শুভব্রত মুখার্জি- চলতি ওডিআই বিশ্বকাপ শুরুর আগেই আফগানিস্তান দলের মেন্টর হিসেবে দায়িত্ব নেন ভারতের প্রাক্তন ক্রিকেটার অজয় জাদেজা। বিশ্বকাপে আফগানিস্তানের পারফরম্যান্স বেশ ভালো। তিন তিনটি প্রাক্তন চ্যাম্পিয়ন দেশের বিরুদ্ধে জয় পেয়েছে তারা। ইংল্যান্ড, পাকিস্তান এবং শ্রীলঙ্কা দলকে হারিয়েছে তারা। মঙ্গলবার ওয়াংখেড়েতে তারা মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়ার। সেই ম্যাচে একটা সময়ে অজিদের রীতিমতো চেপে ধরেছিল আফগানিস্তান দল। পরপর উইকেট হারান অজিরা। ফলে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত হয়ে পড়েন দলের মেন্টর অজয় জাদেজা। সাজঘরে রীতিমতো অজিদের উইকেট পড়ার আনন্দে আত্মহারা হয়ে নাচতে দেখা যায় তাঁকে। আর এরপরেই এক অভিযোগ করা হয় অজি দলের তরফে। আফগানিস্তান সাজঘরে 'মুভমেন্টে'র অভিযোগ জানানো হয় তাদের তরফে।
অজি ব্যাটার মার্নাস ল্যাবুশান, গ্লেন ম্যাক্সওয়েলের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে যান। মার্নাস ল্যাবুশান আউট হয়ে যাওয়ার পরেই আনন্দে সাজঘরেই লাফালাফি শুরু করে দেন জাদেজা। ওয়াংখেড়ে স্টেডিয়ামে এদিন আফগানদের দেওয়া ২৯২ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে গিয়ে একটা সময়ে বেকায়দায় পড়ে গিয়েছিল অজি দল। একটা সময়ে ৯১ রানে ৭ উইকেট হারিয়ে ফেলেছিল অজি দল। মনে করা হয়েছিল হয়ত আফগানরা সহজেই জিতে যাবে এই ম্যাচটি।তবে বাস্তবে তা হয়নি।ম্যাক্সওয়েলের এক অতিমানবীয় অপরাজিত ইনিংসে ভর করে জয় পেয়েছে অজিরা।
এদিন প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ২৯১ রান করে আফগানিস্তান দল।তাদের ২১ বছর বয়সী ওপেনার ইব্রাহিম জাদরান এক অনবদ্য অপরাজিত শতরান করেন। ফলে ওডিআই বিশ্বকাপের ইতিহাসে নিজেদের সর্বোচ্চ স্কোর করে তারা। এর আগে তাদের সর্বোচ্চ স্কোর ছিল ২০১৯ সালের বিশ্বকাপে।সেবার তারা ওয়েস্ট ইন্ডিজ দলের বিরুদ্ধে করেছিলেন ২৮৮ রান। অনেকেই মনে করেন আফগানিস্তানের ব্যাটিংয়ের এই পুনরুজ্জীবনের পিছনে রয়েছে অজয় জাদেজার হাত। জাদেজা দায়িত্ব নেওয়ার পরেই আফগান ব্যাটারদের মানসিকতায় অনেকটাই পরিবর্তন হয়েছে। দলের হেড কোচ জোনাথন ট্রট ও সেকথা মেনে নিয়েছেন। তাঁর মতে জাদেজার অভিজ্ঞতা আফগানিস্তানের ব্যাটারদের পরিণত মানসিকতার করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে।