সোমবার আইসিসি বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে আফগানিস্তানের ঐতিহাসিক জয় উদযাপন করলেন ভারতের প্রাক্তন অলরাউন্ডার অজয় জাদেজা। আর হবে নাই বা কেন, কারণ তিনি যে বর্তমানে আফগানিস্তান দলের পরামর্শদাতা। জয়ের জন্য ২৮৩ রান তাড়া করতে নেমে আফগানিস্তান ফিনিশিং লাইন অতিক্রম করার জন্য জয়ী রান করার সঙ্গে সঙ্গে চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে দলের ডাগ আউট পাকিস্তানের বিরুদ্ধে তাদের প্রথম ওডিআই জয় উদযাপনে ফেটে পড়ে। আফগানিস্তানের জার্সিতে আলিঙ্গন এবং হাসি বিনিময় করতে দেখা গেছে অজয় জাদেজাকে। পরে জাদেজার প্রশংসা করেছেন প্রাক্তন ভারত অধিনায়ক সচিন তেন্ডুলকর এবং পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শোয়েব মালিক। এই বিশ্বকাপে এখন পর্যন্ত আফগানিস্তানের দুটি বড় জয়ের পিছনে অজয় জাদেজা ফ্যাক্টরকে মেনে নিয়েছেন তাঁরা।
১৯৯২ সালের চ্যাম্পিয়ন পাকিস্তানকে বিপর্যস্ত করার আগে, আফগানরা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে অবাক করেছিল। সচিন তেন্ডুলকর নিজের পোস্টে লেখেন, ‘এই বিশ্বকাপে আফগানিস্তানের পারফরম্যান্স অসামান্য ছিল। ব্যাট হাতে তাদের শৃঙ্খলা, তারা যে মেজাজ দেখিয়েছে এবং উইকেটের মধ্যে আক্রমণাত্মক দৌড় তাদের কঠোর পরিশ্রমকে প্রতিফলিত করে। এটি সম্ভবত একটি নির্দিষ্ট মিস্টার অজয় জাদেজার প্রভাব। একটি শক্তিশালী বোলিং লাইনআপের সঙ্গে, ইংল্যান্ড এবং পাকিস্তানের মতো দলগুলির বিরুদ্ধে তাদের জয় একটি নতুন আফগানিস্তান দলের উত্থানের ইঙ্গিত দেয়। নজরে পড়ছে ক্রিকেট বিশ্ব। দারুণ করেছে।’
পাকিস্তানের সীমান্তের ওপারে, একই ধরনের অনুভূতি প্রতিধ্বনিত হয়েছিল যখন শোয়েব মালিক জাদেজার তীক্ষ্ণ বুদ্ধিকে আফগানিস্তানকে আক্রমণকারী ব্র্যান্ড খেলতে সাহায্য করার অন্যতম কারণ হিসাবে প্রশংসা করেছিলেন। পাকিস্তানের একটি নিউজ চ্যানেলে শোয়েব মালিক বলেছেন, ‘আমি অজয় জাদেজাকে তাদের ডাগ আউটে বসে থাকতে দেখেছি। আমি ভারতের একটি চ্যানেলের জন্য ২০১৫ বিশ্বকাপের সময় তার সাথে কাজ করেছি। দুর্দান্ত ক্রিকেটিং মানসিকতা তাঁর। তিনি সত্যি খুব ভালো। আপনার চারপাশে বা দলের চারপাশে সঠিক মানুষ থাকাটা গুরুত্বপূর্ণ।’
আফগানিস্তানের জয়ের মাঝেই ১৯৯৬ সালের বিশ্বকাপের ম্য়াচের প্রসঙ্গও উঠে আসছে। জাদেজাও বিখ্যাত ভারত বনাম পাকিস্তান লোককাহিনীর অংশ ছিলেন। বেঙ্গালুরুতে ১৯৯৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের জয়ে ওয়াকার ইউনিসকে আলাদা করে মেরেছিলেন জাদেজা। ২৫ বলে ৪৫ রান করেছিলেন তিনি। সেই ম্যাচেও হেরেছিল পাকিস্তান। ভারতের জার্সি গায়ে সেই ম্যাচের নায়ক ছিলেন আজকের আফগানিস্তানের মেন্টর অজয় জাদেজা।