বাংলা নিউজ > বায়োস্কোপ > Cyber Scam: OTP বা ব্যাঙ্ক ডিটেলস কিছুই বলেননি, ফোনে কথা বলতে গিয়ে উধাও প্রায় ৫ লক্ষ! প্রতারণার শিকার অভিনেতার স্ত্রী

Cyber Scam: OTP বা ব্যাঙ্ক ডিটেলস কিছুই বলেননি, ফোনে কথা বলতে গিয়ে উধাও প্রায় ৫ লক্ষ! প্রতারণার শিকার অভিনেতার স্ত্রী

রাকেশ বেদী ও স্ত্রী আরাধনা

আরাধনা বেদী জানান, তাঁর কাছে ফোন আসে, সেখানে বলা হয় ভুল করে তাঁর অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়ে গিয়েছে। OTP জানতে চাওয়া হয়। তিনি বুঝতে পেরেছিলেন এটা প্রতারণার ছক। তাই তিনি কোনও OTP কিংবা ব্যাঙ্ক ডিটেলস শেয়ার করেননি। তৎক্ষণাৎ আরাধনা বেদী ফোনটি কেটে দেন। তবে দেখেন অ্য়াকাউন্ট থেকে ৪.৯৮ লক্ষ টাকা উধাও।

চলতি বছরের জানুয়ারিতে সাইবার প্রতারণার শিকার হয়েছিলেন ‘তারক মেহতা কা উল্টা চশমা’ অভিনেতা রাকেশ বেদী। ফ্ল্যাট বিক্রি করতে গিয়ে প্রতারণার ফাঁদে পড়েন রাকেশ। এক ব্যক্তি নিজেকে সেনাকর্মী বলে দাবি করে তাঁর থেকে ৮৫ হাজার টাকা হাতিয়ে নিয়েছিলেন। আর এবার সাইবার প্রতারণার শিকার রাকেশ বেদীর স্ত্রী আরাধনা।

এবার কত টাকা খুইয়েছেন টেলি অভিনেতা রাকেশের স্ত্রী আরাধনা বেদী?

জানা যাচ্ছে আরাধনা বেদীর অ্যাকাউন্ট থেকে উধাও ৪.৯৮ লক্ষ টাকা। অভিযোগ কোনওরকম OTP না দিয়ে এবং ব্য়াঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস না দিয়েও এই টাকা আরাধনার অ্যাকউন্ট থেকে উধাও হয়ে যায়। এই ঘটনায় ওশিওয়াড়া থানায় অভিযোগ দায়ের করেন আরাধনা বেদী। বিষয়টি ব্যাঙ্ককে জানালেও তাঁর সেই অ্যাকাউন্টটি বন্ধ করে দেয়। কোন অ্যাকাউন্টে টাকাটি ট্রান্সফার হয়েছে, সেটা জানার চেষ্টা চলছে। এক্ষেত্রে ওশিওয়াড়া থানার পুলিশ সাইবার বিভাগকে তদন্তে সাহায্য করছে।

আরও পড়ুন-'বেবিজ ডে আউট'! অয়ন কাকুর কোলে চড়ে কোথায় গিয়েছিল ছোট্ট রাহা? দেখা নেই রণবীর-আলিয়ার

এবিষয়ে ই-টাইমসকে আরাধনা বেদী জানান, তাঁর কাছে একটা ফোন আসে, সেখানে বলা হয় ভুল করে তাঁর অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়ে গিয়েছে। OTP জানতে চাওয়া হয়। তবে আরাধনা বুঝতে পেরেছিলেন এটা প্রতারণার ছক। তাই তিনি কোনও OTP কিংবা ব্যাঙ্ক ডিটেলস শেয়ার করেননি। তৎক্ষণাৎ আরাধনা বেদী ফোনটি কেটে দেন। তবে তারপরই তিনি দেখে অ্য়াকাউন্ট থেকে ৪.৯৮ লক্ষ টাকা উধাও।

এবিষয়ে ওশিওয়ারা থানার পুলিশ আধিকারিক মোহন প্যাটেল বলেন, ‘আমরা বিষয়টা দেখছি, তবে এই তদন্ত একটু কঠিন। কারণ, কোনও তথ্য ছাড়া কেউ সাধারণত টাকা তুলতে পারেন না। তবে এক্ষেত্রে OTP ছাড়াই টাকা উধাও হয়ে গিয়েছে। তাই বিষয়টা সমাধান করতে একটু সময় লাগবে।’ 

প্রসঙ্গত, আরাধনা দেবীর স্বামী রাকেশ বেদী টেলিপর্দার বেশ পরিচিত মুখ। 'ভাবাজি ঘর পর হ্যায়', ‘ইয়ে জো হ্যায় জিন্দেগি’, ‘শ্রীমান শ্রীমতী’, ‘ ইয়েস বস’, ‘তারক মেহতা কা উল্টা চশমা’-সহ বহু জনপ্রিয় টেলি সিরিজে অভিনয় করেছেন। 

প্রসঙ্গত, কিছুদিন আগে টেলি অভিনেতা অন্নু কাপুরও সাইবার প্রতারণার শিকার হয়েছিলেন। ৪.৬৩ লক্ষ টাকার সাইবার প্রতারণার শিকার হয়েছিলেন। সেক্ষেত্রে চিরুণী তল্লাশি করে অপরাধীকে খুঁজে বের করেছিল পুলিশ। ধৃত ব্যক্তির নাম অম্বর দালাল জানা যায়, তিনি নাকি ৩৮০ কোটি টাকার সাইবার প্রতারণা করেছেন। 

 

বায়োস্কোপ খবর

Latest News

ভ্যাপসা গরমের মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি! কোন কোন জেলায়? কোনগুলি শুষ্ক থাকবে? ২৩১ রান ও ৫ উইকেট- ‘১৯ নভেম্বরের জুটি’-র তাণ্ডবে ৪৪ ওভারেই ৩১৬ তুলে জিতল অজিরা! Tata Steel World 25K Kolkata: ডিসেম্বরই শহরে বসছে আন্তর্জাতিক ম্যারাথন ইতালির হয়ে খেলেন ১৬ ম্যাচ, তাতেই ১৯৯০ বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা, প্রয়াত তোতো রান-আউটই করে দিচ্ছিলেন! পন্তের কাছে ক্ষমা চাইলেন যশস্বী, পরে ডোবাচ্ছিলেন ঋষভ RG কর দুর্নীতিতে কীভাবে ‘গরিবের ডাক্তার’-র ডাক্তারের নাম জড়াল? হতবাক স্থানীয়রা নম্বরে গরমিল, রিভিউ পিটিশন করতে পারে SSC, উচ্চপ্রাথমিকে নিয়োগে ফের জটিলতা 'এরা মুখ দিয়েই বাতকর্ম ক্রিয়া করে', পরম-স্বস্তিকা-দেবলীনাদের কটাক্ষ, পালটা কুণাল ‘নিজেকে এলিয়েন মনে হয় না, ভাগ্যিস….’, লেভার কাপের কেন এরকম বললেন ফেডেরার? ‘তিন নম্বরে তোমায় দরকার’: রোহিত-গিল-কোহলির ব্যর্থতার পরেই ভাইরাল পূজারার ভিডিয়ো

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.