শুভব্রত মুখার্জি:- আইএল টি-২০ অর্থাৎ আমিরশাহি বোর্ডের ঘরোয়া টি-২০ ফ্র্যাঞ্চাইজি লিগে মুম্বই ইন্ডিয়ান্স দলের মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজি এমআই এমিরেটস। আগামী মরশুমে তারা তাদের হয়ে আইএলটি-২০'তে খেলতে চুক্তিবদ্ধ করল অস্ট্রেলিয়ার মারকুটে স্বভাবের ব্যাটার টিম ডেভিডকে। উল্লেখ্য এম আইয়ের মালিকানাধীন চারটি ফ্র্যাঞ্চাইজি রয়েছে। এম আই এমিরেটসের হয়ে খেলার জন্য চুক্তিবদ্ধ হয়ে এই চারটি ফ্র্যাঞ্চাইজির হয়েই খেলার কৃতিত্ব অর্জন করলেন টিম ডেভিড। তবে আইএলটি-২০'তে টিম ডেভিডকে আদৌও এম আই এমিরেটস পাবে কিনা তা নিয়ে বেশ সংশয় রয়েছে। কারণ অস্ট্রেলিয়ার, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-২০ সিরিজ রয়েছে। সেই সিরিজে খেলতে জাতীয় দলের হয়ে খেলতে যেতে হতে পারে তাঁকে। ফলে এমিরেটসের হয়ে বেশ কিছু ম্যাচে তাঁকে খেলতে নাও দেখা যেতে পারে।
চলতি বিগ ব্যাশ লিগে হোবার্ট হ্যারিকেন্সের হয়ে খেলেছেন টিম ডেভিড। তার দল এবার বিগ ব্যাশের ফাইনালে পৌঁছাতে পারেনি। ফলে কিছুটা সময় তাঁকে ফাঁকা পাওয়া যাবে। এই দিকটা মাথাতে রেখেই তাঁকে সই করিয়েছে এমিরেটস। আইএল টি-২০'তে এবার থেকে চালু হয়েছে 'ওয়াইল্ড কার্ড' ক্রিকেটার। এই পদ্ধতি ব্যবহার করেই তাঁকে দলে নেওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই দলে থাকা ২২ জনের পরে ও দুজন অতিরিক্ত ক্রিকেটার সব ফ্র্যাঞ্চাইজি নিতে পারে। সেই নিয়মকে কাজে লাগিয়েই টিম ডেভিডকে দলে নেওয়া হয়েছে।
প্রসঙ্গত ২০২২ সালে টিম ডেভিড পাঁচ বারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স দলে যোগ দিয়েছিলেন। এরপর মেজর লিগ ক্রিকেটেও তিনি এমআইয়ের ফ্র্যাঞ্চাইজির হয়ে শিরোপা জিতেছেন। খেলেছেন এম আই নিউ ইয়র্কের হয়ে। পাশাপাশি ২০২৩ সালে খেলেছেন এসএ২০'তেও। এম আই কেপটাউনের হয়ে খেলেছেন তিনি। আর এবার এমিরেটসের হয়ে খেললে টিম ডেভিডের এম আই ফ্র্যাঞ্চাইজির চারটি দলের হয়েই খেলার বৃত্ত সম্পূর্ণ হবে। এম আই নিউ ইয়র্কে তাঁর সতীর্থ ট্রেন্ট বোল্ট, নিকোলাস পুরান এবং নসটুস কেনজিগেও খেলবেন এমিরেটসের হয়ে। পাশাপাশি খেলবেন ডোয়েন ব্রাভো,অম্বাতি রায়াডু, মহম্মদ ওয়াসিম এবং ওডিওন স্মিথের মতো বিদেশি কোটার ক্রিকেটাররাও।