বাংলা নিউজ > ক্রিকেট > IND vs ENG: কোহলির অহংকার গুঁড়িয়ে দিতে তৈরি, হুঙ্কার দিয়ে রাখলেন ইংরেজ তারকা

IND vs ENG: কোহলির অহংকার গুঁড়িয়ে দিতে তৈরি, হুঙ্কার দিয়ে রাখলেন ইংরেজ তারকা

বিরাট কোহলি। ছবি-পিটিআই (PTI)

আগামী সপ্তাহে শুরু হচ্ছে ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজ। এই সিরিজ শুরুর আগে হুঙ্কার দিয়ে রাখলেন ইংরেজ তারকা।

ক্রিকেট জগতে একটি বড় পরিচিতি গড়ে নিয়েছেন টিম ইন্ডিয়ার তারকা ব্যাটার তথা প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। দীর্ঘ দেড় দশক ধরে তিনি ব্যাট হাতে খেলে চলেছেন একের পর এক বড় ইনিংস। বহু কঠিন পরিস্থিতি থেকে তিনি ম্যাচ জিতিয়েছেন ভারতকে। পাশাপাশি ঝুলিতে রয়েছে অসংখ্য অর্ধশতরান ও শতরান। তিনি ক্রিজে এলেই এখন রীতিমতো আতঙ্ক ফুটে ওঠে বিপক্ষ দলের বোলারদের মুখের মধ্যে। তবে এবার বিরাট কোহলিকে নিয়ে একটি বড় মন্তব্য করে বসলেন ইংল্যান্ডের তারকা বোলার ওলি রবিনসন। এক সাক্ষাৎকারে তিনি দাবি করলেন যে বিরাটের মধ্যে রয়েছে ইগোর সমস্যা। তবে এখানেই শেষ নয় তিনি আরো জানিয়েছেন যে বিরাটের মোকাবিলা করতে প্রস্তুত গোটা দল।

বৃহস্পতিবার, অর্থাৎ ২৫ জানুয়ারি শুরু হচ্ছে ভারত বনাম ইংল্যান্ডের পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। প্রথম ম্যাচটি খেলা হবে হায়দরাবাদে। ইতিমধ্যে, প্রস্তুতি নিয়ে ব্যস্ত দুই শিবির। ইংল্যান্ডের তরফ থেকে প্র্যাকটিসের ভিডিয়ো ছাড়া হয়েছে সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে, যেখানে রীতিমতো নেটে ঘাম ঝরাতে দেখা যাচ্ছে দলের ক্রিকেটারদের। তবে সিরিজ শুরুর আগে ক্রিকইনফোর সঙ্গে এক সাক্ষাৎকারে বিরাট কোহলি কে নিয়ে মুখ খুললেন দলের তারকা পেসার ওলি রবিনসন।

তিনি বলেন, 'দেখুন বড় ক্রিকেটারদের সঙ্গে খেলতে সকলেই পছন্দ করে। শুধু তাই নয় একজন জনপ্রিয় ব্যাটারকে আউট করা সকল বোলারের স্বপ্ন এবং এই তালিকাতেই পড়ে বিরাট কোহলি। ও নিঃসন্দেহে এই মুহূর্তে বিশ্বের সেরা ব্যাটার। তবে ওর মধ্যে যেটা রয়েছে সেটা হলো ইগো সমস্যা। এই মুহূর্তে আমাদের দল যেই অবস্থা দিয়ে যাচ্ছে তাতে ওর আসল লক্ষ্য হবে আমাদের বিরুদ্ধে হাতখুলে রান করা। তবে সত্যি বলতে গেলে এর আগে ওর মুখোমুখি আমরা বহুবার হয়েছি। সুতরাং এবারও আমরা বিরাটের মুখোমুখি হতে প্রস্তুত।'

পাশাপাশি, ইংল্যান্ড পেসার এই সাক্ষাৎকারে প্রশংসা করেন টিম ইন্ডিয়ার তারকা পেসার মহম্মদ শামিরও। রবিনসন বলেন, 'এই মুহূর্তে টিম ইন্ডিয়ার বোলারদের মধ্যে সবার সেরা আমি মনে করি মহম্মদ শামিকে। ও কেমন বলার এখন সকলেই সেটা জেনে গিয়েছে। বিশেষ করে ও যে একদম সোজাসুজি ভাবে বল সিম করায়, এটা আমার খুব ভালো লাগে। ওটাই আমি এই মুহূর্তে মন দিয়ে প্র্যাকটিস করছি। তাছাড়া ইশান্ত শর্মার বোলিংয়ের দিকেও আমি নজর দিয়েছি। ইশান্তও একজন ভালো বোলার। ও সাসেক্সে খেলেছে। ভারতের হয়ে ভালো পারফর্ম করেছে বহুবার ইশান্ত প্রথমের দিকে। ও অনেক লম্বা। আমার মতোই হাইট হবে ওর।'

Haryana and JNK Election Haryana and JNK Election
ক্রিকেট খবর

Latest News

ফুচকা থেকে খিচুড়ি, ঋতুপর্ণার পুজোর মেনুতে থাকছে কী? কবে কী প্ল্যান করলেন? বাবা কানাডায় ট্রাকচালক! অজিদের বিরুদ্ধে ১১ নম্বরে নেমে শতরান সেই ভারতীয় তরুণের মহাষ্টমীতে লক্ষ্মী নারায়ণ যোগের বিশেষ সংযোগ, আচমকা অর্থ লাভ হবে ৫ রাশির পুজোয় ভিড় সামলাতে একাধিক ব্যবস্থা শিয়ালদা-হাওড়ায়, ট্রেনে ওঠার আগে জানুন বিশদ বন্ধ হয় ২০০৬ সালে, কলকাতা থেকে নতুন করে চালু হবে সেই আন্তর্জাতিক ফ্লাইট মা-বোনেরা ধর্ষিতা হচ্ছেন, খুন হচ্ছেন, আর আমার এখানে দুর্গাপুজো হচ্ছে…: শ্রীলেখা পুজোর সময় লোকাল বাতিলের প্রতিবাদে অবরোধ, শিয়ালদা দক্ষিণে ব্যাহত রেল পরিষেবা ‘প্রতিটা সূর্যোদয় যেন এক একটা উপহার…’ মলদ্বীপে ছুটির মেজাজে সোনম! বচ্চন পরিবারের রান্নাঘরের রাশ জয়ার হাতেই! KBC-তে অমিতাভ বললেন, ‘৫০ বছর পরেও…’ ১০৩০০ থেকে বেতন বেড়ে ২৫০০০! পুজোর মাসে বড় প্রাপ্তি, কালীঘাটে সরকারি কর্মীরা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.