বাংলা নিউজ > ক্রিকেট > WI vs ENG: ইংল্যান্ডের দুঃস্বপ্ন অব্যাহত, ২৫ বছর পর ওয়েস্ট ইন্ডিজে ODI সিরিজ হারলেন বাটলাররা

WI vs ENG: ইংল্যান্ডের দুঃস্বপ্ন অব্যাহত, ২৫ বছর পর ওয়েস্ট ইন্ডিজে ODI সিরিজ হারলেন বাটলাররা

সিরিজ জয়ের পর ওয়েস্ট ইন্ডিজ দল। ছবি-এএফপি (AFP)

বিশ্বকাপের পর ক্যারিবিয়ান সফরেও খারাপ ফর্ম অব্যাহত ইংল্যান্ডের। ২৫ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওডিআই সিরিজে হারের মুখ দেখলেন বাটলাররা।

সদ্য শেষ হওয়া ওডিআই বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। যা নিয়ে অনেক সমালোচনা হয়। ক্যারিবিয়ান বোর্ড এবং ক্রিকেটারদের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন উঠতে থাকে। ক্যারিবিয়ানদের ছাড়াই বিশ্বকাপ খেলতে হয় ভারত, অস্ট্রেলিয়াদের। তবে সে যাই হোক না কেন, নিঃশব্দে ইতিহাস ঘটিয়ে ফেললেন ক্যারিবিয়ানরা। ইংল্যান্ডের মাটিতে গিয়ে তাদেরই ওডিআই সিরিজে হারাল ওয়েস্ট ইন্ডিজ। তিন ম্যাচের সিরিজে দুটি ম্যাচে জিতে নিল ক্যারিবিয়ানরা। সেই সঙ্গে ইতিহাস গড়ল শাই হোপের দল। সেই সঙ্গে বিশ্বকাপের পর ক্যারিবিয়ান সফরেও নিজেদের খারাপ ফর্ম অব্যাহত রাখল ইংল্যান্ড।

গত ২৫ বছরের মধ্যে এই প্রথমবার ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাটিতে ওডিআই সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ। স্বাভাবিক ভাবেই এই সিরিজ জয় ক্যারিবিয়ান ক্রিকেটে অনেকটাই স্বস্তি দেবে বলা চলে। যদিও এই সিরিজ ১-১ পর্যায়ে ছিল। ফলে দুই দলের কাছেই সুযোগ ছিল সিরিজ জেতার। কিন্তু শেষ পর্যন্ত বাজিমাত করে ক্যারিবিয়ানরা। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ইংল্যান্ড ৯ উইকেট হারিয়ে ২০৬ রান তোলে। যদিও বৃষ্টির জন্য খেলা বন্ধ থাকায় ওভার কমিয়ে ৪০ করা হয়।

ইংল্যান্ডের হয়ে বেন ডাকেট ৭৩ বলে ৭১ রান করেন। তাঁর এই ইনিংসটি সাজানো ছিল ৬টি বাউন্ডারি এবং ১টি ওভার বাউন্ডারির সাহায্যে। এছাড়াও লিয়াম লিভিংস্টোন ৫৬ বলে ৪৫ রানের ইনিংস খেলেন। ৪০ ওভারে ২০৬ রান তোলে ইংরেজরা। ক্যারিবিয়ানদের হয়ে দুর্দান্ত বোলিং করেন ম্যাথিউ এবং জোসেফ। তারা দু'জনেই তিনটি করে উইকেট নেন। এছাড়াও রোমারিও দুটি উইকেট নেন।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ক্যারিবিয়ানরা। ব্র্যান্ডন কিং শুরুতেই আউট হয়ে ফিরে যান। স্বাভাবিক ভাবেই কিছুটা হলেও ব্যাকফুটে চলে যায় ক্যারিবিয়ানরা। আলিক এবং কার্টির ব্যাটে ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে থাকে তারা। জয়ের দিকে ক্রমশ এগিয়ে যেতে থাকে ওয়েস্ট ইন্ডিজ। যদিও আলিক ৪৫ রান করে ফিরে যান মাত্র ৭টি বাউন্ডারির সৌজন্যে। পাশাপাশি কার্টি ৫৮ বলে ৫০ রান করেন ৫টি বাউন্ডারি এবং ১টি ওভার বাউন্ডারির সৌজন্যে।

