শুভব্রত মুখার্জি: ২০২৩ ওডিআই বিশ্বকাপ শুরু হতে আর বেশি সময় বাকি নেই। ইতিমধ্যেই শেষ মুহূর্তের প্রস্তুতি সারতে ব্যস্ত সমস্ত দলগুলো। বিশ্বকাপের অন্যতম ফেভারিট হিসেবে বিশেষজ্ঞদের অনেকেই ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের পাশাপাশি পাকিস্তান দলকেও বেছে নিয়েছেন। এই মুহূর্তে আইসিসির ওয়ানডে ক্রমতালিকায় এক নম্বরে রয়েছে পাকিস্তান দল। অক্টোবর-নভেম্বর মাসে ওডিআই বিশ্বকাপের আগে এবার বিশেষজ্ঞদের নজর রয়েছে ব্যক্তিগত ক্রিকেটারদের দিকেও। কিছু দিন আগেই বীরেন্দ্র সেহওয়াগ যেমন রোহিত শর্মাকে সম্ভাব্য সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে বেছে নিয়েছিলেন। এবার সেই তালিকায় নাম লেখালেন আর এক কিংবদন্তি ক্রিকেটার ভিভ রিচার্ডসও। তবে তিনি বেছে নিয়েছেন সর্বোচ্চ উইকেট শিকারিকে।
বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসির তরফে তাদের অফিসিয়াল ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট থেকে একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। যে ভিডিয়োতে ভিভ রিচার্ডস বলেছেন, ‘আমি মনে করি, আইসিসির ওডিআই বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হতে চলেছেন শাহিন শাহ আফ্রিদি (পাকিস্তানের পেসার)।কারণ আমি ওকে পাকিস্তানে সামনে থেকে খেলতে দেখেছি। পিএসএল চলাকালীন অনেকটা সময় আমি পাকিস্তানে ছিলাম। আমি ওর সম্পূর্ণ ভাবে বেড়ে ওঠাটা দেখেছি। প্রত্যন্ত নিষ্ঠাবান ক্রিকেটার একজন। আমার বাজি, শাহিন আফ্রিদিই (সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হিসেবে)।’
আরও পড়ুন: স্ট্রাইকরেট বাড়িয়েছি বলেই, রান কমেছে- দাবি রোহিত শর্মার
প্রসঙ্গত, ওডিআই বিশ্বকাপে পাকিস্তানের বোলিং আক্রমণকে নেতৃত্ব দেবেন শাহিন শাহ আফ্রিদি। গত বার টি-২০ বিশ্বকাপের ফাইনাল চলাকালীন হাঁটুতে চোট পান তিনি। তার পর দীর্ঘ দিন তিনি ছিলেন ২২ গজের বাইরে। ফিরে আসার পরে বেশ ভালো ফর্মেই রয়েছেন তিনি। পিএসএলেও যথেষ্ট ভালো পারফরম্যান্স রয়েছে তাঁর। তাঁর নেতৃত্বেই ২০২২-২৩ মরশুমে লাহোর কালান্দার্স এবারের পিএসএলে চ্যাম্পিয়ন হয়েছে। সম্প্রতি আফগানিস্তানের বিরুদ্ধে ৩-০ ফলে ওয়ানডে সিরিজ জিতেছে পাকিস্তান। সেই সিরিজেও ১৬.৩৩ গড়ে ছ'টি উইকেট নিয়েছেন তিনি। তবে বিশ্বকাপের আগেই শাহিনকে খেলতে দেখা যাবে এশিয়া কাপে। সেখানেও পাকিস্তানের বোলিং আক্রমণকে নেতৃত্ব দেবেন তিনি। অন্যদিকে ৬ অক্টোবর পাকিস্তান দল তাদের বিশ্বকাপ অভিযান শুরু করছে ।তাদের প্রতিপক্ষ নেদারল্যান্ডস।