ভারতের ছেলেটি হয়তো আলাদা দেশের হয়ে প্রতিনিধিত্ব করছেন। হয়তো তাঁর জার্সি আলাদা। কিন্তু দেশের মাটিতে বিশ্বকাপ খেলতে এসে নিজেকে যেন উজাড় করে দিচ্ছেন নিউজিল্যান্ডের ভারতীয় বংশোদ্ভূত ২৩ বছরের তারকা রাচিন রবীন্দ্র। চলতি আইসিসি বিশ্বকাপে তাঁর ব্যতিক্রমী পারফরম্যান্সের মাধ্যমে ক্রিকেট বিশ্বে তিনি আলোড়ন ফেলে দিয়েছেন।
নিউজিল্যান্ডের ওয়েলিংটনে জন্ম নেন রাচিন। তাঁর ভারতীয় বাব-মা কিংবদন্তি সচিন তেন্ডুলকর এবং রাহুল দ্রাবিড়ের নাম মিলিয়ে ছেলের নাম রাখেন। আসলে রাচিনের বাবা রবি কৃষ্ণমূর্তি একজন ক্রিকেট অনুরাগী এবং নিউজিল্যান্ডে যাওয়ার আগে বেঙ্গালুরুতে ক্লাব-স্তরের খেলোয়াড়ও ছিলেন। তাই ছেলেকেও ক্রিকেটার বানিয়েছেন তিনি।
রাচিনের ব্যাট থেকে ইতিমধ্যেই তিনটি সেঞ্চুরি এসেছে। প্রথম ম্যাচেই সেঞ্চুরি করেন তিনি। তাও কিনা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিরুদ্ধে। এছাড়াও রাচিন পাকিস্তান এবং অস্ট্রেলিয়ার বিপক্ষেও সেঞ্চুরি করেছেন। সচিনের রেকর্ডও ভেঙে দিয়েছেন রাচিন। চিন্নাস্বামীতে শ্রীলঙ্কাকে হারানোর পরেই শিকড়ের টানে দৌড়ে গিয়েছিলেন বেঙ্গালুরুতে ঠাকুমার কাছে।
বেঙ্গালুরুতে তাঁর বাবার জন্ম। এই শহরেই থাকেন রাচিনের আত্মীয়রা। স্বাভাবিক ভাবেই বেঙ্গালুরুতে খেলতে নামলেই, কিছুটা আবেগতাড়িত হয়ে পড়েন নিউজিল্যান্ড ক্রিকেটার। বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ জয়ের পরও রাচিন জানিয়েছেন, তিনি আরও বেশি এই শহরে খেলতে চান। শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ জয়ের পর পৈতৃক ভিটেতে গিয়েছিলেন রাচিন। দেখা করেন পরিবারের সদস্যদের সঙ্গে। সেখানে তাঁকে নিয়ে বিশেষ রীতি পালন করেন তাঁর ঠাকুমা, যার ভিডিয়ো ভাইরাল হয়েছে।
আরও পড়ুন: অজিদের বিরুদ্ধে T20 সিরিজেও পাওয়া যাবে না হার্দিককে, নেতৃত্বে সূর্য বা রুতু- রিপোর্ট
ভারতের বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকমের রীতিনীতি রয়েছে। সে রকমই দক্ষিণ ভারতীয় রীতি অনুসারে নজর না লাগার জন্য এক ধরনের রীতি পালন করা হয়। যে ভিডিয়ো ক্লিপটি হুহু করে ভাইরাল হয়েছে, তাতে দেখা গিয়েছে, বেঙ্গালুরুতে নাতির নজর যাতে না লাগে, তার ব্যবস্থা করছেন ঠাকুমা। কিছু মন্ত্র বলে হাতের অঙ্গভঙ্গির মাধ্যমে এই রীতি পালন করা হয়। রাচিনকে একটি সোফায় চুপ করে বসে থাকতে দেখা গিয়েছে।
বৃহস্পতিবার বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৩৪ বলে ৪২ রানের আগ্রাসী ইনিংস খেলেন রাচিন রবীন্দ্র। সেই সুবাদে তিনি বিশ্বকাপের ইতিহাসে ২টি সর্বকালীন রেকর্ড গড়ে ফেলেন। একটির ক্ষেত্রে রাচিন কিংবদন্তি সচিন তেন্ডুলকরের ২৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে দেন। আর একটির ক্ষেত্রে কিউয়ি ওপেনার ভেঙে দেন ২০১৯ বিশ্বকাপে গড়া জনি বেয়ারস্টোর নজির।
শ্রীলঙ্কার বিরুদ্ধে নিশ্চিত হাফ-সেঞ্চুরি হাতছাড়া হলেও অভিষেক বিশ্বকাপে সব থেকে বেশি রান করা ব্যাটসম্যানে পরিণত হন রাচিন রবীন্দ্র। দরকার ছিল মোটে ১০ রান, যা তিনি অনায়াসে সংগ্রহ করে নেন। এটিই রাচিনের ক্যারিয়ারের প্রথম ওয়ান ডে বিশ্বকাপ। টুর্নামেন্টের ৯টি লিগ ম্যাচে মাঠে নেমে তিনি সংগ্রহ করেন ৫৬৫ রান। ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপে মাঠে নেমে এত রান আর কেউ করতে পারেননি। এই নিরিখে রাচিন পিছনে ফেলেছেন জনি বেয়ারস্টোকে। বেয়ারস্টো ২০১৯ বিশ্বকাপে ৫৩২ রান সংগ্রহ করেন। এত দিন অভিষেক বিশ্বকাপে সব থেকে বেশি রান করার রেকর্ড ছিল তাঁর দখলে। এবার সেই রেকর্ডের দখল নিলেন রাচিন।
২৩ বছরের তরুণ সচিন তেন্ডুলকরের অনবদ্য একটি বিশ্বরেকর্ডও এদিন নিজের দখলে নেন। ২৫ বছরের নীচের কোনও ব্যাটসম্যানের একটি ওয়ান ডে বিশ্বকাপে সব থেকে বেশি রান করার নিরিখে সচিনকে পিছনে ফেলেন রবীন্দ্র। সচিন ১৯৯৬ বিশ্বকাপে ২৫ বছরের কম বয়সী ব্যাটসম্যান হিসেবে ৫২৩ রান সংগ্রহ করেন। চলতি বিশ্বকাপে রবীন্দ্র ইতিমধ্যে ৫৬৫ রান সংগ্রহ করে ফেলেছেন।