বাংলা নিউজ > ক্রিকেট > 2022 T20 WC-এ পাকিস্তানের বিরুদ্ধে যে গ্লাভস পরে কোহলি খেলেছিলেন স্বপ্নের শট, তা বিকিয়ে গেল লক্ষাধিক টাকায়

2022 T20 WC-এ পাকিস্তানের বিরুদ্ধে যে গ্লাভস পরে কোহলি খেলেছিলেন স্বপ্নের শট, তা বিকিয়ে গেল লক্ষাধিক টাকায়

বিরাট কোহলি।

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে পাকিস্তানের বিরুদ্ধে গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে কোহলি অবিশ্বাস্য নকটি খেলার পর চ্যাপেল ফাউন্ডেশনে নিজের গ্লাভস দান করেন। নিলামে এই গ্লাভস নিয়ে সকলের মধ্যে বেশ আগ্রহ ছিল। তাই তার দামও উঠল চড়চড় করে।

পাকিস্তানের বিরুদ্ধে গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে যে গ্লাভস পরে বিরাট কোহলি অপরাজিত ৮২ রানের দুর্দান্ত ইনিংস খেলে ভারতকে ম্যাচ জিতিয়েছিলেন, সেই গ্লাভস কত টাকায় বিক্রি হল জানেন? দাম শুনলে চোখ ছানাবড়া হয়ে যাবে।

বিরাট কোহলির সেই গ্লাভসের দাম উঠল ভারতীয় মুদ্প্রারায় ৩.২ লাখ টাকা। ১৩ সেপ্টেম্বর সিডনিতে চ্যাপেল ফাউন্ডেশনের ষষ্ঠ বার্ষিক ডিনারে সেই গ্লাভস নিলামে উঠেছিল। সেখানেই তার চড়া দাম ওঠে।

ভারতের প্রাক্তন কোচ গ্রেগ চ্যাপেল এবং অস্ট্রেলিয়ান ব্যবসায়ী দর্শন মেহতা চ্যাপেল ফাউন্ডেশনের প্রতিষ্ঠা করেন। ফাউন্ডেশনটি অস্ট্রেলিয়ার গৃহহীনদের জন্য তহবিল সংগ্রহ করে। এই ফাউন্ডেশনের লক্ষ্য হল, অস্ট্রেলিয়ার গৃহহীনদের আশ্রয়, যত্ন, শিক্ষা, প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি তাঁদের একটি উন্নত ভবিষ্যত প্রদান করা।

আরও পড়ুন: বিশ্বকাপ জেতার পর বাজি ফাটিও- এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েই নতুন স্বপ্ন দেখালেন রোহিত- ভিডিয়ো

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে পাকিস্তানের বিরুদ্ধে গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে কোহলি অবিশ্বাস্য নকটি খেলার পর চ্যাপেল ফাউন্ডেশনে নিজের গ্লাভস দান করেন। নিলামে এই গ্লাভস নিয়ে সকলের মধ্যে বেশ আগ্রহ ছিল। হার্ভ ক্লার শেষ পর্যন্ত প্রায় ৩.২ লক্ষ টাকায় কোহলির গ্লাভসটি সংগ্রহ করেন।

দ্য চ্যাপেল ফাউন্ডেশন থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, ‘হার্ভ ক্লার অন্য দুই ভারতীয় এবং অস্ট্রেলীয় ব্যবসায়ীর সঙ্গে কোহলির এই গ্লাভস নিয়ে বিডিং প্রতিযোগিতায় নেমেছিলেন এবং তিনি জিতেছেন। যে গ্লাভসটি গ্রেট ব্যাটসম্যান তার ফাউন্ডেশনকে দান করেছিলেন।’

আরও পড়ুন: বিশ্বকাপ শুরু হতে তিন সপ্তাহও বাকি নেই, তার আগে ভারতের ঠাঁসা ক্রীড়াসূচি

দর্শন মেহতা বলেছেন যে, বার্ষিক নৈশভোজটি চ্যাপেল ফাউন্ডেশন দ্বারা সংগৃহীত তহবিল সংগ্রহের ক্ষেত্রে দারুণ কার্যকর ছিল। ফাউন্ডেশনটি ২০১৭ ২০১৭ সাল থেকে ৫মিলিয়নেরও বেশি ডলার সংগ্রহ করেছে। প্রাক্তন অস্ট্রেলিয়ান ক্রিকেটার ব্রেট লি, মাইকেল বেভান, পিটার নেভিল, ফিল এমেরি, জিওফ লসন, গ্রেগ ডায়ার, ট্রেভর এবং ইয়ান চ্যাপেলও এই বার্ষিক নৈশভোজে উপস্থিত ছিলেন৷

২০২২ সালে মেলবোর্নে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে সুপার-টুয়েলভে টিম ইন্ডিয়ার প্রথম ম্যাচেই প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলি ৫৩ বলে অপরাজিত ৮২ করে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন। তাঁর এই ইনিংসটা নিঃসন্দেহে বিরাট ক্যারিয়ারের অন্যতম সেরা ইনিংস হয়ে রয়ে গিয়েছে। চাপের মুখ থেকে দলকে জিতিয়ে, বুক চিতিয়ে সেদিন মাঠ ছেড়েছিলেন কোহলি।

সামনেই ২০২৩ ওডিআই বিশ্বকাপ। গ্রুপ লিগের ম্যাচে ১৪ অক্টোবর পাকিস্তানের মুখোমুখি হবে ভার। আর আমেদাবাদে সেই ম্যাচে কি ফের বিরাট দাপট দেখা যাবে? অপেক্ষায় কোহলি ভক্তরা।

Haryana and JNK Election Haryana and JNK Election
ক্রিকেট খবর

Latest News

বিশ্বকাপের সব ম্যাচে হার শ্রীলঙ্কার, নিউজিল্যান্ডের জয়ে চাপ বাড়ল ভারতের নবমীর সাজে নজরকাড়া, শাড়ির আঁচলে ঢাকা কোয়েলের বেবি বাম্প! কবে আসছে ২য় সন্তান? উৎসবের মধ্যেই পথে নামল নাগরিক সমাজ, সিবিআই চার্জশিটের বিরুদ্ধে সিজিও অভিযান IND vs BAN 3rd T20I Live: লক্ষ্য রানের ফুলঝুরি, টস জিতে ব্যাটিং নিলেন সূর্যকুমার এবার বিসর্জনের বাবুঘাটেও উঠল স্লোগান, জাস্টিস ফর আরজি কর! পুলিশ কি এবার ধরবে? আটপৌরে শাড়িতে যেন রাজ-রানি! ঢাকের তালে সিঁদুর খেলায় মাতলেন কাজল, চলল কোলাকুলি ‘আসছে বছর আবার হবে’ বিজয়া দশমীতে প্রিয়জনদের জানান এই শুভেচ্ছাবার্তা দীপাবলির আগে রাজপুত্রের উদয়, ৩ রাশির হবে আচমকা অর্থ লাভ, মিটবে অমীমাংসিত কাজ 'আপনাকে সরাসরি বিজেপি নেতাই মনে হল…' RSS প্রধান মোহন ভাগবতকে নিশানা করলেন কুণাল হোটেলের কনফারেন্স হল বুকিং করেও বাতিল, তেতে উঠল বেসরকারি হাসপাতালের ডাক্তাররা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.