বাংলা নিউজ > ক্রিকেট > বিশ্বকাপ > ICC ODI CWC: ঢাকায় সমর্থকদের রোষের মুখে শাকিব, BCB-র চাপে তড়িঘড়ি কলকাতায় বাংলাদেশ অধিনায়ক

ICC ODI CWC: ঢাকায় সমর্থকদের রোষের মুখে শাকিব, BCB-র চাপে তড়িঘড়ি কলকাতায় বাংলাদেশ অধিনায়ক

শাকিব আল হাসান। ছবি-এএনআই (ANI )

দক্ষিণ আফ্রিকা ম্যাচের পরের দিন সকালেই দলকে ভারতে রেখে দেশে ফিরে যান শাকিব। ফর্মে ফিরতে ছোটবেলার কোচের কাছে যান তিনি। ঢাকায় বাংলাদেশ সমর্থকদের রোষের মুখেও পড়তে হয়। বোর্ডের চাপে বাধ্য হয়েই দলের সঙ্গে যোগ দেন শাকিব।

গত মঙ্গলবার মুম্বইয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হারের পরের দিন সকালেই দলকে ভারতে রেখে দেশে ফিরে যান শাকিব আল হাসান। এমনটা যে তিনি এই প্রথম করেছেন, একেবারেই তা নয়। এশিয়া কাপের মাঝেই দলকে ফেলে রেখে দেশে ফিরে যান তিনি। এবারও তেমনই করলেন শাকিব। বাংলাদেশ অধিনায়কের এমন সিদ্ধান্ত যা কেউ মেনে নিতে পারছে না। গোটা বাংলাদেশের ক্রিকেট মহল জুড়ে সমালোচনা চলছে। দলের এমন পরিস্থিতির পরও তিনি কেন বাংলাদেশে চলে এলেন, অনেকেই প্রশ্ন ছুড়ে দিয়েছে।

পরে জানা যায়, ছোটবেলার কোচ নাজমুল আবেদিন ফাহিমের কাছে নিজের টেকনিক ফিরে পেতে ঢাকায় ফিরে যান শাকিব। এমনকী মীরপুরে তাঁকে অনুশীলনও করতে দেখা যায়। ফর্মে ফিরতে মরিয়া বাংলাদেশ অধিনায়ক। যে জন্য তিনি ছুঁটে এসেছেন নিজের দেশে ছোটবেলার কোচের কাছে। প্রথমে শাকিব দেশে ফিরে আসার খবর কেউ না জানলেও, বেলা বাড়তেই তা ছড়িয়ে পড়ে। বাংলাদেশের ক্রিকেট ভক্তরা জমায়েত করেন মীরপুর স্টেডিয়ামের বাইরে। আর সেখানেই বাংলাদেশ সমর্থকদের রোষের মুখে পড়েন তিনি।

অনুশীলন শেষ করে স্টেডিয়াম ছাড়ার সময় তাঁকে লক্ষ্য করে সমর্থকরা বলতে থাকেন, 'ভুয়ো, ভুয়ো।' সমর্থদের রোষের মুখে পড়লেও তিনি কোনও উত্তর দেননি। নিস্তব্ধে গাড়ি নিয়ে বেরিয়ে চলে যান শাকিব। বাংলাদেশ অধিনায়কের দেশে ফিরে আসাকে মোটেই ভালো চোখে দেখছে না ক্রিকেট মহল। এই মুহূর্তে পরপর ম্যাচ হেরে বেশ চাপেই রয়েছেন টাইগাররা। শেষ চারে জায়গা করে নিতে হলে পরের সব ম্যাচেই জিততে হবে বাংলাদেশকে। আগামী শনিবার অর্থাৎ ২৮ অক্টোবর কলকাতার ইডেন গার্ডেন্সে বাংলাদেশ খেলতে নামবে নেদারল্যান্ডসের বিরুদ্ধে। ফলে এই ম্যাচ ডাচদের না হারাতে পারলে এবারের মতো শেষ চারের দৌড় থেকে কার্যত ছিটকে যেতে পারে বাংলাদেশ।

নেদারল্যান্ডস ম্যাচের ঠিক আগেই অর্থাৎ ২৬ অক্টোবর কলকাতা দলের সঙ্গে যোগ দেন শাকিব। সূত্রের খবর, বিসিবির প্রতিনিধি এবং বাংলাদেশ দলের ডিরেক্টর খালেদ মাহমুদের নির্দেশেই তড়িঘড়ি দলের সঙ্গে কলকাতায় যোগ দেন তিনি। বৃহস্পতিবার ইডেনে বাংলাদেশ দল অনুশীলন করলেও শাকিব ছিলেন না। কারণ তিনি রাত সাড়ে আটটা নাগাদ টিম হোটেলে পৌঁছন। ইডেনে বাংলাদেশ দুটি ম্যাচ খেলবে, একটি নেদারল্যান্ডসের সঙ্গে অপরটি পাকিস্তানের বিরুদ্ধে। এই দুই ম্যাচ দেখতে অনেক বাংলাদেশ সমর্থক ভিড় জমিয়েছেন শহরে। ইডেন চত্বরে তাঁদের দেখাও যায়। স্বাভাবিক ভাবেই এটা স্পষ্ট হয়েছে, টাইগাররা ইডেনে বেশ সমর্থন পাবেন।

এবারের বিশ্বকাপে এটাই প্রথম ম্যাচ হচ্ছে ইডেনে। ফলে নজর রয়েছে ২২ গজের দিকে। যে কারণে বাংলাদেশ কোচকে দেখা যায়, মাঠে প্রবেশ করেই পিচ দেখতে চলে যান তিনি। হালকা ঘাস রয়েছে। এই প্রসঙ্গে ইডেনের পিচ কিউরেটর সুজন মুখোপাধ্যায় জানান, 'হালকা ঘাস রয়েছে। এই পিচে বড় রান হবে। বোলার এবং ব্যাটাররা যাতে সমান ভাবে সাহায্য় পায়, সেই কথা মাথায় রেখেই এই পিচ তৈরি করা হয়েছে।'

ক্রিকেট খবর

Latest News

অনেক বেশি স্বাধীনতা পাওয়া যায়… IPL-এ প্রথম সেঞ্চুরি হাঁকিয়েই MI-কে ঠুকলেন ইশান ‘বাঙালিরাই যদি…’! আইপিএল উদ্বোধনে বাংলায় গান গাইলেন না শ্রেয়া, আক্ষেপ চিরঞ্জিতের ফেবুতে CPI(M)-এর নয়া ডিপি-র ‘হেডলাইন’ চাইলেন দেবাংশু, জবাব দিলেন নেটিজেনরা! ‘দিদির বগলে কীসের দাগ?’, ফ্যাশনেবল পোশাক পরেও ট্রোলে অনুরাধা, কটাক্ষ নেটিজেনদের ‘তুমি সব জানো…’! অন্তঃসত্ত্বা মেয়ের খোঁজ নেন না চাঁদনী, কোন ‘মা’কে ডাকলেন অহনা হুইপ অমান্যে কড়া শাস্তি? সোমবারই বৈঠকে বসছে TMC শৃঙ্খলারক্ষা কমিটি IDF এয়ারস্ট্রাইকে নিহত হামাসের তাবড় নেতা! নেতানিয়াহুর দেশের অন্দরে কী ঘটছে? ফ্লার্ট করছেন,সঙ্গে মারপিটও! সিকন্দর ট্রেলারে মারকাটারি সলমন, কম যান না রশ্মিকাও IPL-এর ১৮ বছরের ইতিহাসে ১৮তম বার শূন্যতে আউট রোহিত শর্মা, গড়লেন লজ্জার নজির ২০২৫র প্রথম সূর্যগ্রহণের দিনই ষড়গ্রহী যোগ! টাকাকড়িতে পকেট ফুলতে পারে কাদের?

IPL 2025 News in Bangla

অনেক বেশি স্বাধীনতা পাওয়া যায়… IPL-এ প্রথম সেঞ্চুরি হাঁকিয়েই MI-কে ঠুকলেন ইশান ‘বাঙালিরাই যদি…’! আইপিএল উদ্বোধনে বাংলায় গান গাইলেন না শ্রেয়া, আক্ষেপ চিরঞ্জিতের আইপিএল ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে শাহরুখের সঞ্চালনা নিয়ে বিরক্ত একাংশ IPL-এ নিজেদের সর্বোচ্চ রানের রেকর্ড করল RR, তবু SRH-এর কাছে ৪৪ রানে হার সঞ্জুদের পিচে স্পিন না হলে,রাসেল কীভাবে আউট হলেন?রাহানেকে পালটা জবাব ইডেনের পিচ কিউরেটরের শতরান করে আগ্রাসী সেলিব্রেশন ইশানের,জবাব দিলেন কাকে- আগরকার নাকি নীতা আম্বানিকে? ১ রানের জন্য রেকর্ড হাতছাড়া, IPL-এর ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস গড়ল SRH IPL-এ অ্যাশেজের আগুন, ব্রিটিশ পেসারকে ১০৫ মিটারের পেল্লাই ছক্কা অজি তারকা হেডের রায়নার সর্বকালীন রেকর্ড ভাঙতে ধোনির দরকার ১৯, মাঠে নেমেই কার্তিককে টপকাবেন রোহিত পক্ষপাতিত্বের অভিযোগ! IPL ২০২৫-র ধারাভাষ্যকারের প্যানেল থেকে ছাঁটাই ইরফান পাঠান

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.