বাংলা নিউজ > ক্রিকেট > Vijay Hazare Trophy 2023: পঞ্জাবের বিরুদ্ধে সেঞ্চুরি অনুষ্টুপের, ভাঙলেন সৌরভের নজির, জিতে নকআউটে বাংলা

Vijay Hazare Trophy 2023: পঞ্জাবের বিরুদ্ধে সেঞ্চুরি অনুষ্টুপের, ভাঙলেন সৌরভের নজির, জিতে নকআউটে বাংলা

অনুষ্টুপ মজুমদার।

৮৫ রানে ৬ উইকেট হারিয়ে বাংলা যখন প্রবল চাপে, তখন ত্রাতা হয়ে ওঠেন অনুষ্টুপ মজুমদার। পাশে পান করণ লালকে। তাঁরা সপ্তম উইকেটে ১৪৫ রান যোগ করে। যেটা বাংলার জন্য বড় অক্সিজেন হয়। অনুষ্টুপ ১১৬ বলে অপরাজিত ১১১ রানের দুরন্ত একটি ইনিংস খেলেন। নিঃসন্দেহে অনুষ্টুপের এই ইনিংসটি না থাকলে বাংলাকে এদিন হারতে হত।

বিজয় হাজারে ট্রফিতে বাংলা একমাত্র তামিলনাড়ুর কাছেই ল্যাজেগোবরে হয়ে হেরেছিল। সেই ম্যাচটি বাদ দিলে, বাকি পাঁচটি ম্যাচেই বাংলা লড়াকু পারফরম্যান্স করে জয় ছিনিয়ে নিয়েছে। আর মঙ্গলবার পঞ্জাবকে ৫২ রানে হারিয়ে প্রি-কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল লক্ষ্মীরতন শুক্লার টিম। তারা তাদের গ্রুপ ‘ই’র শীর্ষে থেকে শেষ করলেও, গ্রুপের দ্বিতীয় দল হিসাবেই প্রি-কোয়ার্টারে জায়গা পেল। কারণ তামিলনাড়ু আর বাংলার পয়েন্ট সমান। তবে নেটরানরেটে এগিয়ে ছিল বাংলাই। কিন্তু হেড টু হেডে পিছিয়ে পড়েছেন সুদীপ ঘরামিরা।

পঞ্জাবের বিরুদ্ধে ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করে বাংলা তোলে ২৪২ রান। তবে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম বলেই বড় ধাক্কা খায় বাংলা। হাবিব গান্ধী প্রথম বলেই সাজঘরে ফিরে যান। এর পরেও উইকেট পতন আটকায়নি বাংলার। ৩৭ রানে দ্বিতীয় উইকেট হারায় তারা। ৩৯ রানে পরপর দুই উইকেট পড়ে। অর্থাৎ ৪০ হওয়ার আগেই ৪ উইকেট হারিয়ে বসে থাকে বাংলা। ১০০ রানের মধ্যে পড়ে আরও ২ উইকেট।

আরও পড়ুন: হার্দিককে নিয়ে তাড়াহুড়ো নয়, তারকা অলরাউন্ডারের জন্য ১৮ সপ্তাহের বিশেষ রুটিন তৈরি করল NCA

৮৫ রানে ৬ উইকেট হারিয়ে বাংলা যখন প্রবল চাপে, তখন ত্রাতা হয়ে ওঠেন অনুষ্টুপ মজুমদার। পাশে পান করণ লালকে। তাঁরা সপ্তম উইকেটে ১৪৫ রান যোগ করে। যেটা বাংলার জন্য বড় অক্সিজেন হয়। অনুষ্টুপ ১০টি চারের হাত ধরে ১১৬ বলে অপরাজিত ১১১ রানের দুরন্ত একটি ইনিংস খেলেন। নিঃসন্দেহে অনুষ্টুপের এই ইনিংসটি না থাকলে বাংলাকে এদিন হারতে হত। সেই সঙ্গে অনুষ্টুপ ভেঙে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের নজিরও। লিস্ট-এ ক্রিকেটে পঞ্জাবের বিরুদ্ধে বাংলার ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ স্কোরের মালিক হলেন অনুষ্টুপ। এর আগেই এই নজির ছিল সৌরভের ঝুলিতে। তিনি ২০০৫-০৬ মরশুমে লিস্ট-এ-র ম্যাচে ৮৯ রান করেছিলেন। সেই রেকর্ডই মঙ্গলবার ভেঙে নয়া নজির গড়লেন অনুষ্টুপ। পঞ্জাবের বিরুদ্ধে লিস্ট-এ-র ম্যাচে সেঞ্চুরি করা বাংলার প্রথম প্লেয়ার হলেন অনুষ্টুপই।

