বাংলা নিউজ > ক্রিকেট > ILT20 League: MI এমিরেটসে সই করলেন টিম ডেভিড, কিন্তু খেলার সুযোগ পাবেন এই অজি তারকা?

ILT20 League: MI এমিরেটসে সই করলেন টিম ডেভিড, কিন্তু খেলার সুযোগ পাবেন এই অজি তারকা?

টিম ডেভিড। ছবি-এক্স

এমআই এমিরেটসে সই করলেন অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার টিম ডেভিড। তবে তিনি খেলতে পারবেন কিনা তা নিয়ে একটা সংশয় রয়েছে।

শুভব্রত মুখার্জি:- আইএল টি-২০ অর্থাৎ আমিরশাহি বোর্ডের ঘরোয়া টি-২০ ফ্র্যাঞ্চাইজি লিগে মুম্বই ইন্ডিয়ান্স দলের মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজি এমআই এমিরেটস। আগামী মরশুমে তারা তাদের হয়ে আইএলটি-২০'তে খেলতে চুক্তিবদ্ধ করল অস্ট্রেলিয়ার মারকুটে স্বভাবের ব্যাটার টিম ডেভিডকে। উল্লেখ্য এম আইয়ের মালিকানাধীন চারটি ফ্র্যাঞ্চাইজি রয়েছে। এম আই এমিরেটসের হয়ে খেলার জন্য চুক্তিবদ্ধ হয়ে এই চারটি ফ্র্যাঞ্চাইজির হয়েই খেলার কৃতিত্ব অর্জন করলেন টিম ডেভিড। তবে আইএলটি-২০'তে টিম ডেভিডকে আদৌও এম আই এমিরেটস পাবে কিনা তা নিয়ে বেশ সংশয় রয়েছে। কারণ অস্ট্রেলিয়ার, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-২০ সিরিজ রয়েছে। সেই সিরিজে খেলতে জাতীয় দলের হয়ে খেলতে যেতে হতে পারে তাঁকে। ফলে এমিরেটসের হয়ে বেশ কিছু ম্যাচে তাঁকে খেলতে নাও দেখা যেতে পারে।

চলতি বিগ ব্যাশ লিগে হোবার্ট হ্যারিকেন্সের হয়ে খেলেছেন টিম ডেভিড। তার দল এবার বিগ ব্যাশের ফাইনালে পৌঁছাতে পারেনি। ফলে কিছুটা সময় তাঁকে ফাঁকা পাওয়া যাবে। এই দিকটা মাথাতে রেখেই তাঁকে সই করিয়েছে এমিরেটস। আইএল টি-২০'তে এবার থেকে চালু হয়েছে 'ওয়াইল্ড কার্ড' ক্রিকেটার। এই পদ্ধতি ব্যবহার করেই তাঁকে দলে নেওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই দলে থাকা ২২ জনের পরে ও দুজন অতিরিক্ত ক্রিকেটার সব ফ্র্যাঞ্চাইজি নিতে পারে। সেই নিয়মকে কাজে লাগিয়েই টিম ডেভিডকে দলে নেওয়া হয়েছে।

প্রসঙ্গত ২০২২ সালে টিম ডেভিড পাঁচ বারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স দলে যোগ দিয়েছিলেন। এরপর মেজর লিগ ক্রিকেটেও তিনি এমআইয়ের ফ্র্যাঞ্চাইজির হয়ে শিরোপা জিতেছেন। খেলেছেন এম আই নিউ ইয়র্কের হয়ে। পাশাপাশি ২০২৩ সালে খেলেছেন এসএ২০'তেও। এম আই কেপটাউনের হয়ে খেলেছেন তিনি। আর এবার এমিরেটসের হয়ে খেললে টিম ডেভিডের এম আই ফ্র্যাঞ্চাইজির চারটি দলের হয়েই খেলার বৃত্ত সম্পূর্ণ হবে। এম আই নিউ ইয়র্কে তাঁর সতীর্থ ট্রেন্ট বোল্ট, নিকোলাস পুরান এবং নসটুস কেনজিগেও খেলবেন এমিরেটসের হয়ে। পাশাপাশি খেলবেন ডোয়েন ব্রাভো,অম্বাতি রায়াডু, মহম্মদ ওয়াসিম এবং ওডিওন স্মিথের মতো বিদেশি কোটার ক্রিকেটাররাও।

ক্রিকেট খবর

Latest News

৬ জেলায় ভারী বৃষ্টি রবিতে, সতর্কতা ৯টিতে, বিশ্বকর্মা পুজোয় ভাসাবে নিম্নচাপ? ‘ডাক্তাররাই আমাদের হিরো…’, কান্না পাচ্ছে সৌরভের, ফিল্ম ইন্ডাস্ট্রিকে খোঁচা রানার ডেভিস কাপে চাপে ভারত! প্রথম দিনেই জোড়া ম্যাচে হার বালাজি-রামকুমারের! ‘সন্দীপের গ্রেফতারির খবর পাওয়ায় হয়তো আমাদের সঙ্গে মিটিংয়ের সাহস হয়নি’ ‘‌ধরা যাক কলতান দার কথোপকথন সত্যি’‌, এবার বিস্ফোরক পোস্ট করলেন দীপ্সিতা সচিন-সৌরভ BCCI-কে বলুক দল পাঠাতে! চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আবেদন মঈন খানের… লাকের গল্প চুরি করে তৈরি ‘স্কুইড গেম', পরিচালকের অভিযোগের জবাব নেটফ্লিক্সের টাইগার বধে মুখিয়ে ভারত, চেন্নাইয়ে জোরকদমে চলছে প্রস্তুতি, ভিডিয়ো প্রকাশ্যে প্রথম শ্রেণির খেলায় পয়লা ফাইফার, হঠাৎ প্রচারের আলো অংশুল কম্বোজের ওপর আনোয়ার মামলা শুনানির সময় গাড়ি চালাচ্ছেন ডেপুটি চেয়ারম্যান! মঙ্গলবারই সিদ্ধান্ত?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.