শুভব্রত মুখার্জি:- আন্তর্জাতিক ক্রিকেট ছেড়েছেন বেশ কয়েক বছর হল। তবুও তাঁর জনপ্রিয়তায় একটুও ভাটা পড়েনি। তিনি মহেন্দ্র সিং ধোনি। ভারতের ইতিহাসে অন্যতম সফল অধিনায়ক তিনি। জাতীয় দলের হয়ে খেলা ছাড়লেও তিনি আইপিএলে খেলা চালিয়ে যাচ্ছেন। সিএসকে গতবছর তাঁর অধিনায়কত্বে জিতে নিয়েছে তাদের পঞ্চম শিরোপা। অনেকেই ভেবেছিলেন ২০২৩ সালটাই হয়তো আইপিএলে শেষবার দেখা যাবে মাহিকে। যেভাবে তাঁকে ঘিরে সিএসকে সমর্থকদের আবেগের বিচ্ছুরণ দেখা গিয়েছিল তাতে করে ভাবা গিয়েছিল যে ২০২৩ ধোনির শেষ আইপিএল হতে চলেছে।
মাঠে হলুদ রঙের মাহির নামে নামাঙ্কিত জার্সি পড়ে প্রায় প্রতি ম্যাচেই উপস্থিত হয়েছেন হাজার হাজার মাহি সমর্থক। তাদের ভালোবাসার কথা মাথাতে রেখেই ধোনি জানিয়েছিলেন তিনি ফিট থাকলে ২০২৪ সালে খেলবেন। আসন্ন নিলামের আগেই তাঁকে রিটেন করেছে সিএসকে দল। ২০২৪ সালে সিএসকেতে ধোনির খেলা প্রসঙ্গে এবার গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন সিএসকে সিইও কাশী বিশ্বনাথান। তাঁর বক্তব্য 'থালাইভান ইজ থালাইভান'।
সিএসকের তরফে তাদের সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। যেখানে কাশী বিশ্বনাথান বলেছেন, ‘আমাদের নেতা (ধোনি) যখন একবার কথা দিয়ে দিয়েছে সেখান থেকে সে কখনও সরে আসেনি (২০২৪ আইপিএলে খেলা প্রসঙ্গে)। আমি নিশ্চিত আমি যতটা এম এসকে চিনি ও এটাই করবে। কখনও পিছিয়ে আসবে না। যে কথা ও দিয়েছে সেই কথা রাখার চেষ্টা ও সবসময়ে করবে। এই মুহূর্তে ও খুব ফিট রয়েছে। থালাইভান ইজ থালাইভান' (আমাদের নেতা সবসময়ে আমাদের নেতাই থাকবে)।’
প্রসঙ্গত ২০২৩ মরশুমের গোটা মরশুমটাই ধোনি হাঁটুর চোট নিয়ে খেলেন। হাঁটুতে স্ট্র্যাপ জড়িয়ে তিনি কিপিং করার পাশাপাশি ব্যাটিংও করেছেন। এরপর তাঁর নেতৃত্বেই সিএসকে গতবছর তাদের পঞ্চম আইপিএলের শিরোপা জেতে।২০২৩ সালের ১ জুন মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে সফলভাবে তাঁর হাঁটুতে অস্ত্রোপচারও হয়েছে। এরপর রিহ্যাব সম্পন্ন করে এই মুহূর্তে রাঁচিতে অনুশীলন ও করছেন তিনি। ২০০৮ সালে প্রথম আইপিএলে খেলা একমাত্র ক্রিকেটার যিনি এই মুহূর্তেও আইপিএলে খেলে চলেছেন।