বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Rain and storm effect in South Bengal: ৭৭ কিমিতে ঝড়, বৃষ্টিতে ৮.১ ডিগ্রি তাপমাত্রা কমল কলকাতার, তবে দক্ষিণবঙ্গে মৃত ৬

Rain and storm effect in South Bengal: ৭৭ কিমিতে ঝড়, বৃষ্টিতে ৮.১ ডিগ্রি তাপমাত্রা কমল কলকাতার, তবে দক্ষিণবঙ্গে মৃত ৬

কলকাতায় স্বস্তির বৃষ্টি। (ছবি সৌজন্যে এএফপি)

ঝড়-বৃষ্টি জেরে একধাক্কায় কলকাতার তাপমাত্রা আট ডিগ্রি সেলসিয়াস কমে গেল। অন্যান্য জেলায় কমেছে তাপমাত্রা। তারইমধ্যে বজ্রপাতের জের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় মোট ছ'জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কয়েকজন। জল জমে যায় কলকাতার রাস্তায়।

স্বস্তির বৃষ্টিতে মারাত্মক গরম থেকে কিছুটা রেহাই পেয়েছে দক্ষিণবঙ্গ। অস্বস্তিকর গরমের পরিবর্তে রাতটা কিছুটা স্বস্তিদায়ক হয়ে ওঠে। শুধু তাই নয়, কলকাতার সর্বনিম্ন একলপ্তে প্রায় আট ডিগ্রি সেলসিয়াস কমে গিয়েছে। অন্যান্য জেলায় পারদ পতন হয়েছে। কিন্তু সেই স্বস্তির মধ্যেই ঝড় এবং বজ্রপাতের জেরে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কমপক্ষে ছয়জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কয়েকজন। সেইসঙ্গে বৃষ্টির ফলে কলকাতার অনেক রাস্তায় জলও জমে যায়। 'ট্র্যাডিশন' মেনে ঠনঠনিয়া কালীবাড়ি সংলগ্ন এলাকা, সেন্ট্রাল অ্যাভিনিউয়ের মতো রাস্তায় জমে যায় জল। মরশুমের প্রথম বৃষ্টিতেই জল জমে যায় মহাত্মা গান্ধী রোড-সহ উত্তর কলকাতার একাংশে। তবে রাতেই জল নেমে গিয়েছে বলে দাবি করেছেন কলকাতা পুরনিগমের মেয়র পারিষদ (নিকাশি) তারক সিং।

বৃষ্টির জেরে কলকাতার পারদ পতন এবং ঝড়

সোমবার বৃষ্টির জেরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা একধাক্কায় আট ডিগ্রির মতো পড়ে গিয়েছে। সোমবার রাতে আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছিল যে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা হল ২৯.৮ ডিগ্রি। আর আজ সকালে হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে যে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২১.৭ ডিগ্রিতে নেমে গিয়েছে। যা স্বাভাবিকের থেকে ৫.১ ডিগ্রি কম। সবমিলিয়ে শেষ ২৪ ঘণ্টায় কলকাতায় ৭০.৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। সোমবার একটা সময় দমকা হাওয়ার বেগ ঘণ্টায় ৭৭ কিলোমিটারে পৌঁছে গিয়েছিল।

আরও পড়ুন: ISC 2024 'Topper' Ritisha Bagchi: ৯৯.৭৫% পেয়ে রাজ্যে ISC-তে ‘প্রথম’ রীতিশা! ইতিহাস নিয়ে পড়ে হতে চান সাংবাদিক

দক্ষিণবঙ্গে ৬ জনের মৃত্যু

স্বস্তির বৃষ্টির মধ্যে ঝড় এবং বজ্রপাতে দক্ষিণবঙ্গের চারটি জেলায় সোমবার কমপক্ষে ছয়জনের মৃত্যু হয়েছে। বজ্রাঘাতে মৃত্যু হয়েছে পশ্চিম মেদিনীপুরের পিংলা থানা ডাঙলসা গ্রামের পিন্টু সামন্তের। ঝড়-বৃষ্টি কিছুটা কমে যাওয়ার পরে রাতে আম কুড়িয়ে আনতে গিয়েছিলেন তিনি। সেইসময় তাঁর মৃত্যু হয়েছে।একই ঘটনা ঘটেছে পূর্ব বর্ধমানের কাটোয়ায়। ঝড়-বৃষ্টির সময় পুকুরঘাটে থাকা পোষ্যকে আনতে গিয়ে বজ্রপাতে মৃত্যু হয়েছে কামাল গ্রামের মাঝিপাড়ার এক মহিলা। 

আরও পড়ুন: Fish Rain in Iran Viral Video: আকাশ থেকে টপাটপ পড়ছে মাছ! 'মৎস্য বৃষ্টি' হল ইরানে, ভিডিয়ো দেখে চমকে গেল সকলে

পুরুলিয়ায় একই ঘটনা ঘটেছে। সেখানে দু'জনের মৃত্যু হয়েছে। স্নান করতে যাওয়ার পথে বজ্রপাত শুরু হওয়ায় আড়শার নামোপাড়ায় একটি গাছের তলায় আশ্রয় নেন তিন পড়ুয়া এবং এক ট্র্যাক্টর চালক। বজ্রপাতে এক পড়ুয়া এবং ট্র্যাক্টর চালকের মৃত্যু হয়েছে। অন্যদিকে, নদিয়ার নাকাশিপাড়ার মোটা বড়গাছিতে ইটভাঁটার অস্থায়ী ছাউনির দেওয়ার ভেঙে পড়ে মৃত্যু হয়েছে স্বামী এবং স্ত্রী'র। তাঁরা আদতে ঝাড়খণ্ডের বাসিন্দা। আহত হয়েছে তাঁদের মেয়ে।

আরও পড়ুন: Mamata vs Modi Meme Row: মমতার মিমে ‘ধমক’ পুলিশের, নিজেরটা নিয়ে হেসে খোঁচা দিলেন মোদীর! পালটা অভিষেকের

বাংলার মুখ খবর

Latest News

মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে সোমবার? জানুন রাশিফল আর্সালান-এর আগে-পরে শব্দ জুড়ে বিরিয়ানির দোকান চালানো যাবে না: কলকাতা হাইকোর্ট ধুতি-পাঞ্জাবিতে বাঙালি বাবু! সুরুচি সংঘে অরূপের সঙ্গে ঢাক বাজালেন ব্রায়ান লারা পুজোয় দিনভর বাইরে খাওয়া দাওয়া? পেট ভালো রাখতে পাতে রাখুন এই খাবারগুলি রতন থেকে সইফুল্লাহ! বাংলাদেশে চাকরি বাঁচাতে ধর্ম বদল, নথি দেখালেন তসলিমা বায়ুসেনার অনুষ্ঠানে চরম অব্যবস্থা, চেন্নাইয়ে প্রবল ভিড় ও গরমে মৃত ৫, অসুস্থ ১০০ অবিশ্বাস্য নো-লুক শটের পরেই ব্যাট উড়ল হার্দিকের হাত থেকে, বাউন্ডারির বাইরে বল কলকাতায় বাংলাতেই লেখা হোক সাইনবোর্ড, ধ্রুপদী স্বীকৃতির পরে নতুন করে ভাবছে পুরসভা পটাশপুরে মৃতার ময়নাতদন্তে অখুশি গোটা পরিবার, দেহ নিতে অস্বীকার, মামলার হুমকি IND vs BAN 1st T20I: ৪৯ বল বাকি থাকতেই জয়! নতুন ইতিহাস লিখল সূর্যকুমারের ভারত

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.