আজ, মঙ্গলবার সকাল থেকে শুরু হয়েছে তৃতীয় দফার লোকসভা নির্বাচন। আর এই সকাল থেকেই নানা অভিযোগ আসতে শুরু করেছে। ইভিএম খারাপের অভিযোগ বেশি আসতে শুরু করেছে। তার সঙ্গে বোমাবাজি এবং মারধর তো আছেই। সুতরাং সকাল থেকেই উত্তপ্ত হয়ে উঠেছে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র। মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত সিয়ালমারা মাদ্রাসা শিক্ষা কেন্দ্রের ২২৩ নম্বর বুথে সকাল থেকেই ভোটিং মেশিন খারাপ হয়ে যাওয়ায় ব্যাহত হল ভোটগ্রহণ। সকাল সকাল ভোট দিতে এসে হয়রানির সম্মুখীন হচ্ছেন ভোটাররা বলে অভিযোগ। ভোটাররা ভোট দিতে এসে পুরাতন মালদা বিধানসভার ছাতিয়ানগাছি প্রাথমিক বিদ্যালয়ে ইভিএম খারাপের খবর জানতে পারেন।
এদিকে আজ সকালেই কংগ্রেস সভাপতি বাড়িতে বোমাবাজির অভিযোগ ওঠে। ভোটের সময় মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার পাথরঘাটা এলাকায় বোমাবাজি হয়। কংগ্রেসের অভিযোগ, ভোটারদেরকে ভয় দেখানোর উদ্দেশে কংগ্রেসের অঞ্চল সভাপতির বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করা হয়েছে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হরিহরপাড়া থানার পুলিশ। চারটি কেন্দ্রে সকাল ৮টা পর্যন্ত ৬০টির বেশি ইভিএম খারাপের অভিযোগ উঠেছে। তার মধ্যে বেশিরভাগ অভিযোগ এসেছে মালদা দক্ষিণ এবং জঙ্গিপুর থেকে। ভোটারদের ভয় দেখানোর অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। মুর্শিদাবাদের জলঙ্গিতে এমন ঘটনাই ঘটেছে। মালদার ২১৩ নম্বর বুথে, আইহো অঞ্চলের বক্সীনগর ২নম্বর পি পি প্রাথমিক বিদ্যালয়ে ইভিএম মেশিন খারাপ থাকায় প্রায় একঘন্টা ধরে ভোট নেওয়া বন্ধ ছিল। তাতে সমস্যায় পড়েন ভোটাররা।
আরও পড়ুন: ‘দেউচা পাঁচামিতে এক লক্ষ ছেলেমেয়ের চাকরি হবে’, বেকার নিরসনে বড় ইঙ্গিত মমতার
অন্যদিকে রানিনগরের লোচনপুরে ৩৬ নম্বর বুথে কেন্দ্রীয় বাহিনীর সামনেই সিপিএম এজেন্টকে মারধর করার অভিযোগ উঠেছে। তৃণমূল কংগ্রেস এই অভিযোগ অস্বীকার করেছে। বোমাবাজির পর এবার সিপিএম এজেন্টকে মারধরের ঘটনা ঘটল মুর্শিদাবাদে লোকসভা কেন্দ্রে। মুর্শিদাবাদ লোকসভার অধীনে মুর্শিদাবাদ বিধানসভার ২৫৪ নম্বর বুথে সিপিএম এজেন্ট সারজেস আলি ও মোজাম্মেল শেখকে মারধর করার অভিযোগ উঠেছে। সারজেস আলির মোটরবাইক ভাঙচুর করা হয়। এই ঘটনার জেরে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা বলে অভিযোগ। প্রাণভয়ে পাশের গ্রামের কলাবাগানে আশ্রয় নেন সিপিএম এজেন্ট। হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। এমনকী ডোমকলে বোমাবাজি পাশাপাশি কংগ্রেস কর্মীদের বাড়ি লক্ষ্য করে গুলি চলেছে বলে অভিযোগ।
এছাড়া মালদা উত্তর, মালদা দক্ষিণ, জঙ্গিপুর, মুর্শিদাবাদে ভোটগ্রহণ চলছে। তবে আজ সকাল থেকে মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকের কালী মন্দির এলাকায় ১৮ নম্বর বুথে ইভিএম বিভ্রাটের ঘটনা ঘটে। ভোট শুরু হতেই জলঙ্গির টিকরবাড়িয়া এলাকায় ইভিএম বিকলের অভিযোগ উঠেছে। যার জেরে ভোটগ্রহণ বন্ধ ছিল। বিধানসভা কেন্দ্র ভগবানগোলাতে উপনির্বাচন আজ। জঙ্গিপুরের রঘুনাথগঞ্জে বিজেপি প্রার্থীর এজেন্ট বসতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। তাঁতিপাড়ার কাছে বিজেপি এজেন্টদের আটকে দেওয়ার অভিযোগ উঠেছে। তৃণমূল কংগ্রেস বিধায়ক ইদ্রিস আলির মৃত্যুতে ভগবানগোলা কেন্দ্রটিতে উপনির্বাচন হচ্ছে। আজ অমিত শাহ এক্স হ্যান্ডলে লেখেন, ‘আমি পশ্চিমবঙ্গের মানুষকে অনুরোধ করছি, আজ তৃতীয় দফার নির্বাচনে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে অবশ্যই একটি দুর্নীতিমুক্ত সরকার গঠনের পক্ষে ভোট দিন। যারা সকলের জন্য সমান অধিকার সুনিশ্চিত করবে, যারা মহিলাদের উপযুক্ত সম্মান দেবে, অবৈধ অনুপ্রবেশকে বন্ধ করবে, তোষণ নীতির অবসান করবে এবং গরিবদের জন্য কাজ করবে।’