বাংলা নিউজ > ক্রিকেট > IPL 2024-'স্কোরের সামনে ৩ বসালে'…সানরাইজার্স হায়দরাবাদকে নতুন টার্গেট দিলেন হেড

IPL 2024-'স্কোরের সামনে ৩ বসালে'…সানরাইজার্স হায়দরাবাদকে নতুন টার্গেট দিলেন হেড

আরসিবির বিপক্ষে শতরানের পর ট্রাভিস হেড। সৌঃ আইপিএল (IPL)

দলের ২৮৭ রানেও সন্তুষ্ট নন হেড, বলছেন রানের সামনে একটা ৩  বসালে ভালো।টার্গেট নিয়েই ফেলেছেন এবারের আইপিএলে হায়দরাবাদের হয়ে ৩০০ রানের গণ্ডি টপকে দেওয়ার।টি২০তে এক ইনিংসে সর্বোচ্চ ৩১৪ করার রেকর্ড রয়েছে নেপালের।তাঁরা মঙ্গোলিয়ার বিপক্ষে করেছিল এই রান। বোধ হয় সেই রেকর্ডই ভাঙার অঙ্গিকার নিয়ে ফেলেছেন হেড

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচে মেরেছেন ৮টি ওভার বাউন্ডারি এবং ৯টি বাউন্ডারি। করেছেন ৪১ বলে ১০২ রান।  তার দল করেছে ২০ ওভারে ৩ উইকেটে ২৮৭ রান। আর তাতেও বোধ বয় খুশি হতে পারছেন না ট্রাভিস হেড। বলছেন সামনে একটা ৩ থাকলে ভালো হয়। অবশ্য মজা করেই তিনি কথাটা বলেছেন। তবে একজন ক্রিকেটারের ঠিক কতটা রানের খিদে থাকতে পারে, তা অবশ্য এই অস্ট্রেলিয়ান ওপেনারের কথা থেকেই স্পষ্ট। 

আরও পড়ুন-মহিলাকে মারধর, নিজেকে মানসিক রোগী দাবি করেও মিলল না জামিন,আদালতেই অসুস্থ স্লেটার

আইপিএলে খেলার আগে ভারতে বিশ্বকাপ খেলে গেছেন। মাঠ এবং পিচের সঙ্গে আগেই পরিচিত ছিলেন। বিশ্বকাপ ফাইনালে তার শতরানেই স্বপ্নভঙ্গ হয় ভারতের। সেই ভারতের মাটিতে ফের শতরান করলেন ট্রাভিস হেড। এবার অবশ্য আরসিবির কাপ জয়ের স্বপ্ন ভঙ্গের কোনও বিষয় ছিল না। একান্তই ছিল সম্মানরক্ষার। সেখানে হেডরা যে কাজটা করলেন, তাতে লজ্জা আরও বেড়েই গেল আরসিবির। মুম্বইয়ের বিপক্ষে কদিন আগেই আইপিএলে সর্বোচ্চ ২৭৭ রান করেছিল সানরাইজার্স হায়দরাবাদ। সেই ম্যাচেও বিধ্বংসী ইনিংস খেলেছিলেন ট্রাভিস হেড এবং অভিষেক শর্মা। হেড করেছিলেন অর্ধশতরান। এবার আইপিএলে আরসিবির বিপক্ষে করলেন শতরান। একইসঙ্গে আইপিএলে কোনও দল সবথেকে বেশি রান করল বেঙ্গালুরুর বিপক্ষে। আইপিএলে সব থেকে কম রান করার রেকর্ড এতদিন ছিল বিরাট কোহলির দলের। এবার আইপিএলে এক ইনিংসে সব থেকে বেশি রান দেওয়ারও লজ্জার নজির গড়ল বেঙ্গালুরু। 

আরও পড়ুন-IPL 2024-'আমি গিয়ে ফ্যাফকে বললাম'…মানসিক ও শারীরিকভাবে ফিট হতে আইপিএল থেকে বিরতি ম্যাক্সওয়েলের

