KS Bharat dedicated his hundred to Lord Ram: টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানকে ক্লিন সুইপ করার পর এবার ইংল্যান্ডের বিরুদ্ধে নিজেদের ঘরের মাঠে পাঁচ ম্যাচের টেস্টে সিরিজ খেলবে ভারতীয় দল। ঘরের মাঠে সিরিজের প্রথম ভারত ‘এ’ দলের হয়ে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে বিস্ফোরক সেঞ্চুরি করেছিলেন টিম ইন্ডিয়ার উইকেটরক্ষক কেএস ভরত। এই ইনিংসের সুবাদে সমস্যায় পড়া ভারত ‘এ’ দল ম্যাচটি ড্র করতে সফল হয়েছে। ব্রিটিশদের বিরুদ্ধে এই শতরানটি একটি বিশেষ উপায়ে সেলিব্রেশন করেছেন কেএস ভরত। ব্রিটিশদের বিরুদ্ধে সেঞ্চুরিটি করার পরে তিনি নিজের শতরানকে ভগবান শ্রী রামকে উৎসর্গ করেছিলেন।
সেঞ্চুরি করার পরে মাঠে তীর-ধনুক মেরে সেঞ্চুরি উদযাপন করেন তিনি। পরে জানা যায় যে সেই সময়ে কেএস ভরত নিজের শতরানটি শ্রী রামকে উৎসর্গ করেছিলেন। সেই ভিডিয়ো বর্তমানে বেশ ভাইরাল হচ্ছে। ২২ জানুয়ারি অযোধ্যার রামমন্দিরে প্রাণ-প্রতিষ্টা অনুষ্ঠিত হবে। রাম লালার এই মহাউৎসবের আগে কেএস ভরতের এমন সেলিব্রেশন সকলের মন জিতেছে।
টিম ইন্ডিয়া বছরের প্রথম টেস্ট সিরিজের জন্য প্রস্তুত। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ খেলার আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট খেলেছেন তিনি। নতুন বছরে এটাই হতে চলেছে ভারতের প্রথম টেস্ট সিরিজ। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ম্যাচটি গত বছর এবং দ্বিতীয় ম্যাচটি হয়েছিল নববর্ষে। এবার ব্রিটিশদের বিরুদ্ধে ৫ ম্যাচের টেস্ট সিরিজে খেলতে নামবে তারা। তবে তার আগে, ভারতীয় উইকেটরক্ষক কেএস ভরত ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে একটি কঠিন সেঞ্চুরি করেছিলেন এবং ম্যাচটিকে ড্রয়ের পথে নিয়ে গিয়েছিলেন।
ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে করা সেঞ্চুরিটি শ্রী রামকে উৎসর্গ করেছিলেন ভরত-
ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে অনানুষ্ঠানিক টেস্ট ম্যাচের শেষ দিনে ভারতীয় উইকেটরক্ষক কেএল ভরত ১১৬ রানের ইনিংস খেলেন। ৪৯০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভরত দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ৪২৬ রান করেন। আম্পায়ার ম্যাচটি ড্র ঘোষণা করে। তৃতীয় দিনে ভারত ‘এ’ দল ৪ উইকেটে ১৫৯ রান করেছিল এবং পরাজয়ের শঙ্কায় ছিল তাদের সামনে। মানব সুথারকে সঙ্গে নিয়ে দলকে হারের হাত থেকে দলকে রক্ষা করেন কেএস ভরত।
১৬৫ বলের মোকাবেলা করে কেএস ভরত ১১৬ রানের অপরাজিত ইনিংস খেলেন। এই ইনিংসে তিনি মোট ১৫টি চার মারেন। ভারতীয় উইকেটরক্ষক ব্যাটার মানবের সঙ্গে পঞ্চম উইকেটে ৬১ রানের জুটি গড়েন ভরত। সেঞ্চুরি পূর্ণ করার পর ভরতের সেলিব্রেশনটা ছিল সম্পূর্ণ ভিন্ন। মাঠে তীর-ধনুক মেরে সেঞ্চুরি উদযাপন করেন তিনি। তাঁর এই শতকটি শ্রী রামকে উৎসর্গ করা হয়েছিল। ২২ জানুয়ারি অযোধ্যার রামমন্দিরে প্রাণ-প্রতিষ্টা অনুষ্ঠিত হবে। রাম লালার এই মহাউৎসব উদযাপনে মগ্ন রয়েছে গোটা দেশ। রাম লালার এই মহাউৎসবের আগেই শ্রীরামকে নিজের শতরান উৎসর্গ করলেন বাইশ গজের ভরত।