সম্প্রতি আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন প্রাক্তন প্রোটিয়া তারকা ডিন এলগার। দীর্ঘদিন ধরে তিনি দক্ষিণ আফ্রিকার টেস্ট দলের একটি স্তম্ভ হিসেবে ছিলেন। নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে, একা হাতে তিনি জিতিয়েছিলেন বহু ম্যাচ। ঝুলিতে রয়েছে একাধিক অর্ধশতরান ও শতরান। একসময়ে বিশ্বের তাবড় তাবড় বোলিং আক্রমণের বিরুদ্ধে তিনি খেলেছেন বেশকিছু নজরকাড়া ইনিংস। তবে এবার প্রাক্তন টেস্ট ক্রিকেটার মুখ খুললেন বিরাট কোহলির সঙ্গে তাঁর একটি ঘটনা। 'ব্যান্টার উইথ দ্যা বয়েজ' পডকাস্টে তিনি জানালেন যে প্রথমবার যখন তিনি কিং কোহলির মুখোমুখি হয়েছিলেন, বিরাট রীতিমতো তাঁর দিকে থুথু ফেলেন। এখানেই শেষ নয়, এলগার আরও জানিয়েছেন যে তিনিও পাল্টা বিরাটকে কথা শুনিয়েছিলেন এই কীর্তির জন্য।
ডিন এলগার বলেন, 'ভারতের পিচগুলো সত্যি খুব হাস্যকর। ওখানকার পরিস্থিতিতে খেলা সম্পর্কে আমি কিছু বলতে চাই না। তবে ঘটনাটা ঘটেছে যখন আমি ব্যাটিং করতে আসি। টিম ইন্ডিয়ার দুই স্পিনার রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিন আমার দিকে তাকিয়ে রয়েছিল। বিরাট কোহলিও আমাকে দেখছিল। তবে কোহলি যেন আমার দিকে থুথু ফেললো। এটা দেখে আমি রীতিমতো রেগে যাই এবং ওকে দুটো কথাও শুনিয়ে দি।"
পাশাপাশি, প্রাক্তন প্রোটিয়া তারকা এটাও জানিয়েছেন ঠিক কি কারনে বিরাট এমন কীর্তি করেছিলেন। এলগার বলেন, 'তবে হ্যাঁ, এটা ও করেছিল কারণ ওই সময় ওর দল আরসিবির অধিনায়ক ছিলেন এবি ডিভিলিয়ার্স। ও সেটা বুঝতেও পেরেছিল। আমি ওকে স্পষ্টভাবে জানাই যে এই কাজটা ও যদি ফের করে, তাহলে আমার চেয়ে খারাপ কেউ হবে না। তবে দিনের শেষে আমি নিজেকেও নিয়ন্ত্রণে নিয়ে আনি, কারণ আমরা ভারতের মাটিতে খেলছিলাম। তাই একটু বুঝে-শুনে চলি।'
প্রসঙ্গত, সদ্য দক্ষিণ আফ্রিকার মাটিতে একদিনের, টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজ খেলে এসেছে টিম ইন্ডিয়া। প্রথমে টি-টোয়েন্টি সিরিজ ড্র, তারপর একদিনের সিরিজের জয় এবং অবশেষে টেস্ট সিরিজ ড্র করে টিম ইন্ডিয়া। তবে টেস্ট সিরিজ শেষে বিরাট কোহলি একটি বিশেষ উপহার দেন ডিন এলগারকে। নিজের সই করা একটি জার্সি কিং কোহলি উপহার দেন প্রাক্তন প্রোটিয়া তারকাকে। পাশাপাশি, এলগারও প্রশংসা করেছিলেন বিরাটের। দুই দলের তারকাদের এই সুন্দর সম্পর্ক দেখে প্রশংসা করেছিল সকল ক্রিকেটপ্রেমীরা।