শুভব্রত মুখার্জি: চলতি ওডিআই বিশ্বকাপে রবিবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড এবং আফগানিস্তান। একদিকে গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড দল যখন ছিল তখন কাজটা মোটেও সহজ ছিল না আফগানদের কাছে। কিন্তু সেই অসাধ্য সাধন করেছে তারা। জোস বাটলারের নেতৃত্বাধীন ইংল্যান্ড দলকে ৬৯ রানের বিরাট ব্যবধানে হারিয়ে দিয়েছে তারা।ক্রিকেটের যে কোনও ফর্ম্যাটে এটাই ইংরেজদের বিরুদ্ধে আফগানিস্তানের প্রথম জয়। আর এই জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে দিল্লিতে উপস্থিত ক্রিকেট সমর্থকদেরও। ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে আফগানিস্তানকে বিপুল পরিমাণে সমর্থন দিতে দেখা যায় দিল্লিকে। ম্যাচ জিতে সেই বিষয়টিকেই সামনে এনে দিল্লির সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন রশিদ খান। পাশাপাশি তাঁর বক্তব্য দিল্লি সত্যিকারের 'দিলওয়ালো' অর্থাৎ বড় হৃদয়ের মানুষদের শহর।
ম্যাচের পরদিন অর্থাৎ সোমবার বিষয়টি নিয়ে মুখ খোলেন রশিদ খান। তিনি এক্সে লেখেন, ‘দিল্লি সাচ মে দিলওয়ালো কি হ্যায় (দিল্লি সত্যিকারের বড় হৃদয়ের মানুষদের শহর)। স্টেডিয়ামে উপস্থিত থাকা প্রত্যেক দর্শককে আমার তরফে থেকে অনেক ধন্যবাদ। আমাদেরকে যে সমর্থন আপনারা দিয়েছেন তা কোনও দিন ভুলব না। আপনাদের এই সমর্থন আমাদেরকে ম্যাচে এগিয়ে যেতে সাহায্য করেছে। ম্যাচে আমাদের পারফরম্যান্স করতে সাহায্য করেছে। সারা বিশ্বে থাকা আমাদের সমস্ত সমর্থকদের অনেক ধন্যবাদ। আমাদেরকে এতো ভালোবাসা দেওয়ার জন্য আরও বেশি করে ধন্যবাদ।’
উল্লেখ্য চলতি বিশ্বকাপে এটি ছিল আফগানিস্তানের তৃতীয় ম্যাচ। প্রথম ম্যাচে তারা বাংলাদেশের বিরুদ্ধে বাজেভাবে হেরেছিল। দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে তারা পর্যুদস্ত হয়। তারপরেই তৃতীয় ম্যাচে তাদের এই অনবদ্য পারফরম্যান্স।
প্রসঙ্গত ২০২৩ ওডিআই বিশ্বকাপের সবথেকে বড় অঘটন ঘটিয়ে ফেলেছে আফগানিস্তান। তাদের এই জয়ে বল হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে রশিদ খানেরও। তিনি তিনটি উইকেট নেন। ইংল্যান্ডের ইনিংসের শেষ উইকেটটিও তিনি নিয়ে দলের জয় নিশ্চিত করেন। তাঁকে স্লগ শট মারতে গিয়ে আউট হয়ে যান মার্ক উড। এছাড়াও ম্যাচে দুরন্ত অলরাউন্ড পারফরম্যান্স করেছেন মুজিব উর রহমান। ব্যাট হাতে মাত্র ১৬ বলে ২৮ রানের একটি ঝোড়ো ইনিংস খেলেন তিনি। এরপর বল হাতে দুটি গুরুত্বপূর্ণ উইকেট নিয়ে দলকে জিতিয়ে ম্যাচ সেরারও পুরস্কার পেয়েছেন তিনি। আফগানিস্তানের হয়ে এই ম্যাচে শুরুটা দুরন্তভাবে করেন রহমানউল্লাহ গুরবাজ। তিনি ঝোড়ো ৮০ রানের একটি ইনিংস খেলেন। সবমিলিয়ে দলগত পারফরম্যান্সে ভর করেই জো রুটদের হারিয়ে দিতে সক্ষম হয় আফগানরা।