সদ্যই মুক্তি পেয়েছে সঞ্জয় লীলা বানসালির হীরামান্ডি। কলাকুশলীদের অভিনয় হোক বা সেট ডিজাইন সব কিছুই নজর কেড়েছে দর্শকদের। তুমুল প্রশংসা পেয়েছে এই সিরিজ। বলাই বাহুল্য প্রথম সিরিজে বাজিমাত করেছেন সঞ্জয় লীলা বানসালি। কিন্তু জানেন কি এই সিরিজের জন্য কে কত টাকা পারিশ্রমিক পেয়েছেন?
হীরামান্ডির জন্য কে কত পারিশ্রমিক পেয়েছেন?
মানি কন্ট্রোলের তরফে প্রকাশ্যে আনা হয়েছে যে হীরামান্ডির জন্য কে কত টাকা পারিশ্রমিক পেয়েছেন। ২০০ কোটি টাকা বাজেটে তৈরি হয়েছে হীরামান্ডি। জানা গিয়েছে এর মধ্যে পরিচালক অর্থাৎ সঞ্জয় লীলা বানসালি নিজেই ৬০-৭০ কোটি টাকা নিয়েছেন।
অন্যদিকে সোনাক্ষী সিনহা দ্বৈত চরিত্রে অভিনয় করার জন্য পেয়েছেন সব থেকে বেশি পারিশ্রমিক। অর্থাৎ দুই কোটি টাকা। এরপরই মল্লিকাজান অর্থাৎ মনীষা কৈরালা এই সিরিজের জন্য পেয়েছেন ১ কোটি টাকা। অদিতি রাও হায়দারিকে এই সিরিজে মল্লিকাজানের বড় মেয়ে বিব্বজানের চরিত্রে দেখা গিয়েছে। তিনি এই চরিত্রের জন্য এক থেকে দেড় কোটি টাকা পেয়েছেন।
রিচা চাড্ডা পেয়েছেন এক কোটি টাকা পারিশ্রমিক। তাঁকে এখানে মল্লিকাজানের দত্তক কন্যা লাজ্জোর চরিত্রে দেখা গিয়েছে। সঞ্জিদা শেখ পেয়েছেন ৪০ লাখ টাকা। অন্যদিকে সঞ্জয় লীলা বানসালির ভাগ্নি শরমিন শেহগল পেয়েছেন ৩০ লাখ টাকা।
ফারদিন খান ৭৫ লাখ টাকা পারিশ্রমিক পেয়েছেন হীরামান্ডি সিরিজে অভিনয় করার জন্য। যদিও হিন্দুস্তান টাইমসের তরফে এই সংখ্যার সত্যতা বিচার করে দেখেনি।
আরও পড়ুন: বিমান ছেড়ে মায়ের প্রচার গাড়ির চালকের আসনে শিবেন্দ্র, ছেলেকে পাশে পেয়ে আত্মবিশ্বাসে ডগমগ জুন
আরও পড়ুন: মাত্র ১০০০ টাকা বাজেট! তাতেই অনন্ত - রাধিকার প্রি ওয়েডিং থিমে সেজে উঠল পাকিস্তানের কলেজের ফ্যাশন শো
হীরামান্ডি সিরিজে উপরোক্ত অভিনেতারা ছাড়াও আছেন শেখর সুমন, তাহা শাহ বাদুসা, ফরিদা জালাল, শ্রুতি শর্মা, প্রমুখ।