ইংল্যান্ডের বিরুদ্ধে রাঁচি টেস্ট জিতেই ভারত সিরিজ পকেটে পুড়ে ফেলেছে। এবার ধরমশালা টেস্টটি নেহাৎ-ই নিয়মরক্ষার। তবে ভারত চাইবে জিতে সিরিজ শেষ করতে। জিতলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবলে নিজেদের জায়গা মজবুত করবে টিম ইন্ডিয়া। আর ইংল্যান্ড চাইবে, ম্যাচটি জিতে নিজেদের মুখ রক্ষা করতে। তবে ধরমশালার আবহাওয়ার সঙ্গে এখন অনেকটাই ‘ইংরেজি’ আবহাওয়ার মিল রয়েছে। তাই সেই আবহাওয়ায় বেন স্টোকস বাহিনী কিছুটা হলেও বাড়তি সুবিধে পাবে।
চতুর্থ টেস্টে ইংল্যান্ডকে পরাজিত করে সিরিজে ৩-১ ব্যবধানে অপ্রতিরোধ্য লিড নিয়ে ফেলেছে ভারত। তবে ধরমশালায় টেস্টের গুরুত্ব হল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (WTC) পয়েন্ট টেবলে তাৎপর্য বাড়ানো।
আরও পড়ুন: শ্রেয়স কিন্তু রঞ্জি খেলতে অস্বীকার করেননি- তারকা ব্যাটারের পাশে দাঁড়ালেন গাভাসকর
পঞ্চম টেস্টের আগে যদি সিরিজের ফল ২-১ বা ২-২ থাকত, তবে ঠাণ্ডা, বৃষ্টিভেজা ধরমশালায় ইংল্যান্ডের ঘরের মতো আবহাওয়ায় স্টোকসদের ট্রফি জেতার বা ভাগ করে নেওয়ার সম্ভাবনা কল্পনা করা যেত। তবে ভারত আগেই সিরিজ জিতে যাওয়ায়, সেই সম্ভাবনা আর নেই। এদিকে ওয়েলিংটনে নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া প্রথম টেস্টে অজিরা জয় ছিনিয়ে নেওয়ায়, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট টেবলের শীর্ষে উঠে এসেছে।
যাইহোক টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে, ধরমশালায় ৭ মার্চ সকালের তাপমাত্রার যে পূর্বাভাস দেওয়া হয়েছে, তাতে ৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করতে পারে। হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে পঞ্চম টেস্ট শুরু হবে ৭ মার্চ থেকেই।
আরও পড়ুন: ধরমশালায় ১০০তম টেস্ট খেলতে নামবেন অশ্বিন, জেনে নিন টেস্ট ফর্ম্যাটে রবির ৫টি বড় রেকর্ড
টেস্টের প্রথম দিন সকালে স্থানীয় পূর্বাভাসে বলা হয়েছে, ‘বেশির ভাগ সময়ে মেঘলা আকাশ থাকবে। এবং সামান্য বৃষ্টির পাশাপাশি ঠান্ডা থাকবে।’ এদিকে ৭ মার্চ বিকেলের তাপমাত্রা ৭ ডিগ্রি হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে, যা সন্ধ্যার কাছাকাছি আবার ৪ ডিগ্রির কাছাকাছি হয়ে যেতে পারে বলে আশা করা হচ্ছে।
যাইহোক, ম্যাচের পরবর্তী চার দিন তাপমাত্রা ১১ ডিগ্রি থেকে ২১ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করতে পারে। অর্থাৎ সময় গড়ানোর সঙ্গে সঙ্গে আবহাওয়া আরও উষ্ণ হবে বলে আশা করা হচ্ছে।
প্রথম টেস্ট ২৮ রানে জিতে সিরিজ শুরু করেছিল ইংল্যান্ড। তবে পরের তিন টেস্টেই তারা পরাজিত হয়। যার নিটফল, সিরিজ ৩-১ পকেটে পুড়ে নেয় ভারত। টিম ইন্ডিয়া বিশাখাপত্তনমে ১০৬ রানে জিতে সমতা ফেরায়। তার পর রাজকোটে বিশাল ৪৩৪ রানে জয় পায় রোহিত শর্মা ব্রিগেড। এর পর রাঁচিতে পাঁচ উইকেটের জেতে ভারত।