আক্ষরিক অর্থেই ইতিহাস গড়লেন ট্যামি বিউমন্ট। মেয়েদের দ্য হান্ড্রেডে প্রথম ক্রিকেটার হিসেবে সেঞ্চুরি করার রেকর্ড গড়লেন ব্রিটিশ তারকা। সোমবার ট্রেন্ট রকেটসের বিরুদ্ধে চলতি দ্য হান্ড্রেডের ২০তম ম্যাচে ধ্বংসাত্মক শতরান করেন ওয়েলস ফায়ারের ক্যাপ্টেন।
কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে ওয়েলস ফায়ার। তারা নির্ধারিত ১০০ বলে ৩ উইকেটের বিনিময়ে ১৮১ রান সংগ্রহ করে। অর্থাৎ, বল পিছু ১.৮১ রান সংগ্রহ করে ওয়েলস। ওপেন করতে নেমে বিউমন্ট ৯টি চার ও ১টি ছক্কার সাহায্যে ২৫ বলে ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেন। তিনি ব্যক্তিগত শতরানের গণ্ডি টপকে যান ১৭টি চার ও ২টি ছক্কার সাহায্যে মাত্র ৫২ বলে।
শেষমেশ ২০টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৬১ বলে ১১৮ রানের দুর্দান্ত ইনিংস খেলে সাজঘরে ফেরেন বিউমন্ট। ট্যামি ছাড়া আর কোনও ক্রিকেটার এখনও পর্যন্ত মেয়েদের দ্য হান্ড্রেডে ব্যক্তিগত শতরানের গণ্ডি টপকাতে পারেননি। স্বাভাবিকভাবেই টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড গড়েন তিনি।
গতবছর অস্ট্রেলিয়ার বেথ মুনি মেয়েদের দ্য হান্ড্রেডে শতরানের খুব কাছে পৌঁছে গিয়েছিলেন। যদিও তিন অঙ্কের গণ্ডি ছোঁয়া হয়নি তাঁর। লন্ডন স্পিরিটের হয়ে মাঠে নেমে সাদার্ন ব্রেভের বিরুদ্ধে ৫৫ বলে ৯৭ রান করে নট-আউট থাকেন তিনি।
ওয়েলস ফায়ারের হয়ে এই ম্যাচে বিউমন্টের সেঞ্চুরি ছাড়া সোফিয়া ডাঙ্কলি ২টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৮ বলে ২৪ রান করে আউট হন। ২০ বলে ৩১ রান করে নট-আউট থাকেন সারা ব্রাইস। তিনিও ২টি চার ও ১টি ছক্কা মারেন। ইনিংসের শেষ বলে আউট হন লরা হ্যারিস। তিনি খাতা খুলতে পারেননি। ট্রেন্ট রকেটসের হয়ে ২৭ রানে ২টি উইকেট নেন ক্রিশ্চি গর্ডন। ১৬ রানে ১টি উইকেট নিয়েছেন অ্যালানা কিং।
জবাবে ব্যাট করতে নেমে ট্রেন্ট রকেটস নির্ধারিত ১০০ বলে ৫ উইকেটের বিনিময়ে ১৪০ রান তোলে। ৪১ রানের বড় ব্যবধানে ম্যাচ জেতে ওয়েলস ফায়ার। ট্রেন্টের হয়ে ব্রিয়নি স্মিথ ৪টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ২১ বলে ৪৮ রান করে আউট হন। এছাড়া লিজেল লি ২৬, ন্যাট সিভার-ব্রান্ট ১০ ও হরমনপ্রীত কৌর ২২ রান করেন। ২৩ বলের ইনিংসে হরমনপ্রীত ২টি চার মারেন। ২টি উইকেট নেন ওয়েলসের ফ্রেয়া ডেভিস। ম্যাচের সেরা হন বিউমন্ট।