ক্যারিবিয়ানরা যখন জয়ের গন্ধ পেতে শুরু করেছে। ঠিক তখনই ফের বৃষ্টি নামে। সেই মুহূর্তে ক্যারিবায়নদের রান ছিল ৩১.৪ ওভারে ১৯১ রান ৬ উইকেট হারিয়ে। এরপর আর খেলা হয়নি। ডিএলএস নিয়ম অনুযায়ী ওয়েস্ট ইন্ডিজকে জয়ী ঘোষণা করা হয়। ইংল্যান্ডকে হারিয়ে ইতিহাস তৈরি করল ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচের সেরা হয়েছেন ফোর্ডে। সিরিজের সেরা হয়েছে শাই হোপ। শেষবার ১৯৯৮ সালে ঘরের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজ জেতে ক্যারিবিয়ানরা। ২৫ বছর পর ফের ঘরের মাঠে ওডিআই সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ।

গম্ভীর-ধোনির আসা যাওয়া, রোহিত-হার্দিকের রেষারেষি, কামিন্স-স্টার্কের জারিজুরি, আইপিএল ২০২৪-এর সব খবর, লাইভ ক্রিকেট স্কোর, আইপিএলের সূচি 2024, সব তথ্য পান এক ক্লিকে। গিল না কোহলি, আইপিএলের অরেঞ্জ ক্যাপ 2024 এবার কার দখলে, আইপিএলের পার্পল ক্যাপ 2024 পরবেন কোন বোলার, নাইটদের পরিসংখ্য়ান , যে কোনও প্লেয়ারের আইপিএল 2024 স্ট্যাটস, আগেরবারের যাবতীয় রেকর্ড জানতে পড়ুন HT Bangla।

ক্রিকেট খবর

Latest News

‘পাপ বাপকেও ছাড়ে না, সুবিচার করেছেন তারা মা’ দেবাশিসকে তোপ অভিষেকের ২৬ হাজার চাকরিহারার কী হবে? শুনানির দিন জানাল সুপ্রিম কোর্ট বলিউডের অফার পেয়েও ফিরিয়েছেন ক্যাটরিনা! বললেন, 'আমার বিশ্বাস...' দেবের হয়ে প্রচারের জন্য কাঞ্চনের ডাক, 'কল্যাণ'-বিতর্কের পর ঘাটালে যাবেন কি তিনি টস নিয়ে ভুল বোঝাবুঝি! তুমি কি কল দিয়েছো? সঞ্জুকে প্রশ্ন রাহুলের ব্যাট হাতে ব্যর্থ হয়েও দিল্লির বিরুদ্ধে কোহলির বিরাট রেকর্ড ভাঙলেন রোহিত শর্মা 'চকোলেট বোমা ফাটনে সেভি এনএসজি..য্যায়সে কোই যুদ্ধ হো রাহা হ্যায়', তোপ মমতার দুয়ারে রেশন নিয়ে সুপ্রিম কোর্টে ‘বিস্ফোরক হলফনামা’ কেন্দ্রের, ফের দুর্নীতি? MI বোলারদের যখন ছাতু করছিলেন ম্যাকগার্ক, তখন রাগে ফেটে পড়েন হার্দিক- ভিডিয়ো টোটোচালক থেকে প্রভাবশালী, শাহজাহানের শাগরেদ আবু তালেবকে তন্ন তন্ন করে খুঁজছে CBI

Latest IPL News

টস নিয়ে ভুল বোঝাবুঝি! তুমি কি কল দিয়েছো? সঞ্জুকে প্রশ্ন রাহুলের ব্যাট হাতে ব্যর্থ হয়েও দিল্লির বিরুদ্ধে কোহলির বিরাট রেকর্ড ভাঙলেন রোহিত শর্মা MI বোলারদের যখন ছাতু করছিলেন ম্যাকগার্ক, তখন রাগে ফেটে পড়েন হার্দিক- ভিডিয়ো বুড়ো হাড়েই ভেলকি, ফিটনেস রহস্যটা কি? ফাঁস করলেন ধোনির কোচ ১৫ বলে হাফ-সেঞ্চুরি ম্যাকগার্কের, তিলকের ব্যাটে লড়ে হার মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচ চলাকালীনই রোহিতের হাত থেকে ঘুড়ি নিয়ে অন্য খেলায় মাতলেন পন্ত,ভাইরাল ভিডিয়ো কান্নাকাটি বন্ধ করে নিজেদের ক্ষমতার সেরা ব্যবহার করো, বোলারদের উপদেশ শাস্ত্রীর 4,4,6,4,4,4: মুড়ি-মুড়কির মতো চার-ছয় স্টাবসের, উডের ওভারে সব বল গেল মাঠের বাইরে স্ট্যাম্প ভেঙে দিয়েছিলাম,আশা করি ওর মনে আছে,দলনায়ককে নিয়ে মন্তব্য আক্রমের! গেইলকে ভয় পান বোল্ট! ১০০ মিটারে ক্রিকেটারের সঙ্গে দৌড়াতে নারাজ তারকা দৌড়বিদ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.