শুভব্রত মুখার্জি: ২০২৪ সালের পুরুষদের টি-২০ বিশ্বকাপের আয়োজন করার দায়িত্ব পেয়েছে আমেরিকা। তাদের সঙ্গে এই বিশ্বকাপের সহ আয়োজক ওয়েস্ট ইন্ডিজ। দীর্ঘ ১৪ বছর পরে ফের ক্যারিবিয়ান মাটিতে ফিরছে বিশ্বকাপ ক্রিকেট। সেই জায়গায় দাঁড়িয়ে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসির তরফে ইতিমধ্যেই আসন্ন টি-২০ বিশ্বকাপের জন্য সহ আয়োজক দেশের ৭টি ভেন্যুর নাম চূড়ান্ত করা হয়েছে। তবে আশ্চর্যজনকভাবে এই ভেন্যু তালিকা থেকে বাদ পড়েছে জনপ্রিয়তম ভেন্যু জামাইকা! যা নিয়ে অবাক ক্রিকেট ভক্তরাও।
অ্যান্টিগা, বার্বাডোজ, ডমিনিকা, গায়ানা, ত্রিনিদাদ এবং টোবাগো, সেন্ট ভিনসেন্ট এবং গ্রেনাডাইনসকে ভেন্যু হিসেবে নিশ্চিত করেছে আইসিসি। পাশাপাশি আমেরিকার তিনটি ভেন্যুকেও নিশ্চিত করেছে আইসিসি।তারা জানিয়ে দিয়েছে ভারত বনাম পাকিস্তানের মহারণের ভেন্যু হিসেবে গুরু দায়িত্ব পেয়েছে নিউইয়র্ক। ২০২৪ সালে এই টুর্নামেন্ট শুরু হবে ৪ জুন থেকে, চলবে ৩০ জুন পর্যন্ত। আমেরিকাতে ২০টি দল মোট ৫৫টি ম্যাচ খেলবে ১০টি আলাদা আলাদ ভেন্যুতে ঘুরে ঘুরে। যার মধ্যে রয়েছে আমেরিকার ডালাস, ফ্লোরিডা এবং নিউ ইয়র্ক। পাশাপাশি ক্যারিবিয়ানভূমে রয়েছে ৭টি ভেন্যু।
সম্প্রতি এক মিডিয়া রিলিজে বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি। তবে কোন ভেন্যুতে কোন ম্যাচ খেলা হবে, নক আউটের ম্যাচ পড়ছে কিনা সেই সব বিষয়গুলো নিশ্চিত করা হয়নি আইসিসির তরফে। যা খবর তাতে করে সুপার-৮ এবং ফাইনাল ম্যাচ খেলা হতে পারে গায়ানা, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো এবং বার্বাডোজে। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে কথা বলেই নাকি আপাতত ভেন্যুর নাম নিশ্চিত করেছে আইসিসি। মোট যে ৫৫টি ম্যাচ খেলা হবে তার ৩৯-৪০টি ম্যাচ খেলা হতে পারে ওয়েস্ট ইন্ডিজেই। এই নিয়ে তৃতীয়বার ওয়েস্ট ইন্ডিজে পুরুষদের বিশ্বকাপ আয়োজন হতে চলেছে। ২০০৭ ওডিআই বিশ্বকাপের পাশাপাশি ২০১০ টি-২০ বিশ্বকাপও আয়োজন করেছিল ওয়েস্ট ইন্ডিজ। ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপে খেলবে ২০টি দেশ। চারটি গ্রুপের প্রতিটিতে থাকছে পাঁচটি করে দল। এখান থেকে সুপার ৮ পর্যায়ে যাবে দলগুলো। সুপার ৮ পর্যায়ে দুটি গ্রুপে চারটি করে দলে ভাগ করে হবে খেলা। প্রতি গ্রুপের প্রথম দুই দল সরাসরি খেলবে সেমিফাইনাল।