বিশ্বকাপের দল নির্বাচন থেকে বিতর্ক তাড়া করে বেড়াচ্ছে বাংলাদেশকে। তামিম ইকবালের বাদ পড়া নিয়ে জলঘোলা হয় বিস্তর। যার রেশ পড়ে বিশ্বকাপে শাকিব আল হাসানদের পারফর্ম্যান্সে। একে তো বিশ্বকাপে ভরাডুবির মুখে পড়তে হয়েছে বাংলাদেশকে। তার উপর শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে অ্যাঞ্জেলো ম্যাথিউজকে টাইমড আউট করা নিয়ে শাকিবদের মুণ্ডপাত চলছে ক্রিকেটমহলে।
ম্যাথিউজকে যেভাবে আউট করে বাংলাদেশ, তাতে ক্ষুব্ধ দেখায় শাকিবদের বোলিং কোচ অ্যালান ডোনাল্ডকেও। তিনি ম্যাচের শেষে সাংবাদমাধ্যমের সামনে এই বিষয়ে মুখ খুলতে দু'বার ভাবেননি। শাকিবের সিদ্ধান্তে অখুশি প্রকাশ করে ডোনাল্ড স্পষ্ট জানান যে, ‘মনে হচ্ছিল মাঠে ঢুকে বলি অনেক হয়েছে, এবার এসব থামাও।’
সংবাদমাধ্যমের সামনে মুখ খুলে ডোনাল্ড বুঝিয়ে দিয়েছিলেন, শাকিবদের এমন অখেলোয়াড়সুলভ আচরণে কতটা ক্ষুব্ধ তিনি। যার রেশ গড়ায় বহুদূর। বাংলাদেশ ক্রিকেট বোর্ড শো-কজ নোটিশ ধরানোর পরেই ডোনাল্ড শাকিবদের বোলিং কোচের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। ১১ নভেম্বর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের শেষ লিগ ম্যাচটিই হতে চলেছে বাংলাদেশের বোলিং কোচ হিসেবে ডোনাল্ডের শেষ ম্যাচ।
বৃহস্পতিবার পুণেতে বাংলাদেশের টিম মিটিংয়ে কিংবদন্তি প্রোটিয়া পেসার নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন ক্রিকেটার ও টিম ম্যানেটমেন্টের বাকি সদস্যদের। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক শীর্ষকর্তা ক্রিকবাজকে খবরের সত্যতা সম্পর্কে নিশ্চিত করেছেন। সংশ্লিষ্ট বিসিবি আধিকারিক বলেন, ‘হ্যাঁ, উনি (ডোনাল্ড) আমাদের টিম মিটিংয়ে জানিয়েছেন যে, আর দায়িত্বে বহাল থাকতে চান না।’
উল্লেখ্য, ডোনাল্ড ২০২২ সালের মার্চে বাংলাদেশের বোলিং কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। প্রাথমিকভাবে টি-২০ বিশ্বকাপের কথা মাথায় রেখেই দক্ষিণ আফ্রিকার প্রাক্তন পেসারকে নিয়োগ করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে পেস বোলিং বিভাগের উল্লেখযোগ্য উন্নতির দিকে তাকিয়েই ডোনাল্ডকে ২০২৩ বিশ্বকাপ পর্যন্ত ধরে রাখার সিদ্ধান্ত নেয় বিসিবি। বাংলাদেশের বোলিং কোচ হিসেবে ডোনাল্ডের চুক্তি রয়েছে ৩০ নভেম্বর পর্যন্ত। তবে বিশ্বকাপের পরেই তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে চুক্তি ছিন্ন করার সিদ্ধান্ত নেন।
উল্লেখ্য, বাংলাদেশ চলতি বিশ্বকাপে নিজেদের প্রথম ৮টি ম্যাচের মধ্যে জয় পেয়েছে মোটে ২টি। শাকিবরা পরাজিত হয়েছেন ৬টি ম্যাচে। বাংলাদেশ হারিয়ে দেয় আফগানিস্তান ও শ্রীলঙ্কাকে। তারা হেয়ে যায় ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ভারত, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস ও পাকিস্তানের কাছে। শনিবার পুণের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপ ২০২৩-এ নিজেদের শেষ ম্যাচে মাঠে নামবেন শাকিবরা।