Babar Azam's Chats Leak Controversy-পাকিস্তানের প্রাক্তন খেলোয়াড় রশিদ লতিফ সম্প্রতি দাবি করেছিলেন যে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান জাকা আশরাফের সঙ্গে দলের অধিনায়ক বাবর আজম যোগাযোগ করার চেষ্টা করেছিলেন। কিন্তু আশরাফ নাকি বাবরের কল বা বার্তায় সাড়া দেননি। যাইহোক, এই দাবির জবাবে আশরাফ এখন একটি স্থানীয় নিউজ চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন যে পাকিস্তান অধিনায়ক কখনোই তার সঙ্গে সরাসরি যোগাযোগ করেননি। এর মাঝেই স্থানীয় নিউজ চ্যানেলে বাবর আজমের একটি বার্তা সকলের সামনে পাবলিশ করা হয়েছিল। এরপরেই মুখ খুলেছেন পাকিস্তানের প্রাক্তন বোলার ওয়াকার ইউনিস।
আসলে পাকিস্তান ক্রিকেট দলের খারাপ পারফরম্যান্স ২০২৩ বিশ্বকাপে অব্যাহত রয়েছে, এমনও খবর রয়েছে যে দলের খেলোয়াড়রা গত কয়েক মাস ধরে বেতনও পাননি। এই সাক্ষাৎকারে আশরাফ স্পষ্ট করে বলেন, ‘তিনি (লতিফ) বলেছেন যে আমি তার (বাবরের) ফোন ধরি না। সে আমাকে কখনও কল করেনি। দলের অধিনায়ককে আন্তর্জাতিক ক্রিকেটের পরিচালক বা চিফ অপারেটিং অফিসারের সঙ্গে কথা বলতে হয়।’ বাবর আজমের সঙ্গে যোগাযোগের খবর প্রত্যাখ্যান করে এবং সাক্ষাৎকারের সময় পাকিস্তানি অধিনায়কের ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ চ্যাট শেয়ার করলে আশরাফ সীমা অতিক্রম করেন। টিভি-র শোতে সম্প্রচারিত হোয়াটসঅ্যাপ চ্যাটটি ছিল বাবর আজম এবং পিসিবির চিফ অপারেটিং অফিসার সলমন নাসিরের মধ্যে।
সলমন নাসির এই চ্যাটে বাবর আজমকে জিজ্ঞেস কররেন যে, ‘বাবর, টিভি ও সোশ্যাল মিডিয়ায় খবর আসছে যে আপনি চেয়ারম্যানকে ফোন করছেন এবং তিনি উত্তর দিচ্ছেন না। আপনি কি তাকে সম্প্রতি কল করেছেন?’ এর জবাবে বাবর লিখেছেন, ‘সালাম সলমন ভাই, আমি স্যারকে কোনও ফোন করিনি।’ এই চ্যাট থেকে স্পষ্ট যে বাবর আজম পিসিবি প্রধানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেননি, তবে প্রশ্ন হল এই চ্যাটটি প্রকাশ্যে করার জন্য বাবর আজমের অনুমতি নেওয়া হয়েছিল কিনা। ব্যক্তিগত বার্তা ফাঁস গোপনীয়তার লঙ্ঘন হিসাবে দেখা যেতে পারে।
প্রাক্তন পাকিস্তান ক্রিকেটার আজহার আলি, যিনি শোতে উপস্থিত ছিলেন, তিনিও একই রকম একটি বিষয় উত্থাপন করেছিলেন এবং জিজ্ঞাসা করেছিলেন যে পিসিবি প্রধান বা প্রোগ্রামটি তাঁর ব্যক্তিগত বার্তা সরাসরি সম্প্রচার করার আগে বাবরের সম্মতি নিয়েছিল কিনা। যাইহোক, অনুষ্ঠানের উপস্থাপক ওয়াসিম বাদামি আরেকটি ভিডিয়োতে স্পষ্ট করেছেন যে জাকা আশরাফ নিজেই তাকে এই হোয়াটসঅ্যাপ চ্যাটটি লাইভ করার অনুমতি দিয়েছেন। তবে এরপরে এই ভিডিয়োটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায়। একে দল সমস্যায় পড়েছে, তার উপর ব্যাক্তিগত চ্যাট সামনে আশায় রেগে গিয়েছেন ওয়াকার ইউনিস। তিনি জানিয়েছেন বাবর আজমকে এই মুহূর্তে একা থাকতে দিন। নিজের বার্তায় ওয়াকার ইউনিস লিখেছেন, ‘তোমরা এটা কী করতে চাইছো??? এটা খুবই খারাপ!!! এবার তো তোমরা খুশি হবে তাই তো। জয়া করে বাবর আজমকে একা থাকতে দিন। সে তো পাকিস্তান ক্রিকেটের সম্পত্তি।’