India vs Pakistan- ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে ভারত এবং পাকিস্তানের মধ্যে ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে ১৪ অক্টোবর ২০২৩ তারিখে। যেখানে এই ম্যাচে দুই দলের মধ্যে কঠিন প্রতিদ্বন্দ্বিতা দেখার জন্য সমস্ত ভক্তরা অপেক্ষা করছে। অন্যদিকে, হরিয়ানার বাসিন্দা লিয়াকত খান তার মেয়ে এবং নাতনির সঙ্গে দেখা করার জন্যে অধীর আগ্রহে রয়েছেন।
নাতনির অপেক্ষায় পাকিস্তানের বোলার হাসান আলির শ্বশুর
আসলে পাকিস্তানের বোলার হাসান আলির শ্বশুর হলেন ভারতের বাসিন্দা লিয়াকত খান। তাঁর বাড়ি হল হরিয়ানায়। তাঁর বাড়িতে প্রথমবারের মতো আসবেন তাঁর নাতনি। প্রথমবারের মতো নাতনির সঙ্গে নিজের বাড়িতে দেখা করবেন তিনি ও তাঁর পরিবার। সেই আগ্রহেই রয়েছেন পাকিস্তানের বোলার হাসান আলির শ্বশুর। প্রকৃতপক্ষে, নুহ জেলার অবসরপ্রাপ্ত ব্লক ডেভেলপমেন্ট অফিসার লিয়াকত খানের মেয়ে সামিয়া। তাঁর সঙ্গেই ২০১৯ সালে দুবাইতে পাকিস্তানের ফাস্ট বোলার হাসান আলির সঙ্গে বিয়ে হয়। বিয়ের করার চার বছর হয়ে গেছে। বিয়ের পর সে এখন পর্যন্ত সীমান্তের ওপারে যেতে পারেনি। লিয়াকত খানজানিয়েছেন, ‘আমি আমার নাতনির সঙ্গে দেখা করার জন্য অপেক্ষা করতে পারছি না।’
লিয়াকত খান ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, ‘আমার স্ত্রী ২০২১ সালে পাকিস্তানে গিয়েছিলেন যখন আমার মেয়ে তাঁর প্রথম সন্তানের জন্ম দিয়েছিল। আশা করি আমেদাবাদে আবার দেখা হবে। আমি আমার নাতনিকে ধরে আদর করার জন্য আর অপেক্ষা করতে পারছি না।’ ৬৩ বছরের লিয়াকত খান বর্তমানে চান্দেনি গ্রামে বসবাস করেন।
বিশ্বকাপের জন্য পাকিস্তান দলে হঠাৎ প্রবেশ করেন নাসিম শাহ-
আমরা আপনাকে জানিয়ে রাখি যে হাসান আলির ভারতে আসার ঠিক ছিল না। কারণ প্রথম দিকে তিনি ভারতে আসার পাকিস্তান দলে জায়গা পাননি। কিন্তু এশিয়া কাপ চলাকলীন ফাস্ট বোলার নাসিম শাহ হঠাৎ ইনজুরিতে পড়েন, যে কারণে হাসান আলি হঠাৎ বিশ্বকাপের টিকিট পেয়ে যান এবং তিনি এখন পাকিস্তানের প্লেয়িং একাদশেও জায়গা পেতে পারেন বলে খবর পাওয়া যাচ্ছে।
বিরাট কোহলির সঙ্গে ছবি তুলতে চান হাসান আলির শ্বশুর-
লিয়াকত খান ইন্ডিয়ান এক্সপ্রেসকে আরও বলেন, ‘আমার মনে হয় না এই যুগে বিরাট কোহলির চেয়ে ভালো আর কেউ আছে। হ্যাঁ, ফর্মে ঘাটতি ছিল, কিন্তু তিনি ফিরে এসেছেন - এখন তিনি হয়তো নিজের সেরায় নেই, তবে এখনও তিনি বাকিদের থেকে এগিয়ে রয়েছেন। আমি মনে করি, সে বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহক হবে। আমি যখন হাসানের সঙ্গে দেখা করি, তখন আমি তাকে আমার দলের (ভারত) খেলোয়াড়দের সঙ্গেও তাঁকে পরিচয় করিয়ে দিতে সাহায্য করার জন্য অনুরোধ করব। আমি বিরাট কোহলির সঙ্গে একটি ছবি তুলতে চাই এবং রাহুল দ্রাবিড়কে আমার শ্রদ্ধা জানাতে চাই।’