এটা কোন অস্ট্রেলিয়া? দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একাধি ফিল্ডিং মিস। হিসাব করলে দেখা যাবে ৬টি ক্যাচ মিস করেন অজি ক্রিকেটাররা। সবচেয়ে বেশি বিশ্বকাপ জয়ী দলের এই পারফরম্যান্সে স্বাভাবিক ভাবেই অবাক গোটা ক্রিকেট বিশ্ব। এবারের বিশ্বকাপের শুরুটা মোটেই ভালো করেনি অজি দল। ভারতের বিরুদ্ধে হার দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করতে হয়েছে টিম অস্ট্রেলিয়াকে।
আজ অর্থাৎ বৃহস্পতিবার লখনউয়ের একানা স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা। এদিন টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে সাত উইকেট হারিয়ে ৩১১ রান তোলে দক্ষিণ আফ্রিকা। দুর্দান্ত ব্যাটিং করেন কুইন্টন ডি'কক। ১০৬ বলে করেন ১০৯ রান। তাঁর এই ইনিংসটি সাজানো ছিল ৮টি বাউন্ডারি এবং ৫টি ওভার বাউন্ডারির সৌজন্যে। এছাড়াও এইডেন মার্করাম ৫৬ রান করেন ৭টি বাউন্ডারি এবং ১টি ওভার বাউন্ডারির সৌজন্যে।
তবে এদিন প্রোটিয়া ব্যাটাররা যেভাবে খেলছিলেন, তাতে মনে হয়েছিল প্রায় ৩৫০-য়ের বেশি রান হতে পারে। কিন্তু শেষের দিকে পরপর উইকেট হারানোর ফলে রানের গতি অনেকটাই কমে যায়। তবে এদিন একাধিক ক্যাচ মিসের লজ্জার নজির গড়লেন অজি ক্রিকেটাররা। একটি বা দুটি নয়, এক ম্যাচে প্রায় ৬টি ক্যাচ মিস করলেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। এদিন বাভুমার ক্যাচ মিস করেন জাম্পা। এখানেই থেমে থাকেননি অজি ক্রিকেটাররা, এছাড়াও প্যাট কামিন্স সহজ ক্যাচ মিস করেন। স্বাভাবিক ভাবেই একাধিক ক্যাচ মিস করার ফলে প্রশ্ন উঠতে শুরু করেছে।
অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের এমন পারফরম্যান্স শোরগোল পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায় অনেকেই বলতে শুরু করে দিয়েছেন, অজিদের পারফরম্যান্স অনেকটা করোনার পর পঞ্জাব কিংসের মতো। এখানেই থেমে থাকেননি তারা। কেউ আবার লিখেছেন, 'এটা অস্ট্রেলিয়ার ফিল্ডিং, আমি বিশ্বাসই করতে পারছি না।' অপর এক টুইটার ব্যবহারকারী লিখেছেন, 'আজকের অস্ট্রেলিয়ার ফিল্ডিং পাড়ার ক্রিকেটের থেকেও জঘন্য।'
কামিন্সদের খারাপ ফিল্ডিং গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে সমালোচিত হচ্ছে। হঠাৎ কেন এমন পরিস্থিতির মধ্যে পড়তে হল তাদের? প্রশ্ন উঠছে। তবে এমন পারফরম্যান্সের পর যে অজি টিম ম্যানেজমেন্ট ময়নাতদন্তে নামবে তা বলার অপেক্ষা রাখে না।