Kuldeep Yadav's Magic Ball- রবিবার লখনউতে বিশ্বকাপের ম্যাচে ভারতের স্পিনার কুলদীপ যাদব দুর্দান্ত বলে আউট হয়েছিলেন ইংল্যান্ডের অধিনায়ক জোস বাটলার। ম্যাচের মাঝের ওভারে যখনই ভারতীয় দলের উইকেটের প্রয়োজন হয়, কুলদীপ যাদব সেই ব্রেকথ্রু দেন। এবং তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপ ২০২৩ ম্যাচেও অনুরূপ কিছু করেছেন। জোস বাটলারকে আউট করে টিম ইন্ডিয়াকে গুরুত্বপূর্ণ সাফল্য এনে দেন কুলদীপ। তবে এবারের উইকেট ছিল খুবই বিশেষ। কারণ কুলদীপের করা দুর্দান্ত বল। যাকে ভক্তরাও বলছেন ‘বল অফ দ্য টুর্নামেন্ট।’
আসলে, ভারতের ২৩০ রানের টার্গেটের জবাবে ইংল্যান্ড ৩৯ রানের মধ্যেই চার উইকেট হারিয়ে ফেলেছিল। ক্রিজে ছিলেন জোস বাটলার। আইপিএলে ভারতীয় পিচে তার ব্যাটিং দেখে বোঝা যায়, ইংল্যান্ডের সবচেয়ে বড় ভরসা তিনি। কিন্তু ১৬ ওভার বল করতে আসা কুলদীপ ইংল্যান্ডের আশা শেষ করে দেন। ওভারের প্রথম বলেই জোস বাটলারকে বোল্ড করেন কুলদীপ।
কুলদীপ যাদবের এই বলটি অফ স্টাম্পের বাইরে আঘাত করে এবং বাটলার বুঝতে পারার আগেই বল স্টাম্পে লেগেছিল। কুলদীপের এই জাদুকরী বলের টার্ন দেখে স্তব্ধ হয়ে যান বাটলার। এই বল নিয়ে ভক্তরা সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের প্রতিক্রিয়া দিয়েছেন। এই উইকেট দেখে সকলের ২০১৯ সালে বাবর আজমের আউটের কথা মনে পড়ে যায়। আসলে ২০১৯ বিশ্বকাপে বাবর আজমকে এভাবেই আউট করেছিলেন কুলদীপ। এবার বাটলারকে সেই দুর্দান্ত বল দিয়ে আউট করলেন।
ম্যাচের পরে কুলদীপ যাদব বলেন, ‘আমি বলব দুটি বলই খুব ভালো ছিল। আমার দৃষ্টিতে এই দুটি একই বল ছিল। কোনও পরিবর্তন হয়নি। গুণমান গুরুত্বপূর্ণ এবং উভয়ই মানসম্পন্ন ব্যাটার ছিল। দলও জিতেছে।’ ভারতের ১০০ রানের জয়ের পরে কুলদীপ বলেছিলেন, ‘এত বিশাল জনতার সামনে খেলাটাও বিশেষ ছিল।’ জসপ্রীত বুমরাহ এবং মহম্মদ শামি জাদুকরী ওপেনিং স্পেলের পরে কম স্কোরিং ম্যাচে ভারত জেতে। ওপেনিং পাওয়ার প্লের পর কুলদীপের কাজ ছিল চাপ বজায় রাখা এবং তিনি সেটা করতে পেরেছিলেন।
এদিনের ম্যাচের পরে তিনি বলেন, ‘পাওয়ার প্লেতে শামি ও বুমরাহ খুব ভালো বোলিং করেছে। আমার পরিকল্পনা ছিল ভালো লেন্থে বল করা। সেখানে স্পিন ছিল এবং আমি ক্রিজের ভালো ব্যবহার করেছি।’ রাতের আলোয় বল করতে পছন্দ করেন কুলদীপ যাদব। ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ জিতে কুলদীপ বলেন, ‘প্রথমে ব্যাটিং করলে ভালো হয়। টোটাল ভালো হলে আরও ভালো হয়, আলোর নীচে বোলিং করতে বেশি মজা লাগে। এই উইকেটে ২৩০ একটি শালীন স্কোর ছিল। রোহিত ভাই যেভাবে ব্যাটিং করেছেন তা আমাদের সম্মানজনক স্কোর করতে সাহায্য করেছে।’