একেই ১০ ওভারের ম্যাচে ধুমধাড়াক্কা ব্যাটিং দেখা যায়। ওভার প্রতি ১০-১২ রান ওঠা টি-১০ ক্রিকেটে নিতান্ত স্বাভাবিক বিষয়। তার উপর সেই ম্যাচ যদি কমে দাঁড়ায় ৫ ওভার প্রতি ইনিংসে, তাহলে ক্রিকেটপ্রেমীদের নড়েচড়ে বসাই স্বাভাবিক। শুক্রবার চলতি ইউএস টি-১০ মাস্টার্সে দেখা গেল তেমনই একটি ম্যাচ।
ক্যালিফোর্নিয়া নাইটস বনাম নিউ জার্সি ট্রাইটনসের মধ্যে লিগের ১৯তম ম্যাচটি বৃষ্টির জন্য কমে দাঁড়ায় ৫ ওভার প্রতি ইনিংসে। আরও উল্লেখযোগ্য বিষয় হল, এই ম্যাচে সম্মুখসমরে নামেন দুই পাঠান ভাই ইউসুফ ও ইরফান। শেষমেশ দাদা ইউসুফের দলকে হারিয়ে ম্যাচের নায়ক হন ভাই ইরফান পাঠান।
ফ্লোরিডায় টস জিতে নিউ জার্সির ক্যাপ্টেন গৌতম গম্ভীর শুরুতে ব্যাট করতে পাঠান ক্যালিফোর্নিয়াকে। অ্যারন ফিঞ্চের নেতৃত্বাধীন ক্যালিফোর্নিয়া নির্ধারিত ৫ ওভারে ১ উইকেটের বিনিময়ে ৭৬ রান সংগ্রহ করে। অর্থাৎ, ওভার প্রতি ১৫.২০ রান তোলে তারা। ইরফান পাঠান ৪টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১৩ বলে ৩১ রানের মারকাটারি ইনিংস খেলে অপরাজিত থাকেন। ২টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১০ বলে ২৪ রান করে নট-আউট থাকেন অ্যাশলে নার্স।
ক্যাপ্টেন ফিঞ্চ ৩টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৭ বলে ১৯ রান করে আউট হন। নিউ জার্সির লিয়াম প্লাঙ্কেট ১ ওভারে ১০ রান খরচ করে একমাত্র উইকেটটি তুলে নেন। আরপি সিং ১ ওভার বল করে ১৩ রান খরচ করেন। অভিমন্যু মিঠুনও ১ ওভারে ১৩ রান খরচ করেন।
পালটা ব্যাট করতে নেমে নিউ জার্সি নির্ধারিত ৫ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ৫২ রানের বেশি সংগ্রহ করতে পারেনি। ফলে তারা ম্যাচ হারে ২৪ রানের ব্যবধানে। ইউসুফ পাঠান ১টি বাউন্ডারির সাহায্যে ২ বলে ৪ রান করে আউট হন। ১টি ছক্কার সাহায্য়ে ১১ বলে ১৪ রান করেন জেসি রাইডার। ৪টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৫ বলে ২৯ রান করেন ক্রিস বার্নওয়েল। পিটার ট্রেগো ও ক্যামেরন ডেলপোর্ট উভয়েই ব্যক্তিগত ১ রানে অপরাজিত থাকেন।
ক্যালিফোর্নিয়ার বেন লাফলিন ১ ওভারে ৭ রান খরচ করে ২টি উইকেট তুলে নেন। ১ ওভারে ১১ রান খরচ করে ১টি উইকেট পকেটে পোরেন পবন সূয়ল। ইরফান ১ ওভার হাত ঘুরিয়ে ১৩ রান খরচ করে। কোনও উইকেট পাননি তিনি। ম্যাচের সেরা হন ইরফান।