ফার্স্ট ক্লাস ক্রিকেটে দ্বিতীয় দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড নিজের দখলে নিয়েছেন তন্ময় আগরওয়াল। সব থেকে কম ১৪৭ বলে ট্রিপল সেঞ্চুরি করার বিশ্বরেকর্ড গড়েছেন। ম্যাচের তিনদিন সময় হাতে থাকতে ইতিমধ্যেই ৩২৩ রানে অপরাজিত রয়েছেন যিনি, আরও ২টি সর্বকালীন রেকর্ডে তাঁর চোখ থাকবে না, এমনটা আবার হয় নাকি!
হায়দরাবাদ ওপেনার তন্ময় আগরওয়াল স্পষ্ট জানালেন যে, রেকর্ডের কথা মাথায় রেখে মাঠে নামবেন না। তবে যে রকম ধ্বংসাত্মক ছন্দে ব্যাট করেছেন প্রথম দিনে, সেটাই জারি রাখবেন দ্বিতীয় দিনেও। তাতে যদি রেকর্ড তাঁর দখলে চলে আসে, সেটা আলাদা বিষয়। অবশ্য তন্ময় এটাও জানাতে ভোলেননি যে, সব কিছু নির্ভার করছে দল কতক্ষণ ব্যাটিং জারি রাখবে, তার উপরে।
তন্ময়ের সামনে হাতছানি রয়েছে ২টি বিরাট রেকর্ড ভেঙে দেওয়ার। প্রথমত, ভারতীয়দের মধ্যে সব থেকে বশি রানের ব্যক্তিগত ফার্স্ট ক্লাস ইনিংস গড়তে হলে তাঁকে টপকাতে হবে বিবি নিম্বালকরের ৪৪৩ রানকে। নিম্বালকর ১৯৪৮ সালে মহারাষ্ট্রের হয়ে কাথিয়াওয়াড়ের বিরুদ্ধে রঞ্জি ম্যাচে এই রেকর্ড গড়েন। ভাউসাহেবের ৭৬ বছর আগের সেই রেকর্ড ভাঙতে হলে তন্ময়ের দরকার আরও ১২১ রান।
দ্বিতীয়ত বিশ্বের সব ক্রিকেটারদের মধ্যে সব থেকে বেশি রানের ব্যক্তিগত ফার্স্ট ক্লাস ইনিংস গড়তে হলে তন্ময়কে টপকাতে হবে ব্রায়ান লারার ৫০১ রানের অবিস্মরণীয় ইনিংসটিকে। লারা ১৯৯৪ সালে ওয়ারউইকশায়ারের হয়ে ডারহ্যামের বিরুদ্ধে এই বিশ্বরেকর্ড গড়েন। লারাকে টপকে বিশ্বরেকর্ড নিজের দখলে নিতে আগরওয়ালের প্রয়োজন আরও ১৭৯ রান।
তন্ময় কি শনিবার এই ২টি রেকর্ডের পিছনে দৌড়বেন? প্রথম দিনের শেষে সংবাদ সংস্থা পিটিআইকে আগরওয়াল বলেন, ‘বিশ্বরেকর্ড গড়তে হবে ভেবে মাঠে নামিনি। আমি শুধু ব্যাট চালিয়ে গিয়েছি। মাঝ ব্যাটে বল লাগছিল। বিশ্বরেকর্ড হয়ে গিয়েছে তাতে। আমি লারার রেকর্ড ভাঙার কথাও মোটেও ভাবছি না। কেননা আমি জানি না শনিবার কতক্ষণ আমরা ব্যাটিং চালিয়ে যাব। শনিবার যতক্ষণই ব্যাটিং করি না কেন, যেভাবে আজ শুরু করেছি, সেভাবেই চালিয়ে যাব। তাতে যদি রেকর্ড ভেঙে যায়, তাহলে হবে। আমি কখনই এটা ভেবে মাঠে নামব না যে, আমাকে এই বিশেষ কোনও কৃতিত্ব অর্জন করতে হবে।’
উল্লেখ্য, শুক্রবার রঞ্জির প্লেট গ্রুপের ম্যাচে অরুণাচলকে প্রথম ইনিংসে ১৭২ রানে অল-আউট করে দেয় হায়দরাবাদ। পরে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে প্রথম দিনের শেষে ৪৮ ওভারে ১ উইকেটের বিনিময়ে ৫২৯ রান তুলে ফেলে হায়দরাবাদ।