, 'আমার মতে এই টেস্টে ভারতীয় দলের সাইকোলজির দিকটাও আমাদের একবার দেখতে হবে। কারণ প্রথম টেস্টে তারা মাত্র তিনদিনে হেরেছে। খুব খারাপ ব্যাটিং করেছে তারা। বিশেষ করে দ্বিতীয় ইনিংসে খুব খারাপ ব্যাটিং করেছে ভারতীয় ব্যাটাররা। তাই এই তরতাজা পিচে প্রথমে ব্যাট করাটা ভারতীয় দলের জন্য সমস্যার কারণ হতে পারত। তারা হয়ত একটু ডিফেন্সিভ ব্যাটিংও করতে পারত। কিন্তু দ্বিতীয় ব্যাট করাতে তারা আগে থেকে পিচকে দেখার সুযোগ পায়। ফলে তাদের মানসিকতা বদলে গিয়েছিল। আমার মতে দক্ষিণ আফ্রিকার দলে যেসব পেসাররা রয়েছে, তারপরেও তাদের এই পিচে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত আমাকে বেশ অবাক করেছে।'