সঞ্জু স্যামসনকে নিয়ে বড় মন্তব্য করলেন প্রাক্তন ভারতীয় পেসার এস শ্রীসন্ত। তাঁর মতে নির্বাচকরা আইসিসি বিশ্বকাপ ২০২৩ স্কোয়াড থেকে সঞ্জু স্যামসনকে বাদ দিয়ে সঠিক কাজ করেছে। শ্রীসন্তের মতে সঞ্জুর একটা একগুঁয়ে মনোভাব আছে, সেটাই তাঁকে ডোবাচ্ছে। শ্রীসন্ত মনে করেন সে জন্যই সঞ্জু বিশেষজ্ঞদের পরামর্শকে কান দেন না। শ্রীসন্ত বলেছেন যে এই কারণেই সঞ্জু এখন টিম ইন্ডিয়ার বাইরে রয়েছে। সঞ্জু স্যামসন ওডিআই ক্রিকেটে ভালো গড় থাকা সত্ত্বেও ওয়ানডে বিশ্বকাপ, এশিয়ান গেমস এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজের জন্য নির্বাচিত হননি। শ্রীসন্ত বলেছেন, দলে না থাকার কারণ হল সঞ্জুর একগুঁয়ে মনোভাব।
শ্রীসন্ত বলেছেন, ‘আমার মতে, নির্বাচক কমিটি সঠিক সিদ্ধান্ত নিয়েছে। কারণ অনেক কিংবদন্তি খেলোয়াড় তাঁর ব্যাটিং ভুলগুলো তুলে ধরেছেন। কিন্তু শ্রীসন্তের অভিমত যে পিচ অনুযায়ী খেলতে বলা হলে তিনি কখনও সেটা শোনেননি, যার ফলশ্রুতিতে তিনি এখন দল থেকে ছিটকে গিয়েছেন।’ শ্রীসন্ত বলেন, ‘সঞ্জু স্যামসনকে তাঁর মনোভাব বদলাতে হবে। তিনি সবসময় আক্রমণাত্মক শট খেলতে গিয়ে আউট হন। তাকে ক্রিজে থাকাকে অগ্রাধিকার দিতে হবে।’ সঞ্জুকে রক্ষণাত্মক মানসিকতা গড়ে তোলার পরামর্শ দিয়েছেন শ্রীসন্ত। তিনি বলেন, ‘স্যামসনকে কতবার বলেছি ক্রিজে কামড় দিয়ে থাকতে। কিন্তু সে কারোর কথা শোনে না। আমি মনে করি তাঁকে ইতিমধ্যেই যথেষ্ট সুযোগ দেওয়া হয়েছে। তবে, ধারাবাহিক পারফরম্যান্সের অভাব রয়েছে।’ সঞ্জু প্রসঙ্গে শ্রীসন্তের এই সমালোচনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় পক্ষ-বিপক্ষ আলোচনা শুরু হয়েছে। কেউ কেউ শ্রীসন্তকে সমর্থন করেছেন, আবার অনেকে স্পট-ফিক্সিং-এর কথা মনে করিয়ে প্রাক্তন ক্রিকেটারকে নিয়ে ব্যঙ্গ করেছেন।
তবে শ্রীসন্ত মনে করেন তিনি ভুল কিছুই বলেননি। কারণ সঞ্জুর ওঠে আসার পিছনে রয়েছে শ্রীসন্তের বড় হাতে। কেরালা দলে সুযোগ দেওয়া থেকে রাজস্থানে নিয়ে আসা, সবটাই হয়েছে শ্রীসন্তের হাত ধরে। এদিনের সাক্ষাৎকারে সে কথাই জানিয়েছেন তিনি। শ্রীসন্ত বলেন, ‘রাজস্থান রয়্যালস দলে সঞ্জুকে সুযোগ করে দেওয়ার জন্য আমি রাহুল দ্রাবিড়কে মিথ্যে কথা বলেছিলাম। সেই সময়ে আমি তাঁকে বলেছিলাম সঞ্জু আমার ছয় বলে ছটি ছক্কা মেরেছিল। এরপরে দ্রাবিড় সঞ্জুকে দেখেন ও রাজস্থানেই রেখে দেওয়ার সিদ্ধান্ত নেন।’ এরপরে শ্রীসন্ত জানিয়েছেন বোর্ডের এমন ক্রিকেটারকে দেখা উচিত। কারণ এমন ক্রিকেটার আইপিএল খেলে হারিয়ে গেলে দেশেরই ক্ষতি হবে।