আটে নেমে অনুষ্টুপের সঙ্গে পাল্লা দিয়ে লড়াই করেছেন করণ লালও। করণ যদি ক্রিজে না টিকতে পারতেন, তবে অনুষ্টুপ অপরাজিত থেকেও কিছু করতে পারতেন না। তাই করণের কৃতিত্ব কিন্তু কোনও অংশে কম নয়। সাতটি চার, দু'টি ছয়ের হাত ধরে করণ লাল ৬৩ বলে ঝকঝকে ৬৬ রান করেন। এছাড়া অধিনায়ক সুদীপ ঘরামি করেন ২৬ রান। শাহবাজ আহমেদ ১৬ রান করেন। বাকি আর কোনও ব্যাটার ১০ রানের গণ্ডি পার করতে পারেননি। নির্দিষ্ট ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে বাংলা করে ২৪২ রান। পঞ্জাবের বলতেজ সিং একাই ৫ উইকেট তুলে নেন। ১০ ওভার বল করে দেন ৩৫ রান। একটি করে উইকেট নিয়েছেন সিদ্ধার্থ কৌল, অভিষেক শর্মা, প্রেরিত দত্ত এবং ময়াঙ্ক মারকন্ডে।

আরও পড়ুন: শেষ ওভারে বল করতে আসার আগে সূর্যের পরামর্শই চাপ গায়েব করে দিয়েছিল- দাবি আর্শদীপের

রান তাড়া করতে নেমে পঞ্জাব শুরুটা বেশ ঝোড়ো মেজাজেই করেছিল। ৩.২ ওভারে প্রথম উইকেট হারানোর আগে ২৯ রান করেও ফেলেছিল তারা। কিন্তু ১১ বলে ১৬ করে আগুনে মেজাজে থাকা অভিষেক শর্মাকে ফিরিয়ে পঞ্জাবকে বড় ধাক্কাটা দেন বাংলার মহম্মদ কাইফ। এখানেই কিছুটা গতি প্রতিহত হয় পঞ্জাব ব্যাটারদের। এর পরেই পঞ্জাবের আর এক ওপেনার প্রভসিমরন সিং-কে ফেরান শাহবাজ আহমেদ। ১৮ বলে ৩১ রান করে ফেলেছিলেন প্রভসিমরন। দলের ৫৬ রানের মধ্যে এই দু'টো ধাক্কা পঞ্জাবকে কিছুটা চাপে ফেলে। তবে সেই চাপ কাটাতে পঞ্জাব পাল্টা আগ্রাসনের পথ বেছে নেয়। আর এতেই একের পর এক উইকেট হারাতে থাকে তারা। শেষ পর্যন্ত ২৪.১ ওভারে পঞ্জাব ১৯০ রান করে ফেললেও, অলআউট হয়ে এখানেই থেমে যায় তাদের ইনিংস।

পঞ্জাবের হয়ে সর্বোচ্চ রান করেছেন সনভীর সিং। তিনি ২৪ বলে ৩৫ করেছেন। অধিনায়ক মনদীপ সিং ৩১ বলে ২৭ রান করেছেন। ১৭ বলে ১৩ করেছেন সিদ্ধার্থ কৌল। এঁদের বাইরে বাকিরা কেউ ২০ রানের গণ্ডি টপকাতে পারেননি। বাংলার হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন শাহবাজ আহমেদ এবং কৌশিক মাইতি। ২টি করে উইকেট নিয়েছেন মহম্মদ কাইফ এবং প্রদীপ্ত প্রামাণিক।