এতেও নাকি সন্তুষ্ট নন হেড, বলছেন রানের সামনে একটা ৩ দরকার ছিল। বোধ হয় তিনি টার্গেট নিয়েই ফেলেছেন এবারের আইপিএলে হায়দরাবাদের হয়ে ৩০০ রানের গণ্ডি টপকে দেওয়ার। টি২০তে এখনও পর্যন্ত এক ইনিংসে সর্বোচ্চ ৩১৪ রান করার রেকর্ড রয়েছে নেপালের। তাঁরা মঙ্গোলিয়ার বিপক্ষে করেছিল এই রান। এবার বোধ হয় সেই রেকর্ডই ভাঙার অঙ্গিকার নিয়ে ফেলেছেন হেড।

সাংবাদিকদের তরফ থেকে তাঁকে প্রশ্ন করা হয় সানরাইজার্সের লক্ষ্য নিয়ে। তখনই হেড বলেন, ‘স্কোরের সামনে একটা ৩ বসালে ভালো হয়। আমরা সত্যিকারের ব্যাটিং শক্তি দেখিয়েছি। প্যাট কামিন্স এবং ড্যানিয়েল ভেত্তোরি চাপ দেয় বড় রানের জন্য। সেটাই করে দেখিয়েছি। দলের মিডল অর্ডারে ক্লাসেন, সামাদের মতো স্ট্রাইকাররা আছে। সেই কারণে এখনও পর্যন্ত দলের যেই রান প্রয়োজন জয়ের জন্য, সেটা অর্জন করতে পেরেছি। অভিষেক উঠতি ক্রিকেটার, কিন্তু ওর সাহস আছে’। 

আরও পড়ুন-IPL 2024-‘ওদের ধোনি আছে উইকেটের পিছনে’,হার্দিকের কথায় অন্তর্কলহের গন্ধ পাচ্ছেন গিলক্রিস্ট

হেডের প্রশংসা শোনা যায় ম্যাচে অর্ধশতরান করা ক্লাসেনের গলাতে। ক্লাসেন বলেন, হেড যেভাবে প্রতি ম্যাচে ভালো শুরু করে দিচ্ছে তারপর তাঁদের খেলতে সুবিধাই হচ্ছে। সেই কারণে আরসিবির বিপক্ষে হেডকেই বেশি বল খেলতে দিচ্ছিলেন তিনি। একদিক থেকে অস্ট্রেলিয়ার এই ওপেনার মারতে থাকায় , সেট হওয়ার সময় পেয়েছেন বলে জানাচ্ছেন প্রোটিয়াদের এই তারকা ব্যাটার।

ক্রিকেট খবর

Latest News

শ্রীলঙ্কা সফরের জন্য উইন্ডিজের ODI ও T20I দল ঘোষণা, টিমে নেই এই চার সুপারস্টার তিলোত্তমার ন্যায়বিচারের আশায় এবার দেবীর আরাধনা লণ্ডনের প্রবাসী বাঙালিদের 'পথে এবার নামো সাথী' গানে রাস্তাতে নাচলেন শ্রীলেখা, লিখলেন, ‘জানি মোটা লাগছে…' সপ্তমীর দুপুর জমে যাক চিংড়ি পোস্তর সাথে, রাঁধবেন কীভাবে? গণতন্ত্রে বিশ্বাসী রূপা চান তৃণমূলের 'ভালো নেতা'দের ভোট দিয়ে জেতাক মানুষ আগামিকাল কেমন কাটবে? রবিবারে ভাগ্যের সাহায্য পাবেন? জানুন ৬ অক্টোবরের রাশিফল অ্যামেলিয়াও জানত ও আউট…এখনও রান আউট নিয়ে হাহুতাশ করে যাচ্ছে ভারত দুরন্ত বেথ মুনি, অস্ট্রেলিয়ার সহজ জয়! সেমির দৌড় থেকে ছিটকে যেতে পারে শ্রীলঙ্কা অষ্টমীতে জম্পেশ ভূরিভোজ চাই? সরষে চিকেন রাখুন মেনুতে, রইল রেসিপি সত্যিকারের এক ব্যাঙ্ক ডাকাতকে নিয়ে তৈরি বহুরূপী! শিবপ্রসাদ বললেন, ‘সে এখন…’

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.