'স্বার্থপর ইনিংস খেলেছেন বিরাট' দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিরাট কোহলির শতরান ঘিরে এমনই মন্তব্য করেছিলেন প্রাক্তন পাক তারকা মহম্মদ হাফিজ। এই মন্তব্যের জেরে প্রাক্তন ইংল্যান্ড তারকা মাইকেল ভনের কটাক্ষের মুখে পড়তে হয়েছিল তাঁকে। এবার ফের তর্কে জড়ালেন দুই প্রাক্তন তারকা। নেদারল্যান্ডসের বিরুদ্ধে অলরাউন্ডার বেন স্টোকসের শতরানের প্রশংসা করে নিজের এক্স হ্যান্ডেল থেকে একটি পোস্ট শেয়ার করেন হাফিজ এবং তাতে উল্লেখ করেন মাইকেল ভনের নাম।
তবে একটি দুর্দান্ত পাল্টা জবাব আসে মাইকেল ভনের থেকে একটি ভিডিয়ো পোস্টের মাধ্যমে। এই তর্কের উৎস ভারত বনাম দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপের ম্যাচ। বিরাট কোহলির শতরানের ইনিংসকে স্বার্থপর ইনিংস বলাতে চোটে গিয়েছিলেন মাইকেল ভন। তিনি সরাসরি জানান, 'ভারত দুর্দান্ত খেলে এখন পর্যন্ত সবাইকে পরাজিত করেছে আর সেই মুহূর্তে কোহলির ওরম খেলাই দরকার ছিল এবং সেটার জন্যই বড় ব্যবধানে ম্যাচ জেতে টিম ইন্ডিয়া।'
এরপর গতকালের ম্যাচে স্টোকসের শতরানকে ঘিরে আরও একটি পোস্ট করেন হাফিজ এবং তাতে উল্লেখ করেন প্রাক্তন ইংল্যান্ড তারকার নাম। ব্রিটিশ অলরাউন্ডারের প্রশংসা করে তিনি লেখেন, 'চাপের মুখে একটি দুর্দান্ত ইনিংস খেলেছেন বেন স্টোকস। একেই বলে দেশের জন্য খেলা। এটাই হচ্ছে স্বার্থপরের সাথে স্বার্থ হীনের পার্থক্য।' এরপরই ভনের তরফ থেকে আসে সেই দুর্দান্ত পাল্টা জবাব। প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক একটি পুরোনো ভিডিয়ো শেয়ার করেন যেখানে দেখা গিয়েছে বিরাট কোহলির বলে আউট হয়েছেন হাফিজ। ভনের এই পোস্টে পড়েছে বিভিন্ন ব্যবহারকারীদের হাস্যকর কমেন্ট।
উল্লেখ্য, বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্ট বুধবার নিজের প্রথম শতরান করেন অলরাউন্ডার বেন স্টোকস। ৮৪ বলে ১০৮ রানের একটি ঝড়ের গতির ইনিংস খেলেন তিনি, যার মধ্যে রয়েছে ৬টি চার ও ৬টি ছয়। বেনের দুর্দান্ত ব্যাটিংয়ের উপর ভর করে ৫০ ওভার শেষে নেদারল্যান্ডসের জন্য ৩৪০ রানের লক্ষ্য তৈরি করে ইংল্যান্ড। যদিও স্টোকসকে দুর্দান্ত সঙ্গ দিয়েছেন দলের আরেক অলরাউন্ডার ক্রিস ওকস। তিনি ব্যক্তিগত সংগ্রহ ৪৫ বলে ৫১ রান। এবার ইংল্যান্ডের পরবর্তী ম্যাচ পাকিস্তানের বিরুদ্ধে। বাটলার বাহিনীর এবার মূল লক্ষ্য হবে পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে শেষ আটে নিজেদের নাম নথিভুক্ত করা এবং চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য যোগ্যতা অর্জন করা। এবার দেখার বিষয়, শেষ পর্যন্ত ইংল্যান্ড কোয়ালিফাই করতে পারে কিনা।