২০১৯ একদিনের বিশ্বকাপ যেখানে শেষ হয়েছিল, সেখান থেকেই এবার শুরু হতে চলেছে ২০২৩ ওডিআই বিশ্বকাপ। বৃহস্পতিবার এবারের বিশ্বকাপের গত বারের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড মুখোমুখি হতে চলেছে। গত বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ড-নিউজিল্যান্ডের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল। সেই লড়াইয়ে শেষ হাসি হেসেছিল ব্রিটিশরা। তাও ম্যাচ এবং সুপার ওভার ড্র হওয়ার পর বেশি বাউন্ডারি হাঁকানোর সুবাদে বিশ্বকাপে চ্যাম্পিয়ন করে দেওয়া হয়েছিল ইংল্যান্ডকে। সেই ক্ষতটা এখনও ষোল আনা রয়ে গিয়েছে নিউজিল্যান্ডের। স্বাভাবিক ভাবেই এবারের বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচটি নিঃসন্দেহে কিউয়িদের কাছে বদলার। ইংল্যান্ডকে হারিয়ে নিজেদের ক্ষততে কিছুটা হলেও প্রলেপ লাগাতে মরিয়া নিউজিল্যান্ড। ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা জয় দিয়েই শুরুটা করতে চাইবে।
কেন উইলিয়ামসনের নেতৃত্বাধীন দলটি এ বারের শিরোপা জয়ের অন্যতম প্রধান দাবিদার। ভারতে আসার আগে, কিউয়িরা তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে গিয়েছিলেন। খারাপ আবহাওয়ার কারণে উদ্বোধনী ম্যাচ ভেসে গিতেছিল। তার পর অবশ্য টানা জয় পেয়ে অ্যাওয়ে সিরিজ জিতে নিয়েছিল নিউজিল্যান্ড। তারও আগে সেপ্টেম্বরে ইংল্যান্ডের মাটিতে তাদের বিরুদ্ধেই ওডিআই সিরিজে মুখোমুখি হয়েছিল নিউজিল্যান্ড। চার ম্যাচের সিরিজ ১-৩ হেরে গিয়েছিল নিউজিল্যান্ড। সেই হারের ধাক্কাটাও রয়েছে কিউয়িদের মনে। ইংল্যান্ড অবশ্য নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের পর আয়ারল্যান্ডকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ১-০ জিতে নেয়।
আরও পড়ুন: বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচও কি বৃষ্টিতে ভাসবে? কী বলছে আবহাওয়ার পূর্বাভাস?
যাইহোক বিশ্বকাপের লড়াই একেবারেই আলাদা। এই ম্যাচের আগে ইংল্যান্ড শিবিরে চিন্তার মেঘ। বেন স্টোকস সম্ভত উদ্বোধনী ম্যাচ মিস করতে পারেন। এদিকে নিউডিল্যান্ডও কেন উইলিয়ামসনকে তো পাবেই না, সেই সঙ্গে উদ্বোধনী ম্যাচ খেলতে পারবেন না টিম সাউদি। উইলিয়ামসনের জায়গায় দলকে নেতৃত্ব দেবেন টম লাথাম।
গত বারের দুই ফাইনালিস্টদের লড়াই ঘিরে নিঃসন্দেহে উত্তেজনা থাকবে। জেনে নিন কী ভাবে ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড, ২০২৩ ওডিআই বিশ্বকাপ ম্যাচের দেখবেন:
আরও পড়ুন: ব্রিটিশদের বিরুদ্ধে বদলার ম্যাচ, অথচ চাপে কিউয়িরা, উইলিয়ামসনের পর ছিটকে গেলেন সাউদিও
ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড, ওয়ানডে বিশ্বকাপের ম্যাচ কবে?
বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ডের ওয়ানডে বিশ্বকাপের ম্যাচ।
কোথায় ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড, ওয়ানডে বিশ্বকাপের ম্যাচ খেলা হচ্ছে?
ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড, ওডিআই বিশ্বকাপের ম্যাচটি হবে আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে।
ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড ওয়ানডে বিশ্বকাপের ম্যাচটি কখন শুরু হবে?
ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড, ওয়ানডে বিশ্বকাপের ম্যাচটি শুরু হবে ভারতীয় সময়ে দুপুর ২টো থেকে। টস হবে দুপুর দেড়টার সময়ে।
ভারতে কোন টিভি চ্যানেল ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড ওডিআই বিশ্বকাপের ম্যাচটি সম্প্রচার করবে?
ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড, ওডিআই বিশ্বকাপের ম্যাচটি স্টার স্পোর্টস নেটওয়ার্কে সম্প্রচার করা হবে।
ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড ওয়ানডে বিশ্বকাপের ম্যাচের লাইভ স্ট্রিমিং কোথায় দেখতে পাবেন?
ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড, ওডিআই বিশ্বকাপের ম্যাচটি মোবাইলে Disney+Hotstar-এ বিনামূল্যে লাইভ স্ট্রিম হবে। আপনি HT বাংলাতেও লাইভ স্কোর এবং আপডেটগুলি অনুসরণ করতে পারবেন।