পাকিস্তান ক্রিকেট দল আসন্ন আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ এ খেলতে বুধবার ২৭ সেপ্টেম্বর ভারতে অবতরণ করেছে। বাবর আজমের নেতৃত্বে দলটি দুবাই হয়ে হায়দরাবাদে পৌঁছেছে। প্রায় ৭ বছর পর ভারতের মাটিতে এল পাকিস্তান ক্রিকেট দল। তাদেরকে ভারতে জমকালো স্টাইলে স্বাগত জানানো হয়েছে। পাকিস্তান দল ২৭ সেপ্টেম্বর শ্রীলঙ্কা থেকে হায়দরাবাদ পৌঁছেছে। ভিসা সমস্যার কারণে শেষ মুহূর্তে পরিকল্পনা বদলাতে হয়েছে পাকিস্তানকে। এর আগে দলটির দুবাই থেকে ভারতে আসার কথা ছিল। পাকিস্তান ক্রিকেট দলের ভারতে আগমন এবং এখানকার অপূর্ব স্বাগত জানানোর ভিডিয়ো নিজেদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। পাকিস্তানি দলকে স্বাগত জানাতে হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ভক্তদের সমাগম হয়েছিল, বাবর আজমের দল এই দুর্দান্ত অভ্যর্থনা দেখে অবাক হয়ে পড়েছিল।
দলটিকে বাসে করে হোটেলে নিয়ে যাওয়া হয় যেখানে তাদের জমকালো স্বাগত জানানো হয়। পাকিস্তান ক্রিকেট দল ১৮ জন খেলোয়াড় নিয়ে ভারতে পৌঁছেছে, যার মধ্যে ৩ জন রিজার্ভ খেলোয়াড় রয়েছেন। এই দলের মধ্যে ১৩ জন সাপোর্ট স্টাফও রয়েছে। ভারতীয় ভক্তরা তাদের উষ্ণ অভ্যর্থনা জানান। তারকাদের এক ঝলক দেখার জন্য অপেক্ষা করছিল তারা। বিমানবন্দরের ভিতরে ও বাইরে খেলোয়াড়দের দেখার জন্য বহু ভক্তকে দেখা যায়। দলের সঙ্গে প্রত্যাশিতভাবে কঠোর নিরাপত্তা ছিল। হোটেলে পাকিস্তান দলের বাস যখন ঢুকছিল তখন ভক্তরা সেখানে দাঁড়িয়েছিলেন। তাদেরকে দেখে বাস থেকেই হাত নেড়েছিলেন পাকিস্তানের ক্রিকেটাররা। এরপরে হোটেলের কর্মীরা তাদের স্বাগত জানান। পাকিস্তান ক্রিকেট বোর্ড টুইটারে তারই একটি ক্লিপ শেয়ার করেছে।
পাকিস্তান দলের ফাস্ট বোলার শাহিন শাহ আফ্রিদি এবং উইকেটরক্ষক ব্যাটার মহম্মদ রিজওয়ান, নিজেদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তাদের এই ভারত সফরের অভিজ্ঞতার কথা শেয়ার করেন। এটাই তাদের প্রথম ভারত সফর। পাকিস্তান দলের অধিনায়ক বাবর আজম সহ বেশিরভাগ ক্রিকেটারই এই উষ্ণ অভ্যর্থনার প্রশংসা করেছেন। শাহিন একটি ইনস্টাগ্রাম স্টোরি পোস্ট করেছেন, যেখানে তিনি লিখেছেন, ‘হায়দরাবাদ, ভারত। এখনও পর্যন্ত দারুণ স্বাগত।’
মহম্মদ রিজওয়ানও ভারতের এই স্বাগতকে নিজের পোস্টের মাধ্যমে প্রকাশ করেছেন। পরবর্তী দেড় মাস ভারতে কীভাবে কাটে সেদিকেই তাকিয়ে রয়েছেন রিজওয়ান। তিনি লিখেছেন ‘সবকিছু দারুণ ছিল। পরবর্তী ১.৫ মাসের দিকে তাকিয়ে রয়েছি।’ পাকিস্তানের অলরাউন্ডার ইফতিখার আহমেদ নিজের সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিয়ো শেয়ার করেছেন। যেখানে তাঁকে একটি ভিকট্রি সাইন দিতে দেখা যাচ্ছে।
পাকিস্তান দল ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর প্রথমবারের মতো ক্রিকেট খেলতে ভারত সফর করছে। হায়দরাবাদে তারা নেদারল্যান্ডস এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম দুটি ম্যাচের পাশাপাশি তাদের দুটি প্রস্তুতি ম্যাচও খেলবে।
অনুশীলন ম্যাচের জন্য ২৭ সেপ্টেম্বর হায়দরাবাদে পৌঁছানোর আগে পাকিস্তান দুবাইয়ে দুদিনের ‘টিম বন্ডিং’ সেশনের মধ্য দিয়ে যাওয়ার কথা ছিল। ভারতীয় ভিসা নিয়ে অনিশ্চয়তার কারণে দুবাই ইভেন্ট বাতিল করা হয়। হায়দরাবাদে দুটি অনুশীলন ম্যাচের পর বাবর আজমের নেতৃত্বাধীন দল বিশ্বকাপ ম্যাচ খেলবে। দলটিকে ২৯ সেপ্টেম্বর নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম অনুশীলন ম্যাচ খেলবে। দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ ৪ অক্টোবর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবে তারা। আগামী ৬ অক্টোবর নেদারল্যান্ডসের বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলবে পাকিস্তান দল।