নক আউটের সব ম্যাচগুলিই হবে রাজকোটে। ৯ ডিসেম্বর থেকে শুরু প্রি-কোয়ার্টার ফাইনালের ম্যাচ। প্রি-কোয়ার্টারে বাংলা গুজরাটের মুখোমুখি হবে। কোয়ার্টার ফাইনালের খেলা ১১ ডিসেম্বর। ফাইনাল হবে ১৪ ডিসেম্বর।

ক্রিকেট খবর

Latest News

বাড়িতে ঝঞ্ঝাট লেগেই আছে? ঘরে নেগেটিভ এনার্জি আনে এই ৪ জিনিস, বলছে বাস্তুশাস্ত্র ২১ দিনে ৭ কেজি মেদ ঝরিয়েছেন! ইনস্টাগ্রামে দাবি পুষ্টিবিদের, রইল তাঁর ওজন কমানোর বুধের দিক পরিবর্তন, ৩ রাশির ভাগ্যকে করবে উজ্জ্বল, কেরিয়ারে আসতে চলেছে নতুন সুযোগ নিম্নচাপ থাকবে মঙ্গলেই! কবে-কবে বৃষ্টি হবে বাংলায়? কুয়াশাও পড়বে, বাড়বে ঠান্ডা চিনের মদতে পাকিস্তানি নৌসেনার আশ্চর্যজনক বাড়বৃদ্ধি! নজর রাখছে ভারত শুক্রের মকরে গমন, মঙ্গলের বক্রী অবস্থান, কী প্রভাব ফেলবে? দেখুন সাপ্তাহিক রাশিফল হোটেলে থাকতে দেব না, খাবারও নয়, বাংলাদেশি পর্যটকদের বয়কট ত্রিপুরায় অ্যানিম্যাল-এর বর্ষপূর্তি! ইন্টারনেটে ভাইরাল-ক্যামেরার পিছনের দৃশ্য ‘আমি একেবারেই পাত্তা দিই না ওঁকে’, ডুয়া লিপাকে নিয়ে কটাক্ষ অভিজিৎ ভট্টাচার্যের মেয়ের সঙ্গে লাস্ট ডেট! ‘আই ডোন্ট ওয়ান্ট টু টক’ দেখে আবেগে ভাসলেন অনুরাগ কাশ্যপ

IPL 2025 News in Bangla

CSK নয়, ড্যাডস আর্মি এবার কলকাতা,IPL 2025-এ সব থেকে বুড়ো দল নিয়ে মাঠে নামবে KKR অবাক করলেন RCB-র নতুন ব্রিটিশ তারকা! কোহলির সঙ্গে খেলতে মুখিয়ে জেকব বেথেল IPLর আগে রাসেলকে প্রস্তাব অন্য ফ্র্যাঞ্চাইজির… বলা হয় রিলিজ নিতে! কি বলেন রাসেল? বুড়ো হাড়ে ভেল্কি! ৪০-এও ফুল ফিট ডুপ্লেসি! আবু ধাবি T10-এ একহাতে নিলেন ক্যাচ… IPL 2025-এ PBKS যেন মিনি অস্ট্রেলিয়া! ম্যাক্সওয়েলদের কেনার কারণ বললেন পন্টিং প্রায় ২৪ কোটির বেঙ্কটেশ নন, IPL 2025-এর ক্যাপ্টেন ঠিক করে ফেলল KKR! হটসিটে কে? যেটা চেয়েছিলাম সেটাই হয়েছে! প্রধানমন্ত্রী একাদশের বিপক্ষে ম্যাচ জিতে বললেন রোহিত ‘তুমি চিরকাল আমাদের পকেট ডায়নামো থাকবে’ SRH-এ যাওয়া ইশানকে বার্তা MIএর হার্দিকের ১৩ কোটি পার্স নিয়েও ৯ কোটি পর্যন্ত বিড! CSKতে মুগ্ধ দীপক চাহার! মাহিকেও ধন্যবাদ… দেশের হয়ে মাঠে নামার পরের দিনই T10 লিগে গজনফর, খেলছেন একই সঙ্গে ২টি টুর্নামেন্ট

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.