৬২তম পর্বে শেষ হচ্ছে দাদাগিরির ১০ নম্বর সিজন। রবিবার শো-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হতে চলেছে। অনেকের ধারণা ছিল, হয়ত আইপিএল মিটলে বন্ধ হবে দাদাগিরি। তবে সকলকে অবাক করে ৫ই মে, রবিবার সম্প্রচারিত হচ্ছে দাদাগিরির এই মরসুমের শেষপর্ব। আরও পড়ুন-রাত পোহালেই দাদাগিরির ফিনালে, ‘ঢ্যান ট্যা না’ সৌরভের! থাকবেন ডোনা-সুখবিন্দর
গত কয়েক সপ্তাহ ধরে দাদাগিরির টিআরপি একদম তলানিতে। চলতি সপ্তাহেও মাত্র ৪.৩ রেটিং পয়েন্টেই আটকে গিয়েছেন সৌরভ। তাহলে কি কম টিআরপি-র জেরেই দ্রুত শেষ হচ্ছে এই শো? দাদাগিরির কম টিআরপি নিয়ে একদম ভিন্ন ভাবনা পরিচালক অভিজিৎ সেনের। বাংলা নন-ফিকশন শো-এর সবচেয়ে পরিচিত নাম অভিজিৎ সেন।
শো-এর কম টিআরপি প্রসঙ্গে হিন্দুস্তান টাইমস বাংলাকে পরিচালক বলেন, 'দাদাগিরির পারশেপশন ভ্যালু খুব হাই। বাংলার অন্যতম সম্মানিত একটি শো। ভারত-সহ পৃথিবীর বিভিন্ন প্রান্তে যত বাঙাল ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তাঁরা এই শো-টাকে সম্মান করে, ভালোবাসে। এই শো'টা তো শুধু দেখার ব্যাপার নয়, শুধু এন্টারটেনমেন্ট নয়। দাদাগিরি থেকে কিছু শেখা যায়। আট থেকে আশি সবাই এই শো'টা দেখেন। যে সব মানুষজনরা প্রতিযোগী হিসাবে আসেন, তাঁদের কাজের জগত উঠে আসে'।
এরপর অভিজিৎ বাবুর সংযোজন, 'শুরুর দিকে টিআরপি আমাদের ভালো ছিল। তবে আইপিএলের সময় টিআরপি পড়বে এটাই স্বাভাবিক। কারণ ক্রিকেট আর ফুটবল বাঙালির প্রিয় খেলা। এই লড়াইটা প্রতিবারই থাকে। দাদাগিরি যে সময় দেখানো হয় সেই টাইম ব্যান্ডে আমরা স্লট লিডার। কলকাতায় দারুণ রেটিং, আমরা সব মিলিয়ে খুশি। আবারও বলব, দাদাগিরির পারশেপশন ভ্যালু কিন্তু খুব উপরের দিকে। আমাদের সবার একমাত্র উদ্দেশ এই শো'টার মাধ্যমে সমাজকে কিছু ফিরিয়ে দেওয়া। সেই চেষ্টাই আমরা সবাই মিলে করে চলেছি'।
দাদাগিরির সঙ্গে ওতোপ্রোতভাবে জড়িয়ে সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের নাম। দশটি সিজনের ৯টি সঞ্চালনা করেছেন সৌরভ। সঞ্চালক হিসাবে এখন অনেক বেশি পরিণত দাদা। তাঁর প্রশংসায় পঞ্চমুখ শো-এর পরিচালক অভিজিৎ সেন। তিনি বলেন, 'এত বছর ধরে উনি (সৌরভ) দাদাগিরির একজন গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছেন। সৌরভ গঙ্গোপাধ্যায় সকলকে নিয়ে চলতে জানেন, সকলকে ভালোবাসেন। সবসময় আমাদের সবাইকে উনি উদ্বুদ্ধ করেন। প্রতিযোগিদের সঙ্গে খুব সহজে উনি মিশে যেতে পারেন। শ্যুটিং শুরুর আগে নিজে যেচে সবার সঙ্গে আলাপ করেন, একদম দাদার মতোই উনি মিশে যান। খুব মিশুকে মানুষ, খুব ভালো মানুষ। খুব প্রাণোচ্ছ্বল ভাবে মিশে গিয়ে উনি কাজটা করেন'।
রবিবার সন্ধ্যা সাড়ে সাতটা (৭.৩০টা) থেকে সম্প্রচার শুরু হবে দাদাগিরি গ্র্যান্ড ফিনালের। অর্থাৎ নির্ধারিত সময়ের চেয়ে ২ ঘন্টা আগে। দশম সিজনের ফাইনাল রাউন্ডে মুখোমুখি লড়াইয় ছয় জেলা। ট্রফির লক্ষ্যে নামছে, দক্ষিণ চব্বিশ পরগণা, হুগলি, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান,বীরভূম। ছয় জেলার মধ্যে ঠাঁই পায়নি কলকাতা।
দাদাগিরি শেষ হলে আগামী সপ্তাহ থেকে জি বাংলার পর্দায় শুরু হবে সারেগামাপা লেজেন্ডস। সঞ্চালনার দায়িত্বে থাকছেন অনির্বাণ ভট্টাচার